IPO Alert: এই আইপিওতেই নজর বিনিয়োগকারীদের, লিস্টিংয়ের আগেই ৫০ শতাংশ মুনাফার ইঙ্গিত
Gala Precision Engineering IPO : প্রথম দিনেই বিনিয়োগকারীদের থেকে বিপুল সাড়া পেল এই প্রিসিশন ইঞ্জিনিয়ারিং সংস্থার আইপিও। প্রথম দিন কয়েক ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ সাবস্ক্রিপশন হয়ে যায় এই আইপিওতে।
IPO Market: গতকাল ২ সেপ্টেম্বরেই বাজারে এসেছে প্রিসিশন ইঞ্জিনিয়ারিং সংস্থার আইপিও (Gala Precision Engineering IPO)। এই মাসের এটাই প্রথম আইপিও। এই আইপিওর মাধ্যমে সংস্থা বাজার থেকে ১৬৭.৯৩ কোটি টাকা সংগ্রহ করতে চাইছে। এই সংস্থার আইপিওতে (IPO Market) প্রতিটি শেয়ারের ফেসভ্যালু রয়েছে ১০ টাকা। আর এই আইপিওর সাবস্ক্রিপশন শুরু হতেই বিনিয়োগকারীদের ভিড় উপচে পড়েছে। গ্রে মার্কেটেও বিপুল প্রিমিয়ামে চলছে এই আইপিও (IPO Alert)। আপনিও কি বিনিয়োগ করতে চান ? তাহলে জেনে নিন এই আইপিওর বিস্তারিত তথ্য।
এই আইপিওর প্রাইসব্যান্ড
এই সংস্থা তাদের আইপিওর প্রাইসব্যান্ড স্থির রেখেছে ৫০৩ টাকা থেকে ৫২৯ টাকার মধ্যে। বাজার থেকে আইপিওর মাধ্যমে এই সংস্থা ১৬৭.৯৩ কোটি টাকা তুলতে চায়। এই আইপিওতে রয়েছে ১৩৫.৬৪ কোটি টাকার নতুন শেয়ার ইস্যু করা হয়েছে এবং বাকি ৩২.৫৯ কোটি টাকার শেয়ার রয়েছে অফার ফর সেলের জন্য। একটি লটে এই আইপিওতে রয়েছে ২৮টি শেয়ার। সর্বোচ্চ একজন খুচরো বিনিয়োগকারী এই আইপিওর ১৩টি লট কিনতে পারেন অর্থাৎ মোট ৩৬৪টি শেয়ারে একবারে বিড করতে পারেন বিনিয়োগকারীরা। ফলে এই আইপিওর জন্য আপনার খরচ হতে পারে ১৪,৮১২ টাকা থেকে ১ লাখ ৯২ হাজার ৫৫৬ টাকা।
আইপিওর গুরুত্বপূর্ণ তথ্য
২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে চালু হয়েছে এই আইপিও।
৪ সেপ্টেম্বর বন্ধ হবে আইপিওর সাবস্ক্রিপশন।
৫ সেপ্টেম্বর করা হবে শেয়ারের অ্যালটমেন্ট।
৬ সেপ্টেম্বর বিনিয়োগকারীদের দেওয়া হবে রিফান্ড।
এই ৬ তারিখেই শেয়ার জমা হবে ডিম্যাট অ্যাকাউন্টে।
আগামী ৯ সেপ্টেম্বর বাজারে লিস্টিং হবে এই শেয়ারের।
প্রথম দিনেই বিপুল চাহিদা
প্রথম দিনেই বিনিয়োগকারীদের থেকে বিপুল সাড়া পেল এই প্রিসিশন ইঞ্জিনিয়ারিং সংস্থার আইপিও। প্রথম দিন কয়েক ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ সাবস্ক্রিপশন হয়ে যায় এই আইপিওতে। গতকাল দুপুর দেড়টা নাগাদই এই আইপিওতে ৪.৬৮ গুণ সাবস্ক্রিপশন এসেছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সাবস্ক্রিপশন এসেছে ০.৯৪ গুণ, অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সাবস্ক্রিপশন এসেছে ৬.৮৪ গুণ আর খুচরো বিনিয়োগকারীরা ৬.১০ গুণ সাবস্ক্রাইব করেছেন।
গ্রে মার্কেটে কী হাল
গ্রে মার্কেটে আজ এই আইপিওর দাম চলছে ২৬৮ টাকায় অর্থাৎ ৫০ শতাংশ প্রিমিয়ামে রয়েছে এই আইপিওর দাম। যদি এমনই চলতে থাকে লিস্টিংয়ের আগে পর্যন্ত, তাহলে এই আইপিও তালিকাভুক্ত হতে পারে ৭৯৭ টাকায়।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Senior Citizen Scheme: তিন মাস অন্তর চান ৫০ হাজার টাকা আয় ! এই সরকারি স্কিমে কত টাকা রাখলে পাবেন ?