LIC-তে বড় খবর,আজীবন পেনশনের সঙ্গে আরও বেশি লাভ এই স্কিমে
LIC New Jeevan Shanti Yojana: অবসর গ্রহণের পরে ব্যয় নিয়ে চিন্তিত হলে LIC-র এই স্কিমে বিনিয়োগ করতে পারেন আপনি। LIC-র এই প্রকল্পের নাম New Jeevan Shanti Yojana।
LIC New Jeevan Shanti Yojana: অবসর গ্রহণের পরে ব্যয় নিয়ে চিন্তিত হলে LIC-র এই স্কিমে বিনিয়োগ করতে পারেন আপনি। LIC-র এই প্রকল্পের নাম New Jeevan Shanti Yojana। এতে বিনিয়োগ করলে আপনি অবসর গ্রহণের পর আজীবন পেনশনের সুবিধা পাবেন।
LIC Policy: স্কিম কী জেনে নিন
অবসর গ্রহণের পরে প্রায়শই মানুষের আয়ের উত্স শেষ হয়ে যায়। যদিও স্বাভাবিক জীবনের ব্যয়ের পরিমাণ কমে না। এই পরিস্থিতিতে ভারতের জীবন বিমা কর্পোরেশন অর্থাৎ এলআইসি বিভিন্ন ধরনের পেনশন প্ল্যান নিয়ে আসছে। LIC-র নতুন জীবন শান্তি স্কিম (LIC New Jeevan Shanti Scheme) হল একটি বার্ষিক পরিকল্পনা অর্থাৎ এটি নেওয়ার সময় আপনার পেনশনের পরিমাণ ঠিক করা উচিত। এতে প্রতি মাসে পেনশনের সুবিধা পাবেন বিনিয়োগকারী।
এলআইসি নতুন জীবন শান্তি পরিকল্পনার জন্য বার্ষিক হার বাড়িয়েছে। LIC বলেছে,এই বর্ধিত বার্ষিক হার সহ এই প্ল্যানের সংশোধিত সংস্করণটি ৫ জানুয়ারি ২০২৩ থেকে শুরু করা হয়েছে। এই স্কিমে এখন বেশি ইনসেনটিভ দেওয়া হচ্ছে। এতে এখন ৩ টাকা থেকে ৯.৭৫ টাকা বা ১০০০ টাকার দেওয়া হচ্ছে।
LIC New Jeevan Shanti Yojana: দুটি বিকল্প দিয়েছে কোম্পানি
আপনি LIC-এর নতুন জীবন শান্তি প্রকল্পে দুটি ধরনের বিকল্প পাবেন। প্রথম বিকল্পটি হল Deferred Annuity for Single Life। অন্যটি হল জয়েন্ট লাইফের জন্য ডেফার্ড অ্যানুইটি। প্রথম বিকল্পে, আপনি একজন ব্যক্তির জন্য একটি পেনশন স্কিম কিনতে পারেন।
একজনের মৃত্যু হলে অন্যজন পেনশন পাবেন
Deferred Annuity for Single Life-এ একজন পলিসিধারক মারা গেলে মনোনীত ব্যক্তি তার অ্যাকাউন্টে জমা টাকা পাবেন। পলিসি হোল্ডার বেঁচে থাকলে নির্দিষ্ট সময়ের পর পেনশন পেতে শুরু করবেন। যৌথ জীবনের জন্য Deferred Annuity-তে একজনের মৃত্যু হলে অন্যজন পেনশনের সুবিধা পান। একই সঙ্গে উভয় ব্যক্তির মৃত্যুর পরও যে টাকা পলিসি থেকে যায়। এটি মনোনীত ব্যক্তিকে দেওয়া হয়।
টাকা দেওয়ার পদ্ধতি
এই স্কিম অনুযায়ী অর্ধ-বার্ষিক,ত্রৈমাসিক ও মাসিক ভিত্তিতে টাকা দেওয়া হয়। টাকা দেওয়ার ক্ষেত্রে বার্ষিক,অর্ধ-বার্ষিক, ত্রৈমাসিক বা সংখ্যার উপর ভিত্তি করে ১ বছর, ৬ মাস, ৩ মাস ও ১ মাস পরে বকেয়া হিসাবে টাকা দেওয়া হয়৷ বার্ষিক হারগুলি পলিসির সূচনাতেই নিশ্চিত করা হয়।
LIC New Jeevan Shanti Yojana: এক নজরে বুঝে নিন বিশেষ বিষয়গুলো
নতুন জীবন শান্তি স্কিমের সর্বনিম্ন পরিকল্পনা মূল্য ১.৫ লক্ষ টাকা৷
আপনি এই স্কিমে কমপক্ষে ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন।
LIC-এর এই স্কিমে সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই।
আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বার্ষিক, ৬ মাস, ৩ মাস বা মাসিক ভিত্তিতে পেনশন পেতে পারেন।
আপনি যদি ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন,তবে আপনি প্রতি মাসে ১০০০ টাকা আজীবন পেনশন পাবেন।
সেই ক্ষেত্রে বছরে ১০০০ টাকা পেনশন সারা জীবন পাওয়া যাবে।