Electricity Bill Check: বিদ্যুতের বিল দিলেও আসছে এই মেসেজ ! সাড়া দিলেই হবে ক্ষতি
PIB Fact Check: বাড়ির বিদ্যুতের বিল নিয়ে শুরু হয়েছে এই নতুন প্রতারাণা। ইলেকট্রিক সাপ্লাই থেকে ফোন করছে ভেবে অনেকেই ফাঁদে পা দিচ্ছেন এই জালিয়াতিচক্রে।
PIB Fact Check: বাড়ির বিদ্যুতের বিল নিয়ে শুরু হয়েছে এই নতুন প্রতারাণা। ইলেকট্রিক সাপ্লাই থেকে ফোন করছে ভেবে অনেকেই ফাঁদে পা দিচ্ছেন এই জালিয়াতিচক্রে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই প্রতারণাচক্রের তথ্য় ফাঁস করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)।
ইলেকট্রিকের বিল জমা দিলেও বাডি়তে ফোন করে বা মেসেজে পাঠিয়ে জানানো হচ্ছে এই বার্তা। সংযোগ বিচ্ছিন্ন হতে পারে জানতে পেরে স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ছে গ্রাহকদের। আজকাল এমনই একটি বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই পোস্টে দাবি করা হয়েছে, বিদ্যুৎ অফিস তাদের বিলগুলি যত তাড়াতাড়ি মিটিয়ে দিতে নির্দেশ জারি করেছে। এই কাজ না করলে রাত ৯টা পর্যন্ত তাদের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।
Viral Message: এই ভাইরাল পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। যদি কেউ আপনাকেও এই ধরনের বিজ্ঞপ্তি পাঠিয়ে থাকে,তাহলে জেনে নিন এই বার্তাটি সত্যি না মিথ্যে। সম্প্রতি প্রেস ইনফরমেশন ব্যুরো এই বার্তাটির সত্যতা যাচাই করেছে।
Fraud Alert: পিআইবি সত্যতা যাচাই করেছে
পিআইবি এই ভাইরাল দাবির সত্যতা যাচাই করেছে।পিআইবি তার ফ্যাক্ট-চেক করে দেখেছে,কেন্দ্রীয় কোনও অফিস থেকে এই বার্তা পাঠানো হয়নি। আসলে অফিসের নামে সবাইকে ভুয়ো নোটিশ পাঠিয়ে গ্রাহকদের থেকে ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে,এই ধরনের বিভ্রান্তিকর বার্তা বিশ্বাস করে আপনার ব্যক্তিগত বিবরণ শেয়ার করবেন না।
Electricity Bill Check: মোবাইল নম্বরে কল করবেন না
কেউ যদি আপনাকে এই ধরনের একটি বার্তা পাঠায় তবে ভুল করেও এই বার্তাটি বিশ্বাস করে আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। পিআইবি এই বার্তাটির পিছনে প্রতারকদের হাত দেখছে। এই পরিস্থিতিতে আপনার ব্যাঙ্ক ও ব্যক্তিগত তথ্য শেয়ার করে আপনি প্রতারণার শিকার হতে পারেন।
Fraud Alert: আপনিও চাইলে ফ্য়াক্ট চেক করতে পারেন
যদি আপনার কাছেও এই ধরনের কোনও বার্তা আসে, তাহলে আপনি তার সত্যতা জানতে একটি ফ্যাক্ট চেক করতে পারেন। আপনি PIB এর মাধ্যমে সত্যতা যাচাই করতে পারেন। এর জন্য আপনাকে অফিশিয়াল লিঙ্ক https://factcheck.pib.gov.in/ দেখতে হবে। এছাড়াও, আপনি ভিডিওটি পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বর +918799711259 বা ইমেল pibfactcheck@gmail.com -এ।
আরও পড়ুন : ATM Fraud Alert: মিনিটেই খালি হবে অ্যাকাউন্ট ! এটিএম-এ এই ভুল করছেন না তো ?