Jan Dhan Account: ৫৫ কোটি মানুষকে ফের KYC জমা করতে হবে ! এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে সরকারের বড় ঘোষণা; কী কী নথি লাগবে ?
Jan Dhan Account Re-KYC: নতুন করে কেওয়াইসি জমা করার জন্য আপনার কিছু জরুরি নথি দরকার হবে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড বা ড্রাইভিং লাইসেন্স থাকা খুবই প্রয়োজনীয়।

PMJDY Account Update: দেশের ৫৫ কোটি মানুষের কাছে জনধন অ্যাকাউন্ট রয়েছে। এই জনধন অ্যাকাউন্টগুলি সাধারণ মানুষের জন্য ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে সংযোগ স্থাপনের সবথেকে সহজ উপায় হয়ে উঠেছে। কোটি কোটি মানুষ এই অ্যাকাউন্টগুলির সহায়তায় সঞ্চয় শুরু করেছেন এবং কিছু সরকারি প্রকল্পের সুবিধেও নিচ্ছেন। কিন্তু এই অ্যাকাউন্ট সচল রাখতে এবং সুবিধেগুলি পেতে কিছু নিয়ম পালন করে চলতে হবে সকলকে। আর এই নিয়মের মধ্যেই রয়েছে রি-কেওয়াইসি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় সমস্ত গ্রাহকদের আবার নতুন করে তাদের প্রয়োজনীয় নথি জমা করতে হবে। যদি এই কাজটি সময়মত না করা হয় তাহলে এই অ্যাকাউন্টে প্রাপ্ত সুবিধেগুলি বন্ধ হয়ে যেতে পারে। কোন কোন নথি প্রস্তুত রাখতে হবে, তা বিশদে জেনে নিন। এই সময়সীমার মধ্যে কেওয়াইসি না করালে আপনাকে পরে সমস্যায় পড়তে হতে পারে।
জনধন যোজনার ১০ বছর পূর্ণ হয়েছে এই ২০২৫ সালে। আর এই দশ বছর পূর্তির কারণেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছে আর তাতে বলা হয়েছে ১ জুলাই থেকে শুরু করে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত অ্যাকাউন্ট হোল্ডারদের নতুন করে কেওয়াইসি জমা করতে হবে। পঞ্চায়েত স্তরে সমস্ত জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের কেওয়াইসি জমা করার জন্য ক্যাম্প আয়োজন করা হচ্ছে। যদি কোনও অ্যাকাউন্টে ঠিকানা বদলের দরকার হয়, বা প্রাসঙ্গিক কোনও তথ্য বদলের দরকার হয়, তাহলে সংশ্লিষ্ট নথি জমা দিয়ে এই ক্যাম্পগুলি থেকে অ্যাকাউন্টে কেওয়াইসি করিয়ে নিতে হবে।
এছাড়াও কেউ যদি তাদের ব্যক্তিগত তথ্য আপডেট করতে চান, তাও আপডেট করা যেতে পারে যাতে ভবিষ্যতেও অ্যাকাউন্ট সচল থাকে এবং কাউকে কোনও সমস্যায় না পড়তে হয়।
এই নথিগুলি জরুরি
নতুন করে কেওয়াইসি জমা করার জন্য আপনার কিছু জরুরি নথি দরকার হবে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের মত নথি থাকাও খুবই প্রয়োজনীয়। এগুলি আপনার মুখ্য পরিচয়পত্র যা আপনার ঠিকানা আপডেটে কাজে দেবে। যদি আপনি এক জায়গা থেকে অন্য জায়গা চলে গিয়ে থাকেন, অর্থাৎ আপনার ঠিকানা বদল হয়ে থাকে তাহলে আপনার তথ্যও ক্যাম্পে আপডেট করা হবে। ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত বিভিন্ন পঞ্চায়েতে এই সুবিধে দেওয়া হবে।





















