Haldiram Snack: বিদেশি হাতে ভারতীয় হলদিরাম? ৭৫% কেনার জন্য কত টাকার অফার?
Haldiram Sell: ১৯৩৭ সালে রাজস্থানের বিকানেরে হলদিরামের পথচলা শুরু হয়েছিল। ওই সংস্থার তরফে এই ব্যবসায়িক চুক্তি এখনও কিছু জানানো হয়নি
কলকাতা: চানাচুর থেকে শুরু করে নানা ধরনের প্যাকেটজাত ভুজিয়া কিংবা আরও নানা ধরনের প্যাকেটজাত মিষ্টি। এই ব্যবসায় ভারতের প্রথম ধরণের খাদ্য বিপণন সংস্থা হলদিরাম। এবার এই সংস্থাই যেতে পারে বিদেশি বিনিয়োগকারী সংস্থার গোষ্ঠীর হাতে। IANS সূত্রের খবর, আন্তজার্তিক বিনিয়োগকারীদের একটি গোষ্ঠী এই হলদিরাম-কেনার জন্য দরপত্র (Non-binding bid) জমা দিয়েছে। ভারতের এই খাদ্য বিপণন সংস্থার Controlling stake- অধিগ্রহণ করার জন্য ওই দরপত্র জমা দেওয়া হয়েছে। ওই Controlling stake-এর মূল্যা ৮.৫ বিলিয়ন মার্কিন ডলার। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, হলদিরামের ৭৫ শতাংশ মালিকানা নেওয়ার জন্য কথা শুরু করেছে ওই আন্তর্জাতিক বিনিয়োগকারী গোষ্ঠী। তবে গোটা বিষয়টিই একেবারে প্রাথমিক স্তরে রয়েছে। ১৯৩৭ সালে রাজস্থানের বিকানেরে হলদিরামের পথচলা শুরু হয়েছিল।
কারা কিনতে চাইছে হলদিরাম?
একটি আন্তজার্তিক বিনিয়োগকারী গোষ্ঠী এই ব্যবসায়িক চুক্তি করার চেষ্টা করছে। ওই গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছে আন্তর্জাতিক প্রাইভেট ইকুইটি ফার্ম Blackstone, তার সঙ্গেই রয়েছে Abu Dhabi Investment Authority (ADIA) এবং সিঙ্গাপুরের GIC. IANS- রিপোর্ট সূত্রের খবর, Haldiram's Snacks Food- এর ৭৫ শতাংশ অংশীদারিত্ব কেনার জন্য দরপত্র জমা দিয়েছে ওই বিনিয়োগকারী গোষ্ঠী। যদিও এই ব্যবসায়িক চুক্তি নিয়ে কোনও বিস্তারিত তথ্য দেওয়ার বিষয়ে মুখে কুলুপ এঁটেছে হলদিরাম এবং ওই বিনিয়োগকারী সংস্থাগুলি।
IANS-রিপোর্ট অনুয়ায়ী, আগরওয়াল পরিবারের দুটি অংশ - একটি দিল্লি এবং অন্যটি নাগপুর। এই দুই অংশের মিলিত ব্য়বসা এই ফুড চেন। নাগপুরের অংশের হাতে রয়েছে Haldiram Foods International এবং Haldiram Snacks চালায় দিল্লির অংশ। ওই দুটি অংশ মিশে গিয়ে Haldiram Snacks Food- পরিচয়ে সামনে আসার অপেক্ষায় রয়েছে।
নাগপুরের অংশের হাতে যে ব্যবসা- সেটি ২০২২ অর্থবর্ষে ৩৬২২ কোটি টাকা আয় করেছে। অন্যদিকে একই অর্থবর্ষে দিল্লির অংশের হাতে থাকা সংস্থাটি ৫২৪৮ কোটি টাকার বিক্রি করেছে বলে নথিতে দেখানো হয়েছে।
এর আগেও একাধিক বিদেশি বিনিয়োগকারী সংস্থা হলদিরাম কেনার চেষ্টা করেছিল। সেই তালিকায় উল্লেখযোগ্য নাম Venture Capitalist ফার্ম Bain Capital, রয়েছে Warburg Pincus এবং General Atlantic.
গতবছর রয়টার্সের একটি রিপোর্ট অনুযায়ী Tata Group- হলদিরাম কেনার জন্য কথা চালাচ্ছিল। ১০ বিলিয়ন মার্কিন ডলারের মূল্য চাইছিল খাদ্য বিপণন সংস্থাটি। যদিও পরে কোনও ব্যবসায়িক চুক্তি হয়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: মায়ের 'মন্ত্র' মেনেই জীবন কাটিয়েছেন মোদি! ২০০১-এ ছেলেকে কী বলেছিলেন হীরাবেন?