Paytm: পেটিএমের এই ব্যবসা কিনে নিল জোমাটো, এবার দাম বাড়বে শেয়ারের ?
Paytm Share Price: জোমাটোর সঙ্গে এই চুক্তির ঘোষণা হওয়ার পর শেয়ারহোল্ডারদের একটি চিঠিতে পেটিএম সিইও বিজয় শেখর শর্মা জানিয়েছেন এখন থেকে শুধুমাত্র কোর বিজনেসের দিকে প্রফিটেবল মডেলে মনোনিবেশ করবে সংস্থা।
Zomato: ফুড ডেলিভারি সংস্থা জোমাটো সম্প্রতি পেটিএমের এন্টারটেইনমেন্ট টিকিট ব্যবসা কিনে নিয়েছে ২০৪৮ কোটি টাকায় হয়েছে এই চুক্তি। বুধবার একটি এক্সচেঞ্জ ফাইলে পেটিএমের প্যারেন্ট কোম্পানি ওয়ান ৯৭ কমিউনিকেশনস সেবিকে এই তথ্য জানিয়েছে। সম্প্রতি এই পেটিএম সংস্থা জানিয়েছে যে তারা এবার থেকে সম্পূর্ণভাবে পেমেন্ট ও ফিনান্সিয়াল সার্ভিসের দিকেই মনোনিবেশ করতে চাইছে আর তাই তাদের এই ব্যবসা জোমাটোকে বিক্রি করেছে সংস্থা।
শেয়ারহোল্ডারদের একটি চিঠি দিয়েছেন বিজয় শেখর শর্মা
জোমাটোর সঙ্গে এই চুক্তির কথা ঘোষণা হওয়ার পর শেয়ারহোল্ডারদের একটি চিঠিতে পেটিএমের সিইও বিজয় শেখর শর্মা জানিয়েছেন এখন থেকে শুধুমাত্র কোর বিজনেসের দিকে প্রফিটেবল মডেলে মনোনিবেশ করবে এই সংস্থা। তিনি জানিয়েছেন, পেটিএমের জন্য একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছেন তিনি। নিকট অতীতে বহু সমস্যার সম্মুখীন হয়েছে তাঁর সংস্থা। সেই সমস্ত আঘাত থেকে এখন অনেকটাই মুক্ত হয়েছে সংস্থা। এখন নতুন যাত্রাপথের দিকে এগোতে চাইছে পেটিএম।
২৮০ জন কর্মী এখন জোমাটোর হয়ে কাজ করবেন
একটি এক্সচেঞ্জ ফাইলিংয়ে ওয়ান ৯৭ কমিউনিকেশন জানিয়েছে যে জোমাটোর কাছে এই সংস্থা তাদের ১০০ শতাংশ স্টেক বিক্রি করে দেবে। এই চুক্তি করা হবে সম্পূর্ণ ক্যাশ ফ্রি ও ডেট ফ্রি মডেলে। এইসঙ্গেই পেটিএমের টিকিট বিজনেসের সঙ্গে যে ২৮০ জন কর্মী যুক্ত ছিলেন, তারাও এখন জোমাটোর কাছে স্থানান্তরিত হয়ে যাবেন। তবে এখনও আগামী ১২ মাসের জন্য পেটিএম থেকে সিনেমার টিকিট, খেলা বা কোনও ইভেন্টের টিকিট কিনতে পারা যাবে সহজেই। পেটিএম মূলত টিকিট নিউ ও ইনসাইডার এই দুটি ব্যবসা ২৬৮ কোটি টাকায় কিনেছিল আর আজ সেই ব্যবসা পেটিএম ২০৪৮ কোটি টাকায় বিক্রি করছে জোমাটোর কাছে।
নিষেধাজ্ঞা জারি হয়েছিল পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের উপর
পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের উপর রিজার্ভ ব্যাঙ্কের নিষেধাজ্ঞা আরোপের পর বিজয় শেখর শর্মা জানিয়েছেন যে বিগত অর্থবর্ষ সংস্থার পক্ষে মোটেই ভাল ছিল না। এই অর্থবর্ষে ক্যাশ ফ্লো বাড়ানোই সংস্থার মুখ্য উদ্দেশ্য থাকবে। এমনকী এই সংস্থা এখন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের উপরেও জোর দিয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: IREDA Share Price: বাজার থেকে ৪৫০০ কোটি টাকা তুলতে চায় সংস্থা, খবর পেতেই ১১ শতাংশ লাফ দিল এই স্টক