(Source: Poll of Polls)
Gold Bond: সোনার দাম তুঙ্গে এখন, গোল্ড বন্ড এখন বিক্রি করলে কত কর দিতে হবে ?
Gold Bond Selling: সোনার দাম বাড়লে বন্ডের ভ্যালুও বাড়ে, কিন্তু এর সঙ্গে সঙ্গে বার্ষিক কিছু টাকা সুদও পাওয়া যায় এই বন্ডে। তবে সেই সুদের উপর কর দিতে হয় বিনিয়োগকারীদের।
Gold Price: সোনার দাম এখন অনেক চড়া। বাড়তে বাড়তে ৭৪০০০-এর কাছাকাছি পৌঁছেছে সোনার দাম। তবে যারা সোনায় বিনিয়োগ করেছিলেন আগে থেকে, তাঁদের কাছে এটি সুবর্ণ সুযোগ। সোনার বন্ড কিনেছিলেন যারা, তাঁরা এখন সোনার চড়া দামে সেই বন্ড (Gold Bond) বিক্রি করতে পারেন। তবে এই গোল্ড বন্ড বিক্রি করার সময় কত কর (Income Tax) দিতে হবে তাঁর হিসেব করেছেন কি ?
কত দাম চলছে সোনার
শুক্রবার এমসিএক্সে সোনার দাম চলেছে ৭৩,০০০ টাকায়। প্রতি ১০ গ্রাম সোনার জন্য ৭৩,০৮৩ টাকা দাম উঠেছে সোনার। খুচরো বাজারে ভারতের বেশ কিছু বড় বড় শহরে সোনার (Gold Bond) দাম ছাড়িয়েছে ৭৫,০০০ টাকার সীমা। শুক্রবার মুম্বইতে ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৭৫,৬৮১ টাকা। চেন্নাইতেও সেদিন সোনার দাম প্রতি ১০ গ্রামে ছিল ৭৫,৯০০ টাকা।
কেন বাড়ছে সোনার দাম
ভূ-রাজনৈতিক উত্তেজনা, আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা নিশ্চিত ও নিরাপদ আয়ের উৎস হিসেবে সোনা কিনে রাখছেন বেশি পরিমাণে। শুক্রবারই আন্তর্জাতিক বাজারে সোনার স্পট প্রাইস ১.৪ শতাংশ বেড়ে হয় ২৪১৫ ডলার প্রতি আউন্সে।
শর্ট টার্ম ক্যাপিটাল ট্যাক্স দিতে হবে
সোনার এই মূল্যবৃদ্ধিতে গোল্ড বন্ডে (Gold Bond) বিনিয়োগকারীরা সেই বন্ড বিক্রি করতে পারেন। এই গোল্ড বন্ড বিক্রির ক্ষেত্রে দুই ধরনের ট্যাক্স দিতে হয়। একটি কর দিতে হয় ক্যাপিটাল গেইনের উপর। আর একটি কর (Income Tax) দিতে হয় সুদের আয়ের উপর। কোনও বিনিয়োগকারী এক বছরের কম সময়ে সোনার বন্ড বিক্রি করলে তাঁকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। বিনিয়োগকারীর আয়কর স্ল্যাব অনুযায়ী এই কর ধার্য করা হয়।
লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সও ধার্য হতে পারে
কোনও বিনিয়োগকারী যদি গোল্ড বন্ড এক বছরের বেশি সময় ধরে রাখেন, তাহলে সেই বন্ড বিক্রি করার সময় তাঁকে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স হিসেবে ১০ শতাংশ কর দিতে হবে। এর সঙ্গে যদিও বিনিয়োগকারীরা পাবেন ইনডেক্সেশনের সুবিধেও। আর কেউ যদি বন্ড ম্যাচিওর করার পরেই বিক্রি করেন, সেক্ষেত্রে কোনও কর দিতে হবে না। সোনার দাম বাড়লে যে আয় হবে, সেটা সম্পূর্ণ করমুক্ত থাকে।
সুদের আয়ের উপর কর
সোনার দাম বাড়লে বন্ডের ভ্যালুও বাড়ে, কিন্তু এর সঙ্গে সঙ্গে বার্ষিক কিছু টাকা সুদও পাওয়া যায় এই বন্ডে। তবে সেই সুদের উপর কর দিতে হয় বিনিয়োগকারীদের। সোভরেইন গোল্ড বন্ডের ক্ষেত্রে বার্ষিক ২.৫ শতাংশ হারে সুদ পাওয়া যায়। এই সুদ করযোগ্য। এক বছর পরে বা এক বছরের মধ্যে কিংবা ম্যাচিওরটিতে যখনই বন্ড বিক্রি করুন না কেন, এই কর (Income Tax) দিতেই হবে। আয়ের স্ল্যাব অনুযায়ী স্থির হয় এই করের পরিমাণ। বিনিয়োগকারীর মোট আয়ের সঙ্গে এই সুদের আয় যোগ করে যে স্ল্যাবে পড়বেন তিনি, সেই অনুযায়ী কর দিতে হবে তাঁকে।
আরও পড়ুন: Upcoming IPO: ১৫০০ কোটির আইপিও আনবে এই সংস্থা, সৌর ব্যাটারি তৈরিতে দ্বিতীয় স্থানে এর নাম