Kia Carens Update: কেমন হবে কিয়ার নতুন গাড়ি, প্রকাশ্যে এল স্কেচ
Kia Carens sketches: টাইগার নোজ গ্রিল এবারও গাড়ির ফ্রন্টে রয়েছে। যার সঙ্গে থাকছে এলইডি হেডল্যাম্প। গাড়ির 'ক্যারেক্টার লাইন' সেলটসের মতে হলেও গাড়িতে থাকছে 'থার্ড রো'।
Kia revealed Carens sketches: সেলটসের পর এবার নতুন ক্রসওভার আনতে চলেছে কিয়া(Kia)। প্রকাশ্যে এসেছে কোম্পানির নতুন গাড়ি ক্যারেস্নের (Kia Carens)লুক। যা দেখে চোখ সরবে না আপনার।
Kia Carens Update: অটো ব্লগাররা বলছেন, বিশ্ব বাজারে ধামাকা করতে পারে এই গাড়ি। অনেকেরই ধারণা ছিল, ক্যারেন্সের নামে নতুন একটা এমপিভি আনতে চলেছে কিয়া (Kia)। যদিও কিয়ার স্কেচ বলছে, ক্রসওভার ও এমপিভির মিশেল কিয়ার এই নতুন ভেহিক্যাল।যাতে তিনটি 'রো' রয়েছে। বলা হচ্ছে সেলটসের (Kia Seltos) প্লাটফর্মেই তৈরি হয়েছে এই নতুন গাড়ি। যার ফলে জমকালো বিষয়টি থাকবেই গাড়িতে।
Kia Carens sketches: টাইগার নোজ গ্রিল এবারও গাড়ির ফ্রন্টে রয়েছে। যার সঙ্গে থাকছে এলইডি হেডল্যাম্প। গাড়ির 'ক্যারেক্টার লাইন' সেলটসের মতে হলেও গাড়িতে থাকছে 'থার্ড রো'। যেখানে রুফ রেইল, গ্লাস এরিয়া ও টেইল ল্যাম্পে রয়েছে একাধিক বদল। গাড়িতে এসইউভির আদলেক্ল্যাডিং দেওয়া হয়েছে। স্কেচ দেখে মনে হচ্ছে ১৮ ইঞ্চির চাকা পাবে ক্যারেন্স।
Kia Carens Design: সেলটসের মতো দেখতে হলেও থ্রি রো রয়েছে এই গাড়িতে। অনেকেই ভেবেছিলেন, কিয়া সেলটসের একটা 'এক্সটেনডেড ভার্সন' হবে এই গাড়ি। যদিও বাস্তবে দেখা গেল থার্ড রো থাকা সত্ত্বেও পুরোপুরি আলাদা জিডাইন দেওয়া হয়েছে গাড়িতে। অন্তত স্কেচ দেখে তাই বোঝা যাচ্ছে। অটো সাইটগুলোর রিপোর্ট বলছে, গাড়ির ভিতরে থাকছে ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে। ক্যারেন্সের স্টিয়ারিং হুইল সেলটসের মতো হলেও বদলে গিয়েছে গিয়ার সিলেক্টর।
Kia Carens Feature: কী থাকছে ইঞ্জিন ও স্পেকস ?
পুরোপুরি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে গাড়িতে। এছাড়াও পাবেন কানেক্টেড কার টেক, সানরুফ, ওয়্যারলেস চার্জিং ছাড়াও আরও অনেক কিছু। গাড়িতে ৬-৭ সিটারের ব্যাবস্থা থাকবে গাড়িতে। ক্যারেন্স ১.৫ লিটার পেট্রেল ছাড়াও ডিজেল অটোমেটিক ও ম্যানুয়াল ভার্সনে দেওয়া হবে বলে খবর। আগামী ১৬ ডিসেম্বর সবার সামনে এই গাড়ি আনবে কিয়া।
আরও পড়ুন : BSA Gold Star 650 ভারতে আনছে মহিন্দ্রা, ২০২২-এ লঞ্চ