SBFC Finance IPO: বাজারে নয়া IPO! তুঙ্গে উৎসাহ! আপনি পাবেন কীভাবে?
Stock Market: ইতিমধ্যেই আবেদন করে ফেলেছেন? খোঁজ নেবেন কীভাবে?
কলকাতা: আজই বাজারে নয়া IPO. SBFC Finance-এর Initial Public Offer- আজ, ১০ আগস্ট হবে। এদিনই শেয়ার অ্যালটমেন্ট করা হবে। যাঁরা এই পাবলিক ইস্যুর জন্য আবেদন করেছিলেন। তাঁরা এদিন SBFC Finance IPO অ্যালটমেন্টের পরিস্থিতি দেখার জন্য bseindia.com এই ওয়েবসাইটে চেক করতে পারেন।
এছাড়াও KFin Technologies Limited- এর অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে অ্যাপ্লিকেশন স্টেটাস দেখা যেতে পারে। শেয়ার বণ্টনের আগে , গ্রে মার্কেটে কিন্তু ভাল ইঙ্গিত দিয়েছে এই IPO. বিশেষজ্ঞদের মতে, আজ গ্রে মার্কেটে SBFC Finance Limited-এর প্রতি শেয়ারের দাম ৪০ টাকা মতো হতে পারে।
শেয়ার মার্কেট বিশেষজ্ঞরা জানাচ্ছেন, SBFC Finance IPO আজ গ্রে মার্কেটে ৪০ টাকা প্রতি শেয়ার দরে পাওয়া যাবে। গতকালের GMNP-এর তুলনায় যা ১ টাকা প্রতি শেয়ার বেশি। এই IPO -এর ব্যাপারে বিনিয়োগকারীরা অত্যন্ত ভাল মনে করছেন, দামও ঠিকঠাক করা হয়েছে বলেই মনে করছেন তাঁরা। স্টক মার্কেটে এই IPO নিয়ে উৎসাহ তুঙ্গে হবে বলে মনে করা হচ্ছে। সেই কারণেই এই IPO নিয়ে আনলিস্টেড স্টক মার্কেট এতটা উৎসাহী বলে মনে করা হচ্ছে।
শেয়ার বরাদ্দের ঘোষণা সম্ভবত ১০ আগস্ট ২০২৩-এ। বরাদ্দ বুঝতে বিএসই বা কেফিন টেক ওয়েব পোর্টালগুলিতে অনলাইন জিবি লগইন করে চেক করা যেতে পারে। সুবিধার জন্য, কেউ সরাসরি SE ওয়েব লিঙ্কে লগইন করতে পারেন — bseindia.com/investors/appli_check.aspx অথবা সরাসরি KFin Tech ওয়েব লিঙ্ক — kprism.kfintech.com/iposatus-এ।
শেয়ার বরাদ্দের ঘোষণার পরে অনলাইনে একজনের আবেদনের স্থিতি পরীক্ষা করতে, দরদাতারা সরাসরি বিএসই লিঙ্কে লগইন করতে পারেন — bseindia.com/investors/appli_check.aspx এবং নীচের ধাপে ধাপে নির্দেশিকা অনুসরণ করুন:
১. সরাসরি BSE লিঙ্কে লগইন করুন — bseindia.com/investors/appli_check.aspx
২. ইস্যু টাইপে 'ইক্যুইটি' নির্বাচন করুন;
৩. অ্যাপ্লিকেশন নম্বর বা প্যান নম্বর দিন
৪. সার্চ বাটনে ক্লিক করুন
এরপরেই অ্যালটমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন।
SBFC ফাইন্যান্স আইপিও বরাদ্দ স্ট্যাটাস চেক KFin Tech
১. সরাসরি KFintech ওয়েবসাইটে লগইন করুন — kprism.kfintech.com/iposatus;
২. 'SBFC ফাইন্যান্স আইপিও' নির্বাচন করুন;
৩. অ্যাপ্লিকেশন নম্বর, ডিম্যাট অ্যাকাউন্ট বা প্যান নির্বাচন করুন
৪. ক্যাপচা লিখুন
৫. নিচের 'SUBMIT' অপশনে ক্লিক করুন।
আপনার SBFC আইপিও বরাদ্দের পরিস্থিতি কোথায় তা পেয়ে যাবেন।
আরও পড়ুন: বদল নেই রেপো রেটে! বাড়ি-গাড়ি ঋণে স্বস্তি- নাগরিকের!