IPO Alert: দ্বিতীয় দিনেই ৭০ গুণ সাবস্ক্রিপশন ! মুনাফায় ভরিয়ে দেবে এই IPO ?
Sahaj Solar IPO: দ্বিতীয় দিনে ১২ জুলাই শুক্রবার এই আইপিও ৭০.১৫ গুণ সাবস্ক্রিপশন পেয়েছে। এর মধ্যে খুচরো বিক্রেতারা সাবস্ক্রাইব করেছে ১১৯ গুণ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাবস্ক্রাইব করেছে ২.৬৪ গুণ।
Sahaj Solar IPO: গতকাল বৃহস্পতিবার বাজারে এসেছে সহজ সোলার আইপিও। ১১ জুলাই থেকে শুরু হয়েছে এই নতুন আইপিওর সাবস্ক্রিপশন এবং এই বিডিং চলবে আগামী সোমবার অর্থাৎ ১৫ জুলাই পর্যন্ত। এই সহজ সোলার আইপিওর (Sahaj Solar IPO) প্রাইস রেঞ্জ রাখা হয়েছে ১৭১ টাকা থেকে ১৮০ টাকা। একেকটি শেয়ারের ফেসভ্যালু রয়েছে ১০ টাকা। কেউ যদি এই আইপিওতে বিনিয়োগ করতে চান, তাহলে এক লটে তাঁকে ৮০০ শেয়ার কিনতে হবে। গতকাল সাবস্ক্রিপশন (IPO Alert) শুরু হয়ে আজ দ্বিতীয় দিনেই ৭০ গুণ সাবস্ক্রিপশন এসেছে এই আইপিওতে।
এই সহজ সোলার আইপিওর ৩৫ শতাংশ অ্যালোকেশন আছে খুচরো বিক্রেতাদের জন্য, ৫০ শতাংশ রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য এবং ১৫ শতাংশ রয়েছে অন্যান্য বিনিয়োগকারীদের জন্য। এই সংস্থার ব্যবসার মালিক তিনজন যথাক্রমে প্রমিত ভরতকুমার ব্রহ্মভট, মনন ভরতকুমার ব্রহ্মভট এবং বর্ণ প্রমিত ব্রহ্মভট।
সহজ সোলার বিগত ১০ বছর ধরে সোলার সলিউশন সরবরাহ করে আসছে, পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্র আরও মজবুত করতে এই সংস্থা কাজ করে চলেছে। সোলার পাওয়ার ইন্ডাস্ট্রিতে একইসঙ্গে এই সংস্থা সৌরশক্তি সংক্রান্ত উপাদান ও সরঞ্জাম উৎপাদন ও সরবরাহ দুই কাজই করে থাকে। ফোটোভোল্টাইক মডিউল তৈরি করে এই সংস্থা, বাজারে সরবরাহ করে সোলার পাম্পিং সিস্টেম এবং ইপিসি পরিষেবা।
দ্বিতীয় দিনে ১২ জুলাই শুক্রবার এই আইপিও ৭০.১৫ গুণ সাবস্ক্রিপশন পেয়েছে। এর মধ্যে খুচরো বিক্রেতারা সাবস্ক্রাইব করেছে ১১৯ গুণ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাবস্ক্রাইব করেছে ২.৬৪ গুণ। আইপিওর মাধ্যমে বাজার থেকে ৫২.৫৬ কোটি টাকা তুলতে চাইছে এই সংস্থা। এর ফলে বাজারে মোট ২৯ লাখ ২০ হাজার শেয়ার ছাড়তে চলেছে সহজ সোলার সংস্থা।
আজ শুক্রবার ১২ জুলাই গ্রে মার্কেটে সহজ সোলারের আইপিও ২০৮ টাকা প্রিমিয়ামে বিক্রি হচ্ছে। ব্রোকারেজ সংস্থাগুলির মতে, এই আইপিও ৩৩৮ টাকায় বাজারে লিস্টিং হতে পারে। অর্থাৎ ১৮০ টাকা থেকে ৩৩৮ টাকায় লিস্টিং মানে ১১৫.৫৬ শতাংশ রিটার্ন পাবেন বিনিয়োগকারীরা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Stock Market High: ফের দৌড় শুরু বাজারে, এবার ৯০ হাজার ছোঁবে সেনসেক্স- কোন কোন স্টকে দুরন্ত গতি ?