Jeep SUV: এই নামে আসছে জিপের পরবর্তী এসইউভি, জেনে নিন কবে হবে লঞ্চ
Jeep SUV: দেশের বাজারে মেরিডিয়ান (Jeep Meridian )নাম দিয়েই আসছে জিপের পরবর্তী এসইউভি (SUV)। ইতিমধ্যেই গাড়ি লঞ্চের সময় নিয়ে ইঙ্গিত দিয়েছে কোম্পানি।
Jeep Meridian Update: নাম নিয়ে আর কোনও সমস্যা রইল না। দেশের বাজারে মেরিডিয়ান (Jeep Meridian )নাম দিয়েই আসছে জিপের পরবর্তী এসইউভি (SUV)। ইতিমধ্যেই গাড়ি লঞ্চের সময় নিয়ে ইঙ্গিত দিয়েছে কোম্পানি।
Jeep SUV: আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। ভারতের বাজারে তাদের নতুন গাড়ি আনার জন্য প্রস্তুতি নিচ্ছে জিপ (Jeep)। বিশ্ব বাজারে এর নাম জিপ কামান্ডার হলেও ভারতের রাস্তায় Jeep Meridian নামেই আসবে এই গাড়ি। ৭ আসনের এই এসইউভিকে কম্পাসের ওপরে রাখবে কোম্পানি। ভারতে মেরিডিয়ান বলা হলে এই SUV কে অন্যান্য বাজারে কমান্ডারও বলা হয়।
Jeep Meridian Update: জিপ ইন্ডিয়া ইতিমধ্যেই গাড়ির নামের বিষয়টি নিশ্চিত করেছে। মেরিডিয়ান হবে কোম্পানির 7-সিটার SUV। কোম্পানি জানিয়েছে, এসইউভিটি চলতি বছরের মাঝামাঝি লঞ্চ করা হবে। যার মানে এটির লঞ্চ হতে আর কয়েক মাসবাকি। মেরিডিয়ান কম্পাস প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করেছে জিপ। তবে অতিরিক্ত তৃতীয় সারি থাকার কারণে মেরিডিয়ান আরও লম্বা ও বড় হবে।
Jeep SUV: কম্পাসের থেকে লম্বা হুইলবেস দীর্ঘ দরজা সহ মেরিডিয়ান হবে 7-সিটার। ছবি দেখে ডিজাইনের অনেক কিছু বোঝা যায় না। তবে সামনের বাম্পার ডিজাইন ও শার্প লাইন দেওয়া হয়েছে গাড়িতে। চওড়া গ্রিল-সহ সাধারণ জিপের ডিজাইন ল্যাঙ্গোয়েজ বজায় রেখেছে কোম্পানি। যেখানে কম্পাস ফেসলিফ্টের মতো, আমরা 10.1-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ভেন্টিলেটেড সিট, বিশাল প্যানোরামিক সানরুফ, কানেকটেড কার টেকনোলজি ছাড়াও রয়েছে আরও বৈশিষ্ট্য।
Jeep Meridian Update: জিপ মেরিডিয়ানে আমরা 2.0l ডিজেলের আরও শক্তিশালী সংস্করণ আশা করছি। যাতে স্ট্যান্ডার্ড 9-স্পিড অটোমেটিক গিয়ারবক্স সহ 4x4 হুইল ড্রাইভ থাকবে। এই নতুন 7-সিটার SUV প্রিমিয়াম SUV-র স্পেসে টয়োটা ফরচুনার, MG গ্লস্টার থেকে Skoda Kodiaq-এর প্রতিদ্বন্দ্বী হবে।