LPG Price Drop: দাম কমল রান্নার গ্যাসের, বাজেটের সকালেই সুখবর
Gas Cylinder Price: কমল রান্নার গ্যাসের দাম (LPG Price Drop)। জেনে নিন, এখন কততে কিনতে হবে সিলিন্ডার। আজ থেকে কততে সিলিন্ডার

Gas Cylinder Price: বাজেট (Budget 2025) শুরু হওয়ার আগেই সুখবর পেল দেশবাসী। কমল রান্নার গ্যাসের দাম (LPG Price Drop)। এবার থেকে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের (LPG) দাম ৭ টাকা কমে পাবেন। জেনে নিন, এখন কততে কিনতে হবে সিলিন্ডার।
আজ থেকে কততে সিলিন্ডার
তেল বিপণন সংস্থাগুলি আজ (১ ফেব্রুয়ারি) বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করেছে। শনিবার থেকেই নতুন দাম কার্যকর হয়ে গেল। দিল্লিতে, ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের খুচরো বিক্রয় মূল্য ১৭৯৭ টাকা হয়েছে। আইওসিএল ওয়েবসাইট অনুসারে, অন্যান্য শহরে আগের দাম ছিল কলকাতায় 1911 টাকা, মুম্বাইতে 1,756 টাকা এবং চেন্নাইতে 1,966 টাকা।
দাম কত কমেছে ?
ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুসারে, 1 ফেব্রুয়ারি থেকে দিল্লিতে 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 1,804 টাকা থেকে কমে 1,797 টাকা হয়েছে। কলকাতায় এই এলপিজি সিলিন্ডারের দাম 1,911 টাকা থেকে কমে 1,907 টাকা হয়েছে। মুম্বাইতে, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার এখন 1,756 টাকা থেকে কমিয়ে 1,749.50 টাকায় পাওয়া যাচ্ছে। চেন্নাইতে, আজ থেকে এলপিজি সিলিন্ডারের দাম 1,959.50 টাকা।
রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কত হয়েছে
আজও গৃহস্থালিতে ব্যবহৃত রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। দিল্লিতে, একটি 14 কেজি গার্হস্থ্য এলপিজি সিলিন্ডার এখনও 803 টাকায় পাওয়া যাচ্ছে। লখনউতে, এই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম 840.50 টাকা। মুম্বইতে, ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম 802.50 টাকা। চেন্নাইতে এই সিলিন্ডারের দাম 818.50 টাকা। এদিকে, কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম 829 টাকা।
আজ পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সকাল ১১ টার সময় এই বাজেট পেশ করবেন তিনি। বার্ষিক ১০.৫ লক্ষ টাকা আয় হলে আয়কর থেকে মুক্তি মিলতে পারে। কেন্দ্রীয় সরকার বিষয়টি আলোচনা করে দেখছে বলে খবর। মধ্যবিত্ত শ্রেণির ঘাড় থেকে আয়করের বোঝা লাঘব করতেই এমন ভাবনা চিন্তা চলছে বলে জানা গিয়েছে। আগামী বছর বাজেট অধিবেশনে এই মর্মে ঘোষণা হতে পারে বলে জানা যাচ্ছে দিল্লি সূত্রে।
সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, মুদ্রাস্ফীতি যে হারে বেড়ে চলেছে, তাতে অর্থনীতির গতি শ্লথ হয়ে পড়েছে। ক্রয়ক্ষমতা কমছে মধ্যবিত্ত শ্রেণির। দেশের অর্থনীতিতে গতি আনতেই মধ্যবিত্তের ভার লাঘব করা নিয়ে আলোচনা চলছে। সেই দিকেই আজ নজর থাকবে মধ্যবিত্তের।
Bank Fraud : প্রতারণার নতুন ফাঁদ, ১ প্রেস করতেই অ্যাকাউন্ট ফাঁকা ! স্টেট ব্যাঙ্কের নামে IVR কল
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
