Income Tax: আয়কর জমায় সমস্যা মিটবে এবার, শীঘ্রই আসবে নতুন ই-ফাইলিং পোর্টাল- বাড়বে সুবিধে ?
Income Tax e-Filing Portal: নতুন আয়কর পোর্টাল লঞ্চ করার ব্যাপারে আভ্যন্তরীণ সার্কুলার জারি করেছে। বলা হয়েছে যে একটি নতুন আইটিআর পোর্টাল লঞ্চ করার জন্য সবরকম প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে।
Income Tax e-filing Portal: এই বছর অনেকেই ই-ফাইলিং পোর্টালে গিয়ে ট্যাক্স ফাইল করতে সমস্যায় পড়েছেন। তবে আগামী দিনে তাদের জন্য সুখবর রয়েছে। কেন্দ্র সরকার এবারে নতুন আইটিআর জমার জন্য ই-ফাইলিং পোর্টাল লঞ্চ করার পরিকল্পনা করছে। এর মাধ্যমে করদাতাদের (Income Tax) সমস্ত সমস্যা দূর হবে। এই নতুন আয়কর ফাইলিং পোর্টালে পুরো দমে কাজ শুরু হয়ে গিয়েছে আর এই নতুন পোর্টালের নাম দেওয়া হবে IEC 3.0। এই নতুন পোর্টালের (ITR Filing) মাধ্যমে গ্রাহকদের সমস্ত সমস্যা দূর হবে বলেই জানিয়েছে আয়কর বিভাগ।
নতুন আইটিআর পোর্টাল চালু করবে সরকার
সংবাদসূত্র অনুসারে জানা গিয়েছে যে নতুন আয়কর পোর্টাল লঞ্চ করার ব্যাপারে আভ্যন্তরীণ সার্কুলার জারি করেছে। বলা হয়েছে যে একটি নতুন আইটিআর পোর্টাল লঞ্চ করার জন্য সবরকম প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে। একটা উন্নত মানের সিস্টেম তৈরি করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। এর মাধ্যমে ই-ফাইলিং পোর্টালে আরও সুবিধে বাড়বে গ্রাহক ও করদাতাদের।
IEC 3.0 পোর্টালের এই ধারণা এসেছে মূলত আয়কর জমা করার পদ্ধতি ইউজার-ফ্রেন্ডলি এবং সুরক্ষিত করতে। ৮ অক্টোবর ২০২৪ বলা হয় যে পুরনো IEC 2.0 পোর্টালের বদলে এবার আসবে IEC 3.0 পোর্টাল। এই নতুন পোর্টাল আনার পদ্ধতি বা প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে। IEC-এর পুরো কথা হল Existing Integrated e-Filing and Centralized Processing Centre।
সাধারণ মানুষের মত গ্রহণ করছে আয়কর বিভাগ
দেশের আয়কর বিভাগ এখন সাধারণ মানুষের মত জানার চেষ্টা করছে, তাদের পরামর্শ, অভিযোগ শুনছে এবং স্টেকহোল্ডারদের মতামতও গ্রহণ করছে যাতে এই নতুন পোর্টাল আনার আগে সমস্ত ত্রুটি-বিচ্যুতি দূর করা যায় এবং পুরনো পোর্টালের সমস্যা এতে না থাকে। এর পাশাপাশি সাধারণ মানুষের কাছ থেকে এই ই-ফাইলিং পোর্টালেই মতামত পরামর্শ চাওয়া হচ্ছে।
IEC 3.0 প্রজেক্টের মূল উদ্দেশ্য হল হাই স্পিড ইনফরমেশন টেকনোলজিকে আরও কাজে লাগানোর জন্য। এর মাধ্যমে আইটিআর প্রসেস করতেও অনেক দ্রুত প্রক্রিয়াকরণ সম্পন্ন হবে। এর মাধ্যমে করদাতারাও খুব দ্রুত রিফান্ড পেয়ে যাবেন। করদাতাদের অভিযোগ গুরুত্বপূর্ণভাবে সমাধানও হবে খুব দ্রুত।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Chennai Weather: চেন্নাইতে প্রবল বর্ষণ, বানভাসি রজনীকান্তের বিলাসবহুল বাংলো