Salary Hike: ১০ শতাংশ বেশি বেতন ! ভারতীয় কর্মীদের জন্য দারুণ খবর
Indian Employees: বিশ্ববাজারে মন্দার মাঝেই ভারতীয় কর্মীদের জন্য দারুণ খবর। ছাঁটাইয়ের আবহে চলতি বছরে ১০ শতাংশের বেশি হারে বেতন বৃদ্ধি হতে পারে দেশের কর্মীদের।
![Salary Hike: ১০ শতাংশ বেশি বেতন ! ভারতীয় কর্মীদের জন্য দারুণ খবর indian-employees-expected-to-get-10-per-cent-pay-hike-in-2023-repor Salary Hike: ১০ শতাংশ বেশি বেতন ! ভারতীয় কর্মীদের জন্য দারুণ খবর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/21/46721ea0446615924a1ee944c6f9530a1679414750594394_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Indian Employees: বিশ্ববাজারে মন্দার মাঝেই ভারতীয় কর্মীদের জন্য দারুণ খবর। ছাঁটাইয়ের আবহে চলতি বছরে ১০ শতাংশের বেশি হারে বেতন বৃদ্ধি হতে পারে দেশের কর্মীদের। অন্তত তেমনই বলছে EY সমীক্ষা।
Salary Hike: কী বলছে রিপোর্ট ?
মানিকন্ট্রোল রিপোর্ট সম্প্রতি ভারতীয় কর্মচারীদের চলতি অর্থবর্ষের বেতন নিয়ে একটি সমীক্ষা প্রকাশ করে। এই EY সমীক্ষা উদ্ধৃত করে বলা হয়, ২০২৩ সালে ভারতীয় কর্মীদের বেতন ১০.২ শতাংশ হারে বাড়বে বলে আশা করা হচ্ছে। যা গত বছরের ১০.৪ শতাংশ বৃদ্ধির তুলনায় কিছুটা কম।
Indian Employees: কাদের বেতন কমবে ?
সম্প্রতি 'ফিউচার অফ পেমেন্ট' শিরোনামে একটি EY সমীক্ষা উদ্ধৃত করে এই রিপোর্ট করেছে মানিকন্ট্রোল। যেখানে বলা হয়েছে, সব কর্মীদের ক্ষেত্রেই ২০২৩ সালের প্রত্যাশিত বেতন বৃদ্ধি ২০২২ সালের প্রকৃত বৃদ্ধির চেয়ে কম হতে পারে। ব্লু-কলার কর্মী বা দিন মজুরের কাজ করে এমন ব্যক্তি ব্যতীত সবার বেতন বাড়বে। তবে এদের বেতন কিছুটা কমবে বলেই আশঙ্কা করছে সমীক্ষা।
সমীক্ষা অনুযায়ী, চলতি বছরে সর্বোচ্চ বেতন বৃদ্ধি তিনটি খাতে হতে পারে। যা প্রযুক্তি সম্পর্কিত খাতের মধ্যেই পড়ছে। সেই ক্ষেত্রে ই-কমার্স, পেশাদার পরিষেবা ও তথ্য প্রযুক্তি কর্মীদের যথাক্রমে ১২.৫ শতাংশ, ১১.৯ শতাংশ ও ১০.৮ শতাংশ হারে বেতন বৃদ্ধি হবে বলে আশা করা হচ্ছে।
প্রতিবেদনে চাকরির জন্য উদীয়মান খাতগুলির উপরও আলোকপাত করা হয়েছে। যেখানে রিনিউয়েবল এনার্জি, ই-কমার্স, ডিজিটাল পরিষেবা, স্বাস্থ্যপরিষেবা, টেলিযোগাযোগ, শিক্ষামূলক পরিষেবা, রিটেইল অ্যান্ড লজিস্টিকস ও আর্থিক প্রযুক্তির খাতের নাম উঠে এসেছে। ২০২৩ সালে ভারতে চাকরির ক্ষেত্রে সবচেয়ে প্রতিশ্রুতিশীল উদীয়মান খাতগুলির মধ্যে এই প্লাটফ্রমগুলিকে ধরা হচ্ছে।
Tech News: আশঙ্কার পরিবর্তে ভারতে আশা জাগাচ্ছে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি। অন্তত তেমনই প্রতিবেদন সামনে এনেছে এক কোম্পানি। কী বলা হয়েছে সেই রিপোর্টে ?
OpenAI: কেন AI ভারতের কাছে বড় আশার জায়গা
ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) জন্য ৪৫ হাজার চাকরির সুযোগ রয়েছে। মূলত, এখানে ডেটা সায়েন্টিস্ট ও মেশিন লার্নিং(ML) ইঞ্জিনিয়াররা সবচেয়ে বেশি গুরুত্ব পাবেন। সম্প্রতি এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রযুক্তি খাতে নিয়োগকারী সংস্থা টিমলিজ ডিজিটালের রিপোর্টে শিল্প ক্ষেত্রে AI এর সম্ভাবনার কথা বিশ্লেষণ করে তুলে ধরা হয়েছে এই তথ্য।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)