India-Pakistan Conflict: ভারত-পাক সংঘাত চরমে, আঘাতের পাল্টা প্রত্যাঘ্যাত, শেয়ার বাজারে লক্ষ্মীলাভ ড্রোন সংস্থাগুলির
India-Pakistan Tension: যে ড্রোন প্রস্তুতকারী সংস্থাগুলির শেয়ারদর লাফিয়ে বাড়ছে, তার মধ্যে সবচেয়ে এগিয়ে IdeaForge Technology.

নয়াদিল্লি: প্রযুক্তির দৌলতে বদলে গিয়েছে যুদ্ধের চিরাচরিত সংজ্ঞাও। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ হোক বা ইজরায়েল-হামাস যুদ্ধ, অথবা ভারত-পাকিস্তান সংঘাত, বোমা-গুলি-ক্ষেপণাস্ত্রের চেয়ে যুদ্ধক্ষেত্রে ড্রোনের ব্যবহার বৃদ্ধি পেয়েছ উত্তরোত্তর। শেয়ার বাজারেও পরিলক্ষিত হচ্ছে এর প্রভাব। একাধিক ড্রোন প্রস্তুতকারী সংস্থার শেয়ারের দর বাড়ছে রকেট গতিতে। (India-Pakistan Conflict)
যে ড্রোন প্রস্তুতকারী সংস্থাগুলির শেয়ারদর লাফিয়ে বাড়ছে, তার মধ্যে সবচেয়ে এগিয়ে IdeaForge Technology. Resonia Ltd-এর সঙ্গে মউ স্বাক্ষর করেছে তারা, যার আওতায় বিদ্যুৎ পরিষেবা প্রদানের ক্ষেত্রে দেশের বিভিন্ন প্রান্তে ড্রোন এবং রোবোটিক্স সলিউশন ব্যবহার করা হবে বলে ঠিক হয়েছে। National Stock Exchange-এ গতকাল IdeaForge-এর শেয়ার দর ৪৬৩.৫০ টাকা পর্যন্ত ওঠে, একদিনে প্রায় ২০ শতাংশ বৃদ্ধি। (India-Pakistan Tension)
IdeaForge Technology এবং Resonia Ltd-র মধ্যে যে মউ স্বাক্ষরিত হয়েছে, তার আওতায় ভৌগলিক নজরদারির, রুট পরিকল্পনা, পরিকাঠামো সংক্রান্ত নজরদারি এবং সরাসির নজরদারি ও রেকর্ডিংয়ের জন্য Resonia-কে ড্রোন সরবরাহ করবে IdeaForge. LiDar, সেন্সর-সহ তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণের প্রযুক্তি রয়েছে ড্রোনে। সংস্থার কর্মীদের প্রশিক্ষণও দেওয়া হবে।
শুধুমাত্র IdeaForge-ই নয়, Paras Defence-এর শেয়ারে গতকাল রাতে ৬ শতাংশ বৃদ্ধি চোখে পড়ে, ভারত ইলেকট্রিক্সের শেয়ারে ২.৮ শতাংশ, Zen Technologies-এর শেয়ারে ৫ শতাংশ বৃদ্ধি দেখা যায়। গত মার্চ মাসেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে Zen Technologies-কে Integrated Air Defence Combat Simulator-এর বরাত দেওয়া হয়। অথচ বছরের গোড়ার দিকে প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাগুলি শেয়ার বাজারে ধুঁকছিল। ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যে সেগুলি চাঙ্গা হয়ে উঠেছে। Hindustan Aeronautics-এর শেয়ার দলও বেড়ে ২.৬৫ শতাংশ হয়েছে।
Operation Sindoor-এর পর ইজরায়েলের সংস্থা Elbit Systems-এর শেয়ারদরও তরতর করে বাড়ছে। Operation Sindoor-এ তাদের তৈরি SkyStriker Kamikaze ড্রোন ব্যবহার করা হয় Operation Sindoor-এ। Elbit-এর সঙ্গে মিলে এই ড্রোন তৈরি করে Alpha Design Technologies, যা আদানি গোষ্ঠীর অধীনস্থ একটি সংস্থা।
বিনিয়োগ সংস্থা Nuvama-র পরিসংখ্যান বলছে, প্রতিরক্ষা বাজেটে বিশ্বের তাবড় শক্তিশালী দেশের চেয়ে পিছিয়ে রয়েছে ভারত। জিডিপি-র মাত্র ২.৩ শতাংশই বরাদ্দ করা হয় প্রতিরক্ষা খাতে। কিন্তু আগামী পাঁচ বছরের মধ্যে তা বেড়ে ৭-৮ শতাংশ হতে পারে। বাজার বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে ড্রোন এবং আনম্যানড সিস্টেমের প্রয়োজন আরও বাড়বে। কারণ পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে, ড্রোনের ব্যবহারে সুবিধা হয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনীর। লাহৌর এবং মুলতানে পাকিস্তানের Air Defence System-কে তছনছ করে দেয় ভারত, যা সম্ভব হয় Harop আত্মঘাতী ড্রোনের দৌলতেই।






















