(Source: Poll of Polls)
Share Market: ৯ শতাংশ ধসের পরেও ঘুরে দাঁড়াল এই শেয়ার, এখনই বিনিয়োগ করা উচিত ?
Share Price: মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ঘটে গেল পরিবর্তন। জিরো থেকে হিরো হওয়ার পিছনে উঠে এল একটি বিবৃতি। আজ ঠিক কী হয়েছে পলিক্যাব ইন্ডিয়ার স্টকে।
Share Price: একদিনে ৯ শতাংশের বেশি ধস, সেখান থেকে ঘুরে দাঁড়াল ওয়্যার অ্যান্ড কেবল কোম্পানি পলিক্যাবের স্টক (Polycab India) । মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ঘটে গেল পরিবর্তন। জিরো থেকে হিরো হওয়ার পিছনে উঠে এল একটি বিবৃতি।
মাত্র ২৪ ঘণ্টায় বিরাট পরিবর্তন
পলিক্যাব ইন্ডিয়ার শেয়ারগুলি বুধবার (10 জানুয়ারি, 2024) ট্রেডিং সেশনে পয়েন্ট 92 শতাংশ 44 টাকার বেশি বেড়ে যায়। মঙ্গলবার মারাত্মক ধসের পরই এই উত্থান ঘটেছে শেয়ারে। মঙ্গলবার সংস্থার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগের খবর সামনে আসতেই 9 শতাংশের বেশি ধস নামে স্টকে। পরে বাজার শেষে কোম্পানির তরফে জানিয়ে দেওয়া হয়, মিডিয়ায় প্রচারিত কোম্পানির কর ফাঁকির খবর গুজব। কোম্পানির অফিসে অনুসন্ধানের পর আয়কর বিভাগ থেকে কোনও নোটিস কোম্পানির কাছে আসেনি।
আজ কত ওপরে ওঠে স্টক
আজ কোম্পানির স্টক 54.15 টাকা বা 1.11 শতাংশ বেড়ে 4,921.7 টাকায় বিএসইতে সকাল 10:28 টায় ট্রেড করতে থাকে। পরে এনএসসিতে ক্লোজিংয়ের সময় স্টকের দাম দাঁড়ায় 44 টাকা ৭৫ পয়সা। যা স্বাভাবিকভাবেই বিনিয়োগকারীদের মনে আস্থা তৈরি করে।
মঙ্গলবার বাজারে বিরাট পতন লক্ষ্য করা গিয়েছে এই শেয়ারটিতে। বাজার খোলার সময় থেকেই প্রভূত সেলিং প্রেশার আসে এই সংস্থার শেয়ারে। তার জেরে দাম পড়তে থাকে। আর এর পিছনে মূল কারণ হল সংস্থার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ। এই খবর ছড়িয়ে পড়তেই শেয়ারের দামে পতন লক্ষ্য করা যায়। সংস্থার নাম পলিক্যাব ইন্ডিয়া (Polycab India)। প্রায় ২০০ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ এসেছে এই সংস্থার উপর।
শেয়ারের দামে পতন
মঙ্গলবার বাজার বন্ধের সময় এই শেয়ারের (Polycab India) দাম প্রায় ৯.২৬ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়ায় ৪৮৫০ টাকা। দৈনিক চার্টে এই শেয়ারের দাম এখন খুবই দুর্বল। RSI এসে দাঁড়িয়েছে ২৮ পয়েন্টে অর্থাৎ ৩০-এর কম যা কিনা ওভারসোল্ড পজিশন। তবে RSI-এর অভিমুখ নিম্নগামী হওয়ায় এই শেয়ারের দাম যে আরও কমতে পারে সে ব্যাপারে ধারণা করছেন বিশেষজ্ঞরা। ৪৮৫০ থেকে দাম কমে নেমে যেতে পারে ৪৫০০ লেভেলেও। তবে ৫০০০ লেভেলে একটা রেজিস্ট্যান্স রয়েছে বলে বিশেষজ্ঞদের দাবি।
করফাঁকির অভিযোগ
করফাঁকির অভিযোগ আসার পরে সংস্থার (Polycab India) তরফে জানানো হয়েছে, ২০২৩ সালের ৩০ ডিসেম্বর আয়কর দফতরের আধিকারিকেরা তাদের অনুসন্ধান প্রক্রিয়া শেষ করেছে আর এ ব্যাপারে সংস্থার তরফ থেকে সবরকম সাহায্য করা হয়েছে। অনুসন্ধান চলাকালীন সমস্ত প্রশ্নের যথাযথ জবাব দিয়েছে সংস্থা। আর এই তদন্তের ফলাফল খুব শীঘ্রই আয়কর দফতরের পক্ষ থেকে স্টক এক্সচেঞ্জকে জানানো হবে বলে দাবি করেছে পলিক্যাব ইন্ডিয়া। তবে করফাঁকির অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছে পলিক্যাব সংস্থা।
পলিক্যাবের ব্যবসা
সারা দেশ জুড়ে সংস্থার প্রায় ২৩টি উৎপাদন অঞ্চল, ১৫টিরও বেশি অফিস এবং ২৫টির বেশি ওয়্যার হাউজ রয়েছে। মূলত এমএমইজি অর্থাৎ ফাস্ট মুভিং ইলেকট্রিক্যাল গুডস তৈরি করে এই সংস্থা, কেবল, তার ইত্যাদি তৈরিতে পলিক্যাবের (Polycab India) ব্যবসা দাঁড়িয়ে আছে। সেপ্টেম্বর ২০২৩ কোয়ার্টারে এই সংস্থার শেয়ারে ৫৮.৫ শতাংশ গ্রোথ দেখা গিয়েছিল, সংস্থার মূল মুনাফার অঙ্ক দাঁড়িয়েছিল ৪৩৬.৮৯ কোটিতে। বিশেষজ্ঞরা মনে করছেন যে আগামী কোয়ার্টারের ফলাফল প্রকাশ্যে না এলে নতুন করে আর এই শেয়ার না কেনাই ভাল।
(মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।)
আরও পড়ুন: Petrol Diesel Price: চেন্নাইয়ে ফের চড়ল পেট্রোল ও ডিজেলের দর, কলকাতায় কত ?