Stock Market This Week: সোম থেকেই ফের ছুটবে বাজার,শেয়ার বিশেষজ্ঞরা বলছেন এই কথা
Share Market: চলতি সপ্তাহেই বদলে যেতে পারে ভারতের শেয়ার বাজারে অভিমুখ। কারেকশন মুড থেকে ছুট দেবে বুলরা। দেশের ম্যাক্রো ইকোনমিক ডেটা ও বিশ্ব বাজারের প্রবণতা অন্তত সেই কথাই বলছে।
Share Market: চলতি সপ্তাহেই বদলে যেতে পারে ভারতের শেয়ার বাজারে অভিমুখ। কারেকশন মুড থেকে ছুট দেবে বুলরা। দেশের ম্যাক্রো ইকোনমিক ডেটা ও বিশ্ব বাজারের প্রবণতা অন্তত সেই কথাই বলছে।
Stock Market This Week: কী বলছেন বাজার বিশেষজ্ঞরা ?
বাজার বিশেষজ্ঞদের মতে, চলতি সপ্তাহের মধ্ইযে অটোমোবাইল সেক্টরের মান্থলি সেলস রিপোর্ট প্রকাশ্য আসবে। যা বাজারকে গাইড করতে ভূমিকা গ্রহণ করবে। পাশাপাশি বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী (FII)-দের ক্রয় ও অপরিশোধিত তেলের দামে পতনের কারণে গত সপ্তাহে বুলস দালাল স্ট্রিটে আধিপত্য বিস্তার করেছিল। যার জেরে দর্শনীয়ভাবে বেড়েছিল নিফটি, সেনসেক্সের সূচ্ক।
Share Market: গত সপ্তাহে বাজারের গতি কেমন ছিল ?
গত সপ্তাহে, 30-শেয়ারের BSE সেনসেক্স 630.16 পয়েন্ট বা এক শতাংশ বেড়েছে। শুক্রবার সেনসেক্স 62,293.64 পয়েন্টে বন্ধ হয়েছে, যা তার সর্বোচ্চ স্তর। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটিও 18,512.75 পয়েন্টের নতুন রেকর্ড স্তরে বন্ধ হয়েছে। অনুমান করা হচ্ছে,আগামী সপ্তাহে ১৯৮০০ পয়েন্ট ছুঁতে পারে নিফটি।
Stock Market This Week: জেনে নিন বিশেষজ্ঞরা কী বলছেন
আগামী সপ্তাহে বাজারের গতিপথ নিয়ে ইতিমধ্যেই পূর্বাভাস দিয়েছেন ইনভেস্টমার্টের রিসার্চ চিফ সন্তোষ মীনা। তাঁর মতে , "আগামী সপ্তাহে দ্বিতীয় ত্রৈমাসিকের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট (জিডিপি) ডেটা আসবে। এর পাশাপাশি গাড়ির বিক্রির ডেটাও পাবে মার্কেট৷" যার ওপর ভিত্তি করে উত্থান-পতন নির্ভর করবে বাজারে। এছাড়াও চিন থেকে আসা খবরও বাজারের উত্থান-পতনের কারণ হয়ে উঠতে পারে। সম্প্রতি চিনে কোভিড প্রোটোকলে কিছুটা ছাড় পাওয়া গিয়েছে।
Share Market: বড় অর্থনৈতিক পরিসংখ্যান এই সপ্তাহে আসবে
রেলিগার ব্রোকিং লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট-টেকনিক্যাল অ্যানালিস্ট অজিত মিশ্রর মতে, আগামী সপ্তাহে বাজারে অংশগ্রহণকারীরা সূচকগুলির জন্য জিডিপি ও উত্পাদন পিএমআই ডেটা বড় প্রভাব দেখাতে পারে৷ এর পাশাপাশি গাড়ি বিক্রির মাসিক পরিসংখ্যানও আসবে ১ ডিসেম্বর। দ্বিতীয় প্রান্তিকের জিডিপি পরিসংখ্যান বুধবার আসবে। একই সময়ে উত্পাদন খাতের জন্য ক্রয় ব্যবস্থাপক সূচকের (পিএমআই) ডেটা বৃহস্পতিবার প্রকাশ করা হবে। বাজারের অভিজ্ঞ বিনিয়োগকারীরা মনে করছেন, শীঘ্রই রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কম করতে পারে। সেই ক্ষেত্রে ফের ব্যাঙ্কিং স্টকে আসতে পারে ব্যাপক গতি। যে কারণে এইচডিএফসি, আইসিআইসিআই-এর মতো ব্যাঙ্কগুলির শেয়ারে বড় উত্থান দেখা যেতে পারে।
আরও পড়ুন : Post Office Scheme: দিনে ৯৫ টাকা দিয়ে পান ১৪ লক্ষ, পোস্ট অফিস দিচ্ছে এই স্কিম






















