(Source: ECI/ABP News/ABP Majha)
Infosys Big Loss: বড় খবর ! বাজার খুললেই পড়বে ইনফোসিসের শেয়ার ?
Stock Market Update: ধস নামতে পারে ইনফোসিসের শেয়ার (Infosys Big Loss)। কিছু দিন ভাল থাকার পর ফের টালমাটাল হতে পারে পরিস্থিতি।
Stock Market Update: ফের ধস নামতে পারে ইনফোসিসের শেয়ার (Infosys Big Loss)। কিছু দিন ভাল থাকার পর ফের টালমাটাল হতে পারে পরিস্থিতি। ২৫ ডিসেম্বর বড়দিন (Christmas 2023) উপলক্ষে এমনিতেই বন্ধ থাকবে বাজার। তবে ভারতের শেয়ার বাজার (Share Market) খুলতেই ধস দেখা যেতে পারে স্টকে। অন্তত বাজার বিশেষজ্ঞরা তেমনই আশঙ্কা করছেন। কেন এমন হতে পারে ইনফোসিসের শেয়ারে ?
কীসের ভিত্তিতে হতে পারে এই পতন
সম্প্রতি কোম্পানি এক বড় কৃত্রিম মেধা (AI) সংক্রান্ত চুক্তি হাতছাড়া করেছে। যা কোম্পানিকে বড় ধাক্কা দিতে পারে। বিশেষ AI মার্কেটে ইনফোসিসের এরকম এক খবর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
কী ঘোষণা করেছে ইনফোসিস
23 ডিসেম্বর ইনফোসিস জানিয়েছে, একটি গ্লোবাল কোম্পানি আগে কৃত্রিম মেধা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স সলিউশনের জন্য তাদের সঙ্গে $1.5 বিলিয়নের চুক্তি স্বাক্ষর করেছিল। এখন ওই কোম্পানি সমঝোতা চুক্তি (MOU) বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে৷ মোট 15-বছরের জন্য 2023 সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তি। যা বন্ধ হওয়ায় এখন বড় ধাক্কা খেতে চলেছে কোম্পানি।
এটি একটি কাকতালীয় বিষয় ?
কোম্পানির প্রাক্তন সিএফও নীলাঞ্জন রায় হঠাৎ পদত্যাগ করার দুই সপ্তাহেরও কম সময়ে এই চুক্তি ভেঙে গেল।
গত 14 সেপ্টেম্বর ইনফোসিসের কোম্পানি আপডেট শিরোনামে ওই সমঝোতা চুক্তির খবর প্রকাশিত হয়। গ্লোবাল কোম্পানি এখন সমঝোতা চুক্তি বাতিল করার জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে। সমাপ্তির জন্য আর কোন কারণ দেওয়া হয়নি বিশ্বব্যাপী কোম্পানির নামও প্রকাশ করা হয়নি।
ইনফোসিসের প্ল্যাটফর্ম এবং এআই সমাধান ব্যবহার করে ডিজিটাল অভিজ্ঞতা প্রদানের জন্য ইনফোসিস উক্ত বিশ্বব্যাপী কোম্পানির সাথে জোট বেঁধেছিল। 30 সেপ্টেম্বর শেষ হওয়া দ্বিতীয় ত্রৈমাসিকের হিসাবে, ইনফোসিস তার সর্বোচ্চ 7.7 বিলিয়ন ডলারের টিসিভির সবচেয়ে বড় ডিল রিপোর্ট করেছে। যেখানে এই চুক্তিটি ধরা হয়েছিল।
( মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )
Stock Market: বাজারে 'বুল রান', যেকোনও সময় নামতে পারে ধস, কী করবেন এখন ?