Mahindra Scorpio N: ৩০ মিনিটে ১ লক্ষের বেশি বুকিং, ডিসেম্বরে ডেলিভারি শুরু নতুন স্করপিওর
New Mahindra Scorpio N: শুরুতেই ধামাকা ! এক মিনিটে ২৫,০০০ বুকিং হল নতুন স্করপিওর। এখানেই শেষ নয়, এক ঘণ্টায় এক লাখেরও বেশি বুকিং পেয়েছে এই গাড়ি।
New Mahindra Scorpio N: শুরুতেই ধামাকা ! এক মিনিটে ২৫,০০০ বুকিং হল নতুন স্করপিওর। এখানেই শেষ নয়, এক ঘণ্টায় এক লাখেরও বেশি বুকিং পেয়েছে এই গাড়ি। যা মহিন্দ্রা গাড়ি বুকিংয়ের ইতিহাসে একপ্রকার রেকর্ড।
Mahindra Scorpio N: কবে থেকে ডেলিভারি শুরু ?
আজ সকাল ১১ টায় নির্ধারিত সময়ে শুরু হয় বুকিং। মহিন্দ্রা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ২০,০০০ ইউনিট সরবরাহ করবে তারা। প্রোডাকশনের দিক থেকে সেরা Z8L মডেলকে অগ্রাধিকার দিয়েছে কোম্পানি। ২৬ সেপ্টেম্বর থেকে ডেলিভারি শুরু হবে নতুন মহিন্দ্রা স্করপিওর। অগাস্ট শেষ হওয়ার আগেই গ্রাহকদের তাদের ডেলিভারির তারিখ সম্পর্কে অবহিত করবে কোম্পানি৷
New Mahindra Scorpio N: প্রথম ২৫০০০ বুকিংয়ে থাকছে বিশেষ সুবিধা
বুকিং অর্ডারের ক্রম অনুসারে ক্রেতারা যে টাইম স্ট্যাম্প পাবেন, তার ভিত্তিতে প্রথম ২৫,০০০ গাড়ি ইনট্রোডাকটারি প্রাইসে দেওয়া হবে। লঞ্চের সময় Mahindra এন্ট্রি লেভেল ভ্যারিয়েন্ট ও ম্যানুয়াল ট্রান্সমিশন সহ সব ভ্যারিয়েন্টের দাম ঘোষণা করেছিল। Scorpio N-এর Z2 পেট্রল ম্যানুয়াল-এর দাম ১১.৯৯ লক্ষ টাকা রাখা হয়েছে। পাশাপাশি বেস ডিজেল ম্যানুয়াল-এর দাম পড়ছে ১২.৪৯ লক্ষ টাকা।
Mahindra Scorpio N: কোন ভ্যারিয়েন্টের কী প্রাইস ?
সেখানে গাড়ির টপ-এন্ড Z8L-এর পেট্রল অটোমেটিকের দাম ২০.৯৫ লক্ষ টাকা ধরা হয়েছে। পাশপাশি ডিজেল অটোমেটিকের দাম রাখা হয়েছে ২১.৪৫ লক্ষ টাকা৷ নতুন স্করপিওর 'ফোর হুইল ড্রাইভ' ডিজেলের দাম ২.৪৫ লক্ষ টাকা বেশি রাখা হয়েছে। আপনি ডিজেল ও পেট্রল উভয়ই স্বয়ংক্রিয় মডেল পেতে পারেন। যার 4WD ডিজেল ম্যানুয়াল ও স্বয়ংক্রিয় উভয়ের সঙ্গে ৬ বা ৭ সিটার গাড়ির অপশন রয়েছে। অটো ব্লগারদের মতে, প্রথম দিনের এই বুকিং বলে দিচ্ছে ভবিষ্যতে আরও বাড়বে এই গাড়ির চাহিদা।
তবে মহিন্দ্রার সেলস পলিসি নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ। অনেকেরই অভিযোগ, গাড়ির ওয়েটিং পিরিয়ড বেশি হওয়ায় প্রায়শই অতিরিক্ত দামে কিনতে হয় গাড়ি। বেশ কয়েকবার কোম্পানি দাম বাড়ানোর পরই গাড়ি হাতে পান ক্রেতারা। সেই ক্ষেত্রে যে দামে পাবেন বলে গাড়ি বুক করেছিলেন সেই দামের থেকে অনেক বেশিতে কিনতে হয় গাড়ি।
আরও পড়ুন : Maruti Grand Vitara: গ্র্যান্ড ভিটারার দাম ফাঁস, জেনে নিন, কোন মডেলের কী মূল্য