Ola S1, Ather 450X বনাম Simple One-এ জোর টক্কর, সেরার সেরা কে ?
Ola S1 vs Ather 450X vs Simple One একে অন্যকে মাত দিতে চলছে ডিজাইনের পাশাপাশি মাইলেজ নিয়ে লড়াই। দেখে তিন এরকমই তিনটি স্কুটারের স্পেসিফিকেশন।
নয়াদিল্লি: জ্বালানির দামে হাত পুড়ছে। বেগতিক দেখে এখন পেট্রল, ডিজেল ছেড়ে ইলেকট্রিক গাড়ির দিকে ঝুঁকছে দেশবাসী। ক্রেতাদের এই চাহিদার কথা মাথায় রেখেই একাধিক ইলেকট্রিক স্কুটার এসেছে ভারতের বাজারে। একে অন্যকে মাত দিতে চলছে ডিজাইনের পাশাপাশি মাইলেজ নিয়ে লড়াই। দেখে তিন এরকমই তিনটি স্কুটারের স্পেসিফিকেশন।
Ola S1, Ather 450X, Simple One Specifications:
ব্যাটারির দিক থেকে সবার আগে রয়েছে Simple One ইলেকট্রিক স্কুটার। এই দু'চাকায় ৪.৮ কিলোওয়াটের ব্যাটারি দিয়েছে কোম্পানি। এরপরই রয়েছে Ola S1-এর নাম। যেখানে স্কুটারে ২.৯৮ কিলোওয়াটের ব্যাটারি দেখতে পারবেন ক্রেতা। পাশাপাশি Ola S1 Pro-দেওয়া হয়েছে ৩.৯৭ কিলোওয়াটের ব্যাটারি।ব্যাটারির দিক থেকে সবথেকে কম নিচে নাম রয়েছে Ather 450X-এর। এতে আপনি পাবেন ২.৬১ কিলোওয়াটের ব্যাটারি।
Ola S1, Ather 450X, Simple One power:
স্কুটারে পাওয়ারের দিকে থেকে অবশ্য সবার ওপরে নাম রয়েছে Ola-র। ১১.৫ বিএইচপি পাওয়ার রয়েছে Ola S1-এ। সেখানে Simple One-এ রয়েছে ৯.৪ বিএইচপি পাওয়ার। সেই জায়গায় পাওয়ারের তুলনায় Ather-এ রয়েছে ৮ বিএইচপি পাওয়ার। মনে রাখতে হবে এই এই তিন ইলেকট্রিক স্কুটারের মধ্যে সবথেকে হালকা Ather 450X। এরপরই রয়েছে Simple One-এর নাম। ওজনে এদের মধ্যে সবথেকে বেশি ভারী Ola S1।
Ola S1, Ather 450X, Simple One range:
এই তিন ইলেকট্রিক স্কুটারের মধ্যে Ola S1 ফুল চার্জে দেয় ১২১ কিলোমিটার। অবশ্য Ola S1 Pro একবার ফুল চার্জে ১৮১কিলোমিটার রেঞ্জ দেয়। যদিও মাইলেজে ওলাকে হারিয়ে দেয় Simple One। একবার এই স্কুটার ফুল চার্জ করলে ২৩৬ কিলোমিটার যায়। মাইলেজের দিক থেকে সবার নিচে রয়েছে Ather 450X। একবার এই স্কুটার ফুল তার্জ করলে আপনাকে সর্বোচ্চ ১১৬ কিলোমাটিরা রেঞ্জ দেবে।
Ola S1, Ather 450X, Simple One top speed:
টপ স্পিডের ক্ষেত্রে অবশ্য সবার ওপরে থাকবে ওলার নাম। Ola S1 Pro সর্বোচ্চ গতি ১১৫ কিলোমিটার। সেখানে Simple One-এর গতি ১০৫ কিমি। বাকি Ather 450X দেয় প্রতি ঘণ্টায় ৮০ কিলোমিটার।তবে সবার আগে ০-৪০ কিলোমিটার গতি তুলতে সক্ষম এথার।
Ola S1, Ather 450X, Simple One features
তিনটি স্কুটারেই TFT টাচ স্ক্রিন ছাড়াও রিভার্স গিয়ারের ফিচার রয়েছে। এছড়াও সবেতেই পাবেন ব্লুটুথ কানেক্টিভিটি , ওয়াইফাই, এলইডি লাইটিং ও জিও ফেন্সিংয়ের ব্যবস্থা। এদের মধ্যে Simple One-এ রয়েছে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেমের ব্যবস্থা। সেখানে Ola S1 Pro-ভয়েজ অ্যাসিস্ট্যান্ট, হিল হোল্ড ও ক্রুজ কন্ট্রোলের ব্যবস্থা পাবেন।এই তিন স্কুটারের মধ্যে ওলায় সবথেকে বেশি সিটের নিচে জায়গা রয়েছে। আন্ডার সিট স্টোরেজ-এর ক্ষেত্রে এরপরই রয়েছে Simple One ও Ather 450X-এর নাম।
Ola S1, Ather 450X, Simple One Prices
ইলেকট্রিক স্কুটারে ভরতুকির কারণে দেশরে একেক রাজ্যে এই স্কুটারগুলির দাম আলাদা। Ather 450X-এর দাম ১.১ লক্ষ থেকে ১.৩ লক্ষ টাকা রাখা হয়েছে। অকেদিন ধরেই বাজারে রয়েছে এই ইলেকট্রিক স্কুটার। সেই জায়গায় Ola S1, Ather 450X একেবারে নতুন প্রতিযোগী। Ola S1-এর দাম শুরু হচ্ছে ১ লক্ষ টাকা থেকে। তবে এর টপ ভ্যারিয়েন্ট Ola S1 Pro-এর দাম ধরা হয়েছে ১.৩ লক্ষ টাকা। সেই জায়গায় Simple One-এর দাম ১.৩০ লক্ষ টাকা রেখেছে কোম্পানি। সবকিছুর দিকে তাকালে দেখা যাবে, Ather 450X-এর সঙ্গে ফিচারে কড়া টক্কর দিচ্ছে Ola S1। সেই জায়গায় রেঞ্জের দিক দিয়ে অনেক এগিয়ে Simple One।