Jio Financial Services: নতুন ব্যবসা চালু করবে সংস্থা, খবর পেতেই লাফিয়ে বাড়ল জিওর এই শেয়ারের দাম
Jio Financial Services Share Price: সোমবার জিও ফিনান্সিয়াল সার্ভিসের (Jio Financial Services) সঙ্গে ব্ল্যাকরক সংস্থার যৌথ উদ্যোগে নতুন ব্যবসা শুরু করার খবর রাষ্ট্র হতেই শেয়ারের দাম বাড়তে শুরু করে আজ।
Share Market: রিলায়েন্সের এই সহায়ক সংস্থা জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের শেয়ারের দাম আজ সকাল থেকেই বেড়ে চলেছে। সকালের সেশনেই এক লাফে ৫ শতাংশ বেড়েছে এই সংস্থার শেয়ারের দাম। এখন এই সংস্থার শেয়ারের দাম ছুঁয়ে ফেলেছে ৩৭১.৯৫ টাকার সীমা। গতকাল সোমবার জিও ফিনান্সিয়াল সার্ভিসের (Jio Financial Services) সঙ্গে ব্ল্যাকরক সংস্থার যৌথ উদ্যোগে নতুন ব্যবসা শুরু করার খবর রাষ্ট্র হতেই শেয়ারের দাম বাড়তে শুরু করে আজ। সোমবার এক্সচেঞ্জ ফাইলিংয়ে ৫০ শতাংশ করে অংশীদারিত্ব নিয়ে এই ব্যবসা শুরু করার কথা জানিয়েছে জিও ফিনান্সিয়াল সার্ভিসেস।
ওয়েলথ ম্যানেজমেন্ট খাতে সম্ভাবনা রয়েছে
মূলত ওয়েলথ ম্যানেজমেন্ট ও ব্রোকারেজ ব্যবসার সঙ্গে যুক্ত হবে জিও আর ব্ল্যাকরকের এই যৌথ উদ্যোগ। এই বছর এবং বিগত বছরের পরিসংখ্যান দেখলে ধারণা করা যায়, বহুল হারে ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হয়েছে ভারতে। ভারতে ব্রোকিং ব্যবসাও এই দুই বছরে বেশ লাভবান হয়েছে। ফলে এই খাতে নতুন ব্যবসায় যে মুনাফার সম্ভাবনা রয়েছে তা ধারণা করাই যায়।
জিও ফিনান্সিয়াল সার্ভিসেস কী পরিষেবা দেয়
জিও ফিনান্সিয়াল সার্ভিসেস (Jio Financial Services) মূলত একটি এনবিএফসি সংস্থা যা খুচরো ঋণ, মার্চেন্ট ঋণ, পেমেন্ট সলিউশন, পেমেন্ট ব্যাঙ্ক অপারেশন, বিমা ব্রোকিং নিয়েই কাজ করে। ভারতের শহর, আধা শহর ও গ্রামীণ এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা মাথায় রেখেই গ্রাহকের উপযোগী করে আর্থিক পরিষেবা দিয়ে থাকে।
শেয়ারের দাম বেড়ে হতে পারে ৪৫০ টাকা
বাজার বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের সবথেকে বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ব্ল্যাকরকের (Black Rock) সঙ্গে যৌথ উদ্যোগ শুরু করার খবরে জিও বাজারে দারুণ সব পণ্য হাজির করবে অদূর ভবিষ্যতে। বাজারে বড় বদল আসতে চলেছে। জেএম ফিনান্সিয়ালের ফান্ড ম্যানেজার আশিস চতুরমোহতা জানিয়েছেন যে এই শেয়ারের (Jio Financial Services) দাম এখন ৩৪০ থেকে ৩৫০ টাকার মধ্যেই ঘোরাফেরা করতে পারে। আর খুব তাড়াতাড়ি এই শেয়ারের দাম ছুঁয়ে ফেলবে ৪৫০ টাকার সীমা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )
আরও পড়ুন: Gold Rate Today: মঙ্গলে কি স্বস্তি পেলেন গ্রাহকরা ? সোনার দাম আজ বাড়ল না কমল ?