IndusInd Bank Share: এক ধাক্কায় ২০ শতাংশ ধস এই ব্যাঙ্কের শেয়ারে, বিনিয়োগ থাকলে কী করবেন ?
IndusInd Bank Share Price: এর আগের সেশনে এই স্টকের দাম ৩.৮৬ শতাংশ পড়ে ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে চলে এসেছিল। গত এক বছরের হিসেবে এই স্টকে ৪২.৪২ শতাংশ পতন এসেছে।

Stock Market: রিজার্ভ ব্যাঙ্কের এক ঘোষণাতেই বড় ধস নামল এই ব্যাঙ্কের শেয়ারে। ব্যাঙ্ক বোর্ডের অনুমোদন অনুযায়ী তিন বছরের বর্ধিত কাজের মেয়াদ থাকে কোনও ব্যাঙ্কের সিইওর পুনর্নিয়োগের ক্ষেত্রে, কিন্তু এবারে এই ব্যাঙ্কের সিইও সুমন্ত কাঠপলিয়াকে মাত্র ১ বছরের এক্সটেনশনের অনুমোদন দিল রিজার্ভ ব্যাঙ্ক। আর এই খবরেই ধস শেয়ারের দামে। গতকাল ১০ শতাংশ ধস (IndusInd Bank Share) ছিল, আর আজ বাজার খুলতেই ২০ শতাংশ পতন এসেছে এই ব্যাঙ্কের শেয়ারে। রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্তের কারণে বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক মনোভাব দেখা (Stock Market) দিয়েছে কারণ এই স্বল্প সময়ের মেয়াদে লিডারশিপ কন্টিনিউটির ক্ষেত্রে বড় অনিশ্চয়তা দেখা দিতে পারে। ব্যাঙ্কের নাম ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। এই শেয়ার কেনা ছিল আপনার ?
২০০৩ সাল থেকে ইন্ডাসইন্ড ব্যাঙ্কের সঙ্গে যুক্ত রয়েছেন সুমন্ত কাঠপলিয়া এবং ২০১৮ সালে তিনি এই ব্যাঙ্কের সিইওর পদে আসীন হন। ব্যাঙ্কের সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। কিন্তু তার কাজের মেয়াদের এক্সটেনশনকে এভাবে এক বছরে সীমিত করে দেওয়ার সিদ্ধান্তের (IndusInd Bank Share) কারণে ব্যাঙ্কের ভবিষ্যত নিয়ে সন্দেহ অনিশ্চয়তা তৈরি হয়েছে বিনিয়োগকারীদের মনে। আর তারই প্রভাব পড়েছে শেয়ারের দামেও। বাজারে নেতিবাচক মনোভাব ছড়িয়েছে এই ব্যাঙ্কের শেয়ারকে ঘিরে।
রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়ার পক্ষ থেকে এই ব্যাঙ্কের সিইও সুমন্ত কাঠপলিয়ার বর্ধিত কাজের মেয়াদ ২০২৫-এর ২৪ মার্চের বদলে মাত্র ১ বছর বাড়িয়ে করা হয়েছে ২০২৬ সালের ২৩ মার্চ পর্যন্ত। এর আগে সেপ্টেম্বর মাসে ব্যাঙ্কের বোর্ডের সিদ্ধান্তক্রমে সুমন্ত কাঠপলিয়ার কাজের মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর অনুমোদন এসেছিল, কিন্তু এই অনুমোদনে সায় দিল না রিজার্ভ ব্যাঙ্ক।
এছাড়া আরও কারণ রয়েছে এই ধসের। ব্যাঙ্কের আভ্যন্তরীণ পর্যালোচনায় দেখা গিয়েছে তাদের ডেরিভেটিভ পোর্টফোলিওতে বড় গলদ রয়েছে। ডিসেম্বর ২০২৪-এর মোট সম্পদের তুলনায় ১৫৩০ কোটি টাকার হিসেব পাওয়া যাচ্ছে না। এই কারণে মাল্টি-ইয়ার ডেরিভেটিভ হিসেবের ক্ষেত্রে এত বিপুল অঙ্কের গরমিল নজরে এসেছে ঋণদাতাদের। এর আগের সেশনে এই স্টকের দাম ৩.৮৬ শতাংশ পড়ে ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে চলে এসেছিল। গত এক বছরের হিসেবে এই স্টকে ৪২.৪২ শতাংশ পতন এসেছে। গত মাসেও ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ার ১২ শতাংশ পড়েছিল এবং গত ৬ মাসের হিসেবে এই ব্যাঙ্কের শেয়ারে ৩৫ শতাংশ ধস নেমেছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)






















