![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
KTM RC 390 : বাইকপ্রেমীদের উৎসাহ বাড়িয়ে ফার্স্ট লুক নতুন KTM RC 390-র, কত পড়বে দাম ?
KTM RC 390 Prices and First Look : 390 Duke ও Adventure-এর নতুন বৈশিষ্ট্য নিয়ে গড়ে তোলা হয়েছে RC 390
![KTM RC 390 : বাইকপ্রেমীদের উৎসাহ বাড়িয়ে ফার্স্ট লুক নতুন KTM RC 390-র, কত পড়বে দাম ? New 2022 KTM RC 390 prices and first look: Is it worth it? KTM RC 390 : বাইকপ্রেমীদের উৎসাহ বাড়িয়ে ফার্স্ট লুক নতুন KTM RC 390-র, কত পড়বে দাম ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/10/fa4af6206e30eace0aa6981d299edfea_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়া দিল্লি : KTM রেঞ্জে বাজারে নতুন বাইক। নতুন প্রজন্মের RC 390 বাইকের দামও দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বাইক প্রস্তুতকারক সংস্থার ওয়েবসাইটে। তাতে দেখা যাচ্ছে, KTM RC 390 বাইকের নতুন দাম রাখা হয়েছে ৩.১৪ লক্ষ টাকা। যা আগের তুলনায় প্রায় ৩৬ হাজার টাকা বেশি। তবে, বাইকের এই নতুন সংস্করণে আরও উন্নতিসাধন করা হয়েছে। যা দামবৃদ্ধির সঙ্গে মানানসই বলে মনে করছে ওয়াকিবাহল মহল।
নতুন ডিজাইনে অনেকটা আগের লুক-ই ধরে রাখা হয়েছে। অল্পবিস্তর আপগ্রেড রয়েছে। যা RC 125 ও 200-র মতো RC-র কম শক্তিশালী মডেলেও দেওয়া হয়েছে। নতুন রঙে ধরা দিয়েছে এই মডেল। যা আধুনিক এই বাইককে আরও সুন্দর করে তুলেছে। নতুন এই রংগুলি হল- KTM Electronic Orange ও KTM Factory Racing Blue।
আরও পড়ুন ; চলতি মাসে ভারতে আসছে এই বাইকগুলি, রয়্যাল এনফিল্ডকে দেবে টক্কর
এই বাইকে অন্যান্য আর যে বৈশিষ্ট্য জোড়া হয়েছে-
সাইড-স্লাং এক্সস্ট, ব্লুটুথ TFT ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ট্র্যাকশন কন্ট্রোল এবং LED হেডলাইট। তবে, 43.5 bhp থেকে পাওয়ার আউটপুট পাল্টানো হয়নি। ৩৭৩ সিসি লিক্যুইড কুলড সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিনের উন্নতিসাধনের কারণে বৃদ্ধি পেয়েছে টর্ক ফিগারেরও। এই মুহূর্তে তা দাঁড়িয়েছে 37Nm-এ এবং এতে রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স।
এদিকে 390 Duke ও Adventure-এর নতুন বৈশিষ্ট্য নিয়ে গড়ে তোলা হয়েছে RC 390। এর পাশাপাশি সামঞ্জস্যপূর্ণ সাসপেনসন সেটআপ বাইকের গতি বাড়াবে। এই দামে এই বৈশিষ্ট্য খুব কম বাইকেই পাওয়া যায়। এমনকী ভারতে Adventure-এও এটা নেই।
এই আপগ্রেডগুলি নিয়ে নতুন যে RC 390 বাইক আত্মপ্রকাশ করেছে তা আগের তুলনায় আরও মূল্যবান হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে অল্প দামবৃদ্ধি উৎসাহীদের উৎসাহে ভাটা পড়বে না বলেই মনে করা হচ্ছে।
তবে, ভারতে এই বাইকের কবে মুক্তি তা এখনও জানা যায়নি। সাম্প্রতিক ইস্যুগুলির জন্য এই দেরি। যা অটো ইন্ডাস্ট্রিতে প্রভাব ফেলেছে। সর্বোপরি বলা যেতে পারে, সাশ্রয়ী মূল্যের এই বাইকের আরও উন্নতিসাধন করা হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)