CIBIL Score: সিবিল স্কোর খারাপ ! SBI-তে সুযোগ পেয়েও চাকরি পাকা হল না ব্যক্তির, আদালতও সায় দিল সিদ্ধান্তে
SBI Jobs: ২০২০ সালের জুলাই মাসে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি নিয়োগের বিজ্ঞপ্তি দেখে আবেদন করেছিলেন পি কার্তিকেয়ন নামের এই ব্যক্তি। সিবিও পদের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।

চেন্নাই: আপনি যদি কোনও সরকারি চাকরির জন্য আবেদন করে থাকেন, তাহলে নিজের সিবিল স্কোরের উপরে যথেষ্ট খেয়াল রাখতে হবে আপনাকে। আপনার সিবিল স্কোর যদি ভাল না হয়, তাহলে আপনি চাকরি নাও পেতে পারেন। আপনি পরীক্ষায় পাশ করে ইন্টারভিউতে উত্তীর্ণ হলেও আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে। অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাওয়ার (SBI Jobs) পরও সুযোগ হারাতে পারেন আপনি। এমনই একটি ঘটনা ঘটেছে চেন্নাইয়ের এক ব্যক্তির সঙ্গে। পি কার্তিকেয়ন নামে এক ব্যক্তির অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কারণ ব্যাঙ্কের তরফে জানানো হয় যে তাঁর সিবিল স্কোর (CIBIL Score) অত্যন্ত খারাপ। আর এই মর্মেই আদালতে এসবিআইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করলে মাদ্রাজ উচ্চ আদালতও ব্যাঙ্কের সিদ্ধান্তকে সমর্থন জানায়।
২০২০ সালের জুলাই মাসে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি নিয়োগের বিজ্ঞপ্তি দেখে আবেদন করেছিলেন পি কার্তিকেয়ন নামের এই ব্যক্তি। সিবিও পদের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এই ব্যক্তি ব্যাঙ্কের চাকরির পরীক্ষার সমস্ত ধাপেই উত্তীর্ণ হন, আর তারপরে এসবিআইয়ের পক্ষ থেকে ২০২১ সালের ১২ মার্চ তাঁকে নিয়োগপত্র দেওয়া হয়। কিন্তু ২০২১ সালের ৯ এপ্রিল আবার তাঁর নিয়োগপত্র বাতিল করে দেয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এসবিআই জানিয়েছে যে তাদের পর্যবেক্ষণে পি কার্তিকেয়নের সিবিল রিপোর্টে (CIBIL Score) অসংখ্য আর্থিক অনিয়ম নজরে এসেছে। আর এই কারণেই তাঁর আবেদন বা নিয়োগ বাতিল করা হয়েছে।
এসবিআইয়ের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে পি কার্তিকেয়ন মাদ্রাজ আদালতে একটি লিখিত অভিযোগ জমা করেন এবং ব্যাঙ্কের সিদ্ধান্ত বাতিলের আবেদন জানান। তিনি আদালতকে জানান যে তাঁর নামে কোনও বকেয়া ঋণ (CIBIL Score) নেই, সমস্ত ঋণ পরিশোধ করেছেন তিনি। কোনও ক্রেডিট এজেন্সি কখনই তাঁকে ডিফল্টার বলে দাবি করেনি। ফলে এসবিআইয়ের এই সিদ্ধান্ত সম্পূর্ণ অমূলক।
যদিও এই মামলার শুনানির সময়ে বিচারপতি এন মালা জানান যে ঋণ পরিশোধ করাই কেবল মুখ্য বিষয় নয়। সম্পূর্ণ মেয়াদে ঋণ পরিশোধের রেকর্ড স্বচ্ছ্ব থাকা উচিত। কোনও খারাপ ইঙ্গিত সিবিল রিপোর্টে থাকা উচিত নয়। বিচারপতি এও জানান যে বিজ্ঞাপনে উল্লিখিত নিয়ম-বিধি দেখে আবেদনের পরে আর সেই নিয়মকে চ্যালেঞ্জ করা যাবে না কোনোভাবেই, আইনত তা অসম্ভব।






















