NSE Contracts: ডেরিভেটিভ মার্কেটে কেনাবেচা করেন ? কী বদল আনল NSE ?
Nifty 50 Contracts: মঙ্গলবার একটি সার্কুলার জারি করে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এই ডেরিভেটিভ লট সাইজ বদলের বিষয়ে জানান দেয় বিনিয়োগকারীদের।
Nifty 50 Derivative: ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সম্প্রতি নিফটি ৫০ সহ সমস্ত ডেরিভেটিভ কনট্র্যাক্টের লট সাইজ কমিয়ে দিয়েছে। বিভিন্ন ডেরিভেটিভের সাইজ বদল করেছে স্টক এক্সচেঞ্জ। যে সমস্ত বিনিয়োগকারী ফিউচারস ও অপশনস সহ অন্যান্য ডেরিভেটিভ মার্কেটে বিনিয়োগ করেন, কেনাবেচা করেন তাঁদের জন্য এই বদলের কথা জানা দরকার।
ডেরিভেটিভের কনট্র্যাক্ট বদল
মঙ্গলবার একটি সার্কুলার জারি করে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এই ডেরিভেটিভ লট সাইজ বদলের বিষয়ে জানান দেয় বিনিয়োগকারীদের। NSE-র এই সার্কুলার অনুসারে জানা যায়, নিফটি ৫০, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, নিফটি মিডক্যাপ সিলেক্ট সূচকের ডেরিভেটিভ কেনাবেচার ক্ষেত্রে NSE লট সাইজের বদল করেছে। এই তিনটি ডেরিভেটিভের লট সাইজ কমান হলেও নিফটি ব্যাঙ্কের লট সাইজে এখনও কোনও বদল আনেনি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ।
কত হয়েছে নতুন লট সাইজ
এখনও পর্যন্ত ডেরিভেটিভ মার্কেটে লট সাইজ রাখা ছিল ৫০, তবে এবার থেকে নতুন সিদ্ধান্ত অনুসারে এই লট সাইজ রাখা হয়েছে ২৫। ফলে আগের থেকে অনেকটাই কমিয়ে আনা হয়েছে ডেরিভেটিভের লট সাইজ। নিফটি ফিনান্সিয়াল সার্ভিসের ডেরিভেটিভে যেখানে আগে লট সাইজ ছিল ৪০, সেখানেও লট সাইজ কমে হবে ২৫। আবার নিফটি মিডক্যাপ সিলেক্ট সূচকের লট সাইজ আগে ছিল ৭৫, তাও কমিয়ে আনা হবে ২৫-এ। নিফটি ব্যাঙ্কের লট সাইজে কোনও বদল নেই।
কবে থেকে চালু হবে নতুন লট সাইজ
সেবির নির্ধারিত নির্দেশিকা অনুসারে আগামী ২৬ এপ্রিল থেকেই কার্যকর হবে এই নতুন লট সাইজের বিধি। সমস্ত ডেরিভেটিভের লট সাইজ ঐদিন থেকেই কমে যাবে।
বদলের পরে প্রথম ডেরিভেটিভের মেয়াদ কতদিন হবে
২৬ এপ্রিল থেকে নিফটি ৫০, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, নিফটি মিডক্যাপ সিলেক্ট সূচকের ডেরিভেটিভের লট সাইজ কমে হবে ২৫। এপ্রিল সিরিজের ডেরিভেটিভের জন্য এটি কার্যকর হবে না। সাপ্তাহিক মেয়াদের কথা বলতে গেলে প্রথম সাপ্তাহিক মেয়াদ থাকবে ২ মে এবং মাসিক মেয়াদ থাকবে ৩০ মে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Bharati Hexacom: Bharati Hexacom IPO-র সাবস্ক্রিপশন শুরু, কত চলছে জিএমপি ? কিনলে লাভ হবে ?