(Source: ECI/ABP News/ABP Majha)
টপ লুজার November 29, 2022 আজ বাজারে দর পড়ল যাদের
টপ লুজার November 29, 2022: এবিপি লাইভ বাংলায় শেয়ার বাজারের আপডেটগুলি পান সবার আগে। দেখে নিন, আজ বাজারে দর পড়ল কাদের, উপরে উঠল কোন শেয়ার।
স্টক মার্কেটের আপডেট জানুন এবিপি লাইভ বিজনেসে। এখানে আপনি জানতে পারবেন সংশ্লিষ্ট দিনে শেয়ার মার্কেটে পতন হয়েছে কোন শেয়ারটার। মার্কেটে পিছনের তালিকায় কারা রয়েছে সেটা সবার আগে জানা যাবে এখানে। অনেক শেয়ারই সেনসেক্স, নিফটিতে চাপের মুখে থাকে। মাত্র একটা ক্লিকেই জেনে নিন স্টক মার্কেটে টপ লুজার কারা রয়েছে। এখানে দেখা যাবে টপ লুজারের তালিকা। ক্লোজিং প্রাইসের তুলনায় শতাংশের বিচারে কোন শেয়ারগুলির চূড়ান্ত পতন হয়েছে তা নিয়েই তৈরি হয় টপ লুজারের তালিকা। টপ লুজারদের শেয়ার এবং শতাংশের হার জেনে নিন এখানে।
Final Top Loser - November 29, 2022
SN. Scheme Name Scheme Category Current NAV 1 ICICI Prudential Liquid Fund - Super Institutional Growth LIQUID 323.2829 2 ITI Dynamic Bond Fund - Direct Plan - Monthly IDCWOption DEBT 10.01 3 ITI Dynamic Bond Fund - Regular Plan - Monthly IDCW Option DEBT 10.01 4 ITI Ultra Short Duration Fund - Direct Plan - Monthly IDCW Option DEBT 1001 5 ITI Ultra Short Duration Fund - Regular Plan - Monthly IDCW Option DEBT 1001 6 Parag Parikh Conservative Hybrid Fund - Direct Plan - Monthly IDCW HYBRID 10.0726 7 Parag Parikh Conservative Hybrid Fund - Regular Plan - Monthly IDCW HYBRID 10.171 8 Sundaram Low Duration Fund (Formerly Known as Principal Low Duration Fund) Direct Fortnightly IDCW DEBT 1095.399 9 Sundaram Short Duration Fund (Formerly Known as Principal Short Term Debt Fund) Direct Plan Fortnightly IDCW DEBT 12.8931 10 Union Money Market Fund - Direct Plan - Monthly IDCW Option MONEY MARKET 1000.1811
টপ গেনারের তালিকায় রয়েছে- ক্লোজিং প্রাইসের তুলনায় শতাংশের বিচারে কোন শেয়ারগুলি সর্বোচ্চ লাভ করেছে তার হিসাব। এই তালিকায় থাকে- স্টকের বর্ধিত দাম, সাম্প্রতিক ট্রেডিং মরসুমে স্টকের ক্লোজিং প্রাইস, এই মুহূর্তে স্টকের মূল্য অনুযায়ী শতাংশের ভিন্নতা প্রভৃতি। এখানে আপনি জানতে পারবেন - শেয়ারের সর্বোচ্চ দাম, কম দাম, কারেন্ট ক্লোজিং প্রাইস, লাস্ট ক্লোজিং প্রাইস। সবথেকে লাভবান কারা ? ব্যবসার দিনে যখন সিকিউরিটি প্রাইস বৃদ্ধি পায়, তখন সেটাকে লাভ হিসেবে ধরা হয়। যেসব শেয়ার স্টক মার্কেটে লাভের মুখ দেখে, তারা গেনারের তালিকায় পড়ে। যেসব শেয়ার বেশি লাভের মুখ দেখে, তারা টপ গেনারের তালিকাভুক্ত হয়। স্টক মার্কেট সূচক যখন বৃদ্ধি পায়, তখন বাজারে গেনারের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে।
টপ লুজার কারা ?
ব্যবসার দিনে যখন সিকিউরিটি প্রাইস কমে যায়, তখন সেটাকে পতন হিসেবে ধরা হয়। যেসব শেয়ার স্টক মার্কেটে পতনের মুখে পড়ে, তারা লুজারের তালিকায় ঢুকে যায়। যেসব শেয়ার বেশি ক্ষতির মুখ দেখে, তারা টপ লুজারের তালিকাভুক্ত হয়। স্টক মার্কেট সূচক যখন হ্রাস পায়,
তখন বাজারে লুজারের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে।
আরও পড়ুন: টপ লুজার নেট অ্যাসেট ভ্যালু