Ola S1 Pro: দাম বাড়ছে ওলা ইলেকট্রিকের , আজ রাতেই শেষ সুযোগ ?
OLA S1 Pro: পুরোনো দামে আর পাবেন না গাড়ি। আজ রাত থেকেই বেড়ে যাচ্ছে Ola ইলেক্ট্রিক স্কুটারের দাম। ট্যুইটারে তমনই ঘোষণা করেছেন কোম্পানির সিইও ভাবিশ অগরওয়াল।
OLA S1 Pro: পুরোনো দামে আর পাবেন না গাড়ি। আজ রাত থেকেই বেড়ে যাচ্ছে Ola ইলেক্ট্রিক স্কুটারের দাম। ট্যুইটারে তমনই ঘোষণা করেছেন কোম্পানির সিইও ভাবিশ অগরওয়াল।
Ola S1 Pro: ভাবিশ অগরওয়ালের ট্যুইট
কোম্পানির অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডে অগরওয়াল লিখেছেন, "যারা ইতিমধ্যে S1 Pro কিনেছেন তাদের সবাইকে ধন্যবাদ জাই। যারা তাদের দ্বিতীয় বা তৃতীয় S1 Pro কিনেছেন তাদের বিশেষ ধন্যবাদ। 129,999 টাকায় এই স্কুটার পাওয়ার শেষ সুযোগ ! আমরা পরবর্তী উইন্ডো থেকে দাম বাড়াব। এই উইন্ডোটি 18 তারিখ মধ্যরাতে শেষ হয়ে হবে।"
Ola S1 Pro: আসছে নতুন রং
এবার নতুন কালার ভ্যারিয়েন্টও চালু করছে ওলা। তৃতীয় পর্বে এই ইলেকট্রিক স্কুটার বিক্রির সময় একটি নতুন রঙের বিকল্প পাওয়া যাবে। নতুন গেরুয়া রং কেবল 'থার্ড সেলিং ফেজে'ই পাওয়া যাবে। Ola S1 Pro-এর দাম রাখা হয়েছে 1,29,999 টাকা ও Ola S1-এর দাম রাখা হয়েছে 99,999 টাকা।
Ola Electric Scooters: দেশের ইলেকট্রিক স্কুটারের বর্তমান বাজার বেড়েই চলেছে। বিগ প্লেয়ারসদের সঙ্গে সেখানে নেমে পড়েছে ওলা। ইতিমধ্যেই Ola S1 ও S1 Pro বাজারে বিপুল চাহিদা তৈরি করেছে। এর আগে কোম্পানির সিইও ভাবিশ অগরওয়াল বলেছিলেন, বুকিংয়ে সব রেকর্ডকে চাপিয়ে গিয়েছে ওলা ইলেকট্রিক স্কুটার। সেই কারণে ওলা ইলেকট্রিক ফিউচার ফ্যাক্টরি তৈরি করেছেন তারা। যেখানে তার S1 ও S1 প্রো বৈদ্যুতিক স্কুটারগুলির প্রায় 1000 ইউনিট উত্পাদন হচ্ছে।
সম্প্রতি দেশের গাড়ি বাজারে ইলেকট্রিক কার আনার ইঙ্গিত দিয়েছে Ola। সম্প্রতি একটি গাড়ির কনসেপ্ট মডেল দেখিয়ে ট্যুইট করেছেন কোম্পানির সিইও ভাবিশ অগরওয়াল। যা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ইতিমধ্যেই বাজারে এসে গিয়েছে তাদের ইলেকট্রিক স্কুটার। Ola Electric S1 ও S1 Pro মডেল নিয়ে এসেছে কোম্পানি। ইতিমধ্যেই দেশের বাজারে প্রতিযোগীদের চমক দিয়েছে ওলা।
Ola Electric Scooters: ভারতীয় ক্রেতাদের চাহিদা পূরণ করতে উজ্জ্বল ও ম্যাট ফিনিসের বহু রঙের ইলেকট্রিক স্কুটার ভারতীয় গ্রাহকদের জন্য এনেছে কোম্পানি। স্কুটারের স্পেকস ও ফিচারের দৌলতে একদিনে সর্বাধিক বুকিংয়ের রেকর্ড গড়েছে ওলা। ইলেকট্রিক গাড়ির বাজারে ওলার এই দুর্দান্ত শুরুর প্রশংসা করেছেন মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা। অটো সাইটগুলির মতে, এবার নিজেদের ইলেকট্রিক গাড়ির বাজারে আনার পরিকল্পনা করছে ওলা (Ola Electric Car)।