Maruti Suzuki Ertiga 2022: নতুন অবতারে মারুতি আরটিগা, কী কী বদল হল গাড়িতে ?
Maruti Suzuki Ertiga 2022: ২০১২ সালে তিন সারির গাড়ি হিসেবে ভারতে লঞ্চ করা হয়েছিল মারুতি আরটিগা। এক দশকে বহু ক্রেতার মন জয় করেছে এই গাড়ি।
Maruti Suzuki Ertiga 2022: দীর্ঘ প্রতীক্ষার দিন শেষ। এসে গেল Maruti Suzuki Ertiga 2022 এই প্রথম মারুতি Ertiga-এর টপ-অফ-দ্য-লাইন ZXi ভ্যারিয়েন্টে CNG অফার করছে। তবে আরও বেশকিছু নতুন হাইলাইট রয়েছে এই গাড়িতে। যা এই MPV-কে একটি আকর্ষণীয় বিকল্পের প্রতিশ্রুতি দেয়।
Maruti Suzuki Ertiga 2022: কতটা জনপ্রিয় এই গাড়ি ?
2012 সালে তিন সারির গাড়ি হিসেবে ভারতে লঞ্চ করা হয়েছিল মারুতি আরটিগা। এক দশকে বহু ক্রেতার মন জয় করেছে এই গাড়ি। দেশের শীর্ষ-10 বিক্রি হওয়া গাড়ির তালিকায় নিয়মিত ছিল এই গাড়ির নাম। এখানে এরটিগার সাত লাখ ইউনিট ইতিমধ্যেই বিক্রি হয়েছে। যেখানে কোম্পানি ফিটেড সিএনজি-র কারণে আরও বেশি বিক্রি বেড়েছে গাড়ির।
Maruti Suzuki Ertiga 2022: কী কারণে বিক্রি বেড়েছে কোম্পানির ?
সাশ্রয়ী মূল্য, বড় কেবিন দেশের বাজারে বিক্রি বাড়িয়েছে এই MPV-র। নতুন গাড়িতেও সেই একই ফিচার বজায় রাখতে চলেছে কোম্পানি। পাশাপাশি আপডেট করা হয়েছে কিছু ফিচার ও নকশায়।
Maruti Suzuki Ertiga 2022: নতুন আরটিগার দাম
Maruti Suzuki Ertiga-র দাম LXi ভ্যারিয়েন্টের ক্ষেত্রে 8.35 লক্ষ টাকা থেকে শুরু হয়েছে। এর AT ZXi-এর জন্য ক্রেতাকে দিতে হবে 12.79 লক্ষ টাকা৷ CNG সহ VXi-এর দাম রাখা হয়েছে 10.44 লক্ষ টাকা। তবে CNG সহ ZXI-এর দাম 11.54 লক্ষ টাকা রেখেছে কোম্পানি। এই সব মূল্যই গাড়ির এক্স শোরুম প্রাইস।
Maruti Suzuki Ertiga 2022: কতগুলি ভ্যারিয়েন্ট গাড়িতে ?
নতুন Ertiga-য় চারটি ট্রিম ও 11টি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। VXi, ZXi ও ZXi+ এ তিনটি স্বয়ংক্রিয় অপশনে পাওয়া যাবে। যেখানে পাবেন দুটি CNG ভ্যারিয়েন্ট।
Maruti Suzuki Ertiga 2022: মারুতি সুজুকি আরটিগা ইঞ্জিন ও ট্রান্সমিশন
Maruti Suzuki Ertiga 2022 একটি উন্নত K-সিরিজ 1.5-লিটার ডুয়াল VVT ইঞ্জিনে চলে। যা এই MPV-র মাইলেজকে আরও উন্নত করতে টিউন করা হয়েছে। এটি একটি ফাইভ স্পিড গিয়ারবক্সের সঙ্গে পাবেন। আগের 4 স্পিড অটোমেটিক ইউনিটটি 6-স্পিড ইউনিটের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এবার নতুন মডেলে প্যাডেল শিফটারস পাওয়া যাবে।
Maruti Suzuki Ertiga 2022: কত শক্তিশালী ইঞ্জিন ?
এই গাড়িতে পেট্রল ইঞ্জিন 136.8 hp শক্তি ও 75.8 নিউটন মিটার টর্ক জেনারেট করে। পাশাপাশি এতে দেওয়া হয়েছে সিএনজি মোড যা 121.5 এইচপি শক্তি ও 64.6 নিউটন মিটার পিক টর্ক তৈরি করে। কোম্পানির দাবি, এই গাড়ি পেট্রলে 20.51 kmpl ও CNG-তে 26.11 kmpl পর্যন্ত মাইলেজ দেবে।
আরও পড়ুন: Yamaha YZF R15M নিয়ে এল ওয়ার্ল্ড জিপি এডিশন, কী বদল বাইকে ?