Employee Gift: এমন উপহার দিল এই সংস্থা, কয়েক মিনিটেই কোটিপতি কর্মীরা
Lloyds Metals: এই লয়েডস মেটাল অ্যান্ড এনার্জি সংস্থা তার আনুমানিক ৬ হাজার কর্মীদের মধ্যে সংস্থার ১৩৩৭ টাকার শেয়ার বিতরণ করেছে। আর প্রতিটি শেয়ারের জন্য কর্মীদের থেকে নেওয়া হয়েছে মাত্র ৪ টাকা।
Lloyds Metals and Energy Limited: যে কোনো সংস্থা সাধারণত তাদের সাফল্য এবং লাভ নিয়েই বেশি চিন্তা করে থাকে। কিন্তু এমন একটি সংস্থা রয়েছে যা তাদের কর্মীদের উপহার দিয়ে কোটিপতি হওয়ার সুযোগ করে দিয়েছে। শুধুমাত্র নিজের মুনাফার কথা ভাবেনি এই সংস্থা, বরং কর্মীদের মুখে হাসি ফোটাতে দারুণ উদ্যোগ নিয়েছে। এই উপহারের (Employee Gift) কথা শুনলে চমকে যেতে হয়। সংস্থার নাম লয়েডস মেটাল অ্যান্ড এনার্জি লিমিটেড, এই সংস্থা লৌহ ইস্পাত শিল্পের সঙ্গে যুক্ত যা মহারাষ্ট্রের গদচিরোলি জেলায় লোহার আকরিক খননের কাজ করে থাকে।
অনেক সস্তায় দামি শেয়ার দিয়েছে কর্মীদের
এই লয়েডস মেটাল অ্যান্ড এনার্জি সংস্থা তার আনুমানিক ৬ হাজার কর্মীদের মধ্যে সংস্থার ১৩৩৭ টাকার শেয়ার বিতরণ করেছে। আর প্রতিটি শেয়ারের জন্য কর্মীদের থেকে নেওয়া হয়েছে মাত্র ৪ টাকা। এই সংস্থা খুব কম দামে কর্মীদের জন্য শেয়ার বিতরণের একটি অনুষ্ঠানও আয়োজন করেছিল। এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তিনি শেয়ার বিতরণের (Employee Gift) সার্টিফিকেট দিয়েছিলেন। পদ্মশ্রীপ্রাপ্ত ৭০ বছর বয়সী আদিবাসী সমাজকর্মী তুলসি মুন্ডা এবং দুজন আত্মসমর্পণকারী মাওবাদি নেতাকেও এই শেয়ার বিতরণের সার্টিফিকেট দেওয়া হয়। সংস্থার ওড়িশা ইউনিটে কাজ করেন তুলসি মুণ্ডা।
শেয়ারের মোট মূল্য অনুযায়ী এই সংস্থার বাজার মূলধন ১ হাজার কোটি টাকা। আর এই পদক্ষেপের কারণে সংস্থার শেয়ারেও প্রভাব পড়ে গত বৃহস্পতিবার। সংস্থার শেয়ারে ৭ শতাংশ লাফ দেখা গিয়েছে। আর তাই সংস্থার বাজার মূলধনও (Employee Gift) বেড়ে গিয়েছে ব্যাপক হারে। গত ট্রেডিং সেশনে ১২৬৩ টাকার থেকে এই শেয়ারের দাম বন্ধ হয়েছে ১৩৫০ টাকায়।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Gold Silver Price: বিয়ের গয়না গড়াবেন ? আজ সোনা কিনলে সাশ্রয় হবে ? দেখুন রেটচার্ট