HDFC Bank: UPI-এর মাধ্যমে পাঠানো যাবে না টাকা ! কী আপডেট দিল এই বেসরকারি ব্যাঙ্ক ?
HDFC Bank UPI Services: এইচডিএফসি ব্যাঙ্ক তাদের ওয়েবসাইটে জানিয়েছে আগামী ৮ ফেব্রুয়ারি তাদের ইউপিআই পরিষেবাগুলি বন্ধ থাকবে। জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

UPI Service: আপনি যদি ইউপিআই ব্যবহার করেন, তাহলে আপনার জন্য আগাম সতর্কতা। এইচডিএফসি ব্যাঙ্ক তাদের গ্রাহকদের সতর্ক করেছে। দেশের সবথেকে বড় বেসরকারি ব্যাঙ্ক ঘোষণা করেছে যে তাকদের ইউপিআই পরিষেবা এই সপ্তাহের একটি দিনে বেশ কয়েক ঘণ্টার (HDFC Bank) জন্য বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে ব্যবহারকারীরা ইউপিআইয়ের মাধ্যমে কোনো লেনদেন করতে পারবেন না। এছাড়াও এটি ব্যবসায়ীদের ইউপিআই লেনদেনকেও (UPI Service) প্রভাবিত করতে। তবে সারা দিনের জন্য বন্ধ হচ্ছে না পরিষেবা, কয়েক ঘন্টার জন্য এই পরিষেবা মিলবে না বলেই জানিয়েছে ব্যাঙ্ক।
এইচডিএফসি ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হবে
এইচডিএফসি ব্যাঙ্ক তাদের ওয়েবসাইটে জানিয়েছে আগামী ৮ ফেব্রুয়ারি তাদের ইউপিআই পরিষেবাগুলি ৩ ঘণ্টার জন্য বন্ধ থাকবে। ৮ ফেব্রুয়ারি রাত ১২ টা থেকে ভোর ৩টে পর্যন্ত বন্ধ থাকবে এই ইউপিআই পরিষেবা। এইচডিএফসি ব্যাঙ্কের সেভিংস, কারেন্ট অ্যাকাউন্ট, রুপে ক্রেডিট কার্ড, এইচডিএফসি মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ এবং ইউপিআই-এর জন্য এইচডিএফসি ব্যাঙ্কের অনুমোদিত থার্ড পার্টি অ্যাপগুলিতে ইউপিআই লেনদেন করা সম্ভব হবে না। এর বাইরে এইচডিএফসি ব্যাঙ্কের মাধ্যমে কোনো মার্চেন্ট ট্রানসাকশনও করা যাবে না এই সময়ের মধ্যে।
কী কারণে বন্ধ হবে পরিষেবা
এইচডিএফসি ব্যাঙ্ক ব্যবহারকারীদের এই অসুবিধের মুখে পড়তে হবে কেন তা ব্যাখ্যা করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, ব্যাঙ্কিং অভিজ্ঞতা উন্নত করতে সিস্টেম মেনটেন্যান্স করা হচ্ছে। এই কারণে কয়েক ঘণ্টার জন্য ব্যবহারকারীদের সমস্যায় পড়তে হতে পারে। অসুবিধে এড়াতে গ্রাহকরা প্রথমে তাদের গুরুত্বপূর্ণ কাজ শেষ করে নিতে পারেন। তবে ইউপিআই কাজ না করলেও ব্যাঙ্কের এটিএমের নগদ টাকা তোলার সুবিধে বজায় থাকবে।
ডিজিটাল লেনদেনের মাত্রা বেড়েছে অনেক
দেশের মোট ডিজিটাল পেমেন্টের মধ্যে এক তৃতীয়াংশের বেশি রয়েছে ইউপিআই পেমেন্ট। রিজার্ভ ব্যাঙ্কের একটি রিপোর্ট অনুযায়ী ২০১৯ সালে ডিজিটাল পেমেন্টে ইউপিআইয়ের পরিমাণ ছিল ৩৪ শতাংশ, যা এখন দ্বিগুণেরও বেশি বেড়ে ৮৩ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ দেশে এখন মোট ডিজিটাল পেমেন্টের ৮৩ শতাংশ করা হয় ইউপিআই লেনদেনের মাধ্যমে। বাকি ১৭ শতাংশের মধ্যে রয়েছে এনইএফটি, আরটিজিএস, আইএমপিএস, ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেন।
আরও পড়ুন: Gold Silver Price: এক ধাক্কায় অনেকটা কমল রুপোর দাম, লক্ষ্মীবারে সোনা কত সস্তা হল বাংলায় ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
