Meta Layoff: ফের ফেসবুকে বড় ছাঁটাই, চাকরি গেল ১০,০০০ কর্মীর
Facebook Layoff: থামছে না চাকরি ছাঁটাইয়ের প্রক্রিয়া। বিশ্ব মন্দার আবহে ফের একবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল ফেসবুকের মূল কোম্পানি মেটা।
Facebook Layoff: থামছে না চাকরি ছাঁটাইয়ের প্রক্রিয়া। বিশ্ব মন্দার আবহে ফের একবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল ফেসবুকের মূল কোম্পানি মেটা। এবার বিশ্বের সামাজিক মাধ্যমের এই কোম্পানিতে চাকরি গেল ১০ হাজার কর্মীর।
Tech Layoffs: কী বললেন মেটা প্রধান ?
তবে এই প্রথমবার নয়। সংস্থা ইতিমধ্যেই ১১,০০০ কর্মী ছাঁটাই করেছে। কর্মী ছাঁটাই প্রসঙ্গে ইতিমধ্য়েই মুখ খুলেছেন মেটা সিইও মার্ক জুকারবার্গ। কর্মীদের উদ্দেশ্যে এক বার্তায় তিনি বলেছেন, '' আমরা আমাদের দলের সংখ্যা ১০ হাজার কমাতে চলেছি। এ ছাড়াও এখনও পর্যন্ত নিয়োগ হয়নি এমন ৫ হাজার পদ বাতিলের সিদ্ধান্ত হয়েছে।''
Meta Layoff: ছাঁটাইয়ের পরই মেটার স্টকে দারুণ লাফ
তবে মেটার এই ছাঁটাইকে ইতিবাচক উদ্যোগ হিসাবে দেখছে বাজার। এই ছাঁটাই কোম্পানির পুনর্গঠনের পরিকল্পনার সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। বর্তমানে কম অগ্রাধিকারের প্রকল্পগুলি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে মেটা। পাশাপাশি মেটা কাঠামোতে উন্নতির ওপর জোর দিয়েছে। এ ছাড়াও নতুন করে নিয়োগ কমানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠান। আজ যা দেখার পর লাফিয়ে বেড়েছে মেটার স্টক। মেটাতে ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের খবরের পরে মেটার স্টক বড় লাফ লক্ষ্য করা গেছে। মার্কিন বাজারে প্রি-মার্কেট ওপেনিংয়ে মেটার স্টক ১ শতাংশ বেড়েছে।
Tech Layoffs: কেন ফের ছাঁটাই মেটাতে ?
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার প্রযুক্তি সংস্থাগুলির উপর গভীর সঙ্কটের কারণেই মেটাতে ছাঁটাই থামছে না। তার ওপরে চিন্তা বাড়িয়েছে মেটার খারাপ ফলাফল। রিপোর্ট বলছে, মেটার বিজ্ঞাপন বাবদ আয়ও কমেছে। এর আগে ২০২২ সালের নভেম্বরে মেটা ১১ হাজার কর্মী ছাঁটাই ঘোষণা করেছিল। ২০০৪ সালে ফেসবুকের প্রতিষ্ঠার ১৮ বছরের ইতিহাসে যা প্রথম। এর আগে এত বড় ছাঁটাই হয়নি কোম্পানিতে।
Meta Layoff: মার্কিন মুলুকে চিন্তার কালো মেঘ
আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি ও ব্যয়বহুল ঋণের কারণে আমেরিকায় ইতিমধ্যেই উদ্বেগ বেড়েছে। তার ওপরে সিলিকন ভ্যালি ব্যাঙ্ক ও সিগনেচার ব্যাঙ্ক সঙ্কটের পর ব্যাঙ্কিং সংকট তৈরি হয়েছে আমেরিকায়। এরফলে সবথেকে বেশি বিপদে পড়েছে সেখানকার টেক কোম্পানিগুলি। তার উপরে মেটার মতো একটি কোম্পানির ছাঁটাই আমেরিকার অর্থনীতির উপর ঝুলে থাকা সঙ্কটের মেঘের দিকে ইঙ্গিত করছে।
Adani Group Stocks: ফের চিন্তা বাড়াল আদানি গ্রুপের শেয়ার ! লোয়ার সার্কিটে বন্ধ ৪টি কোম্পানির স্টক