PPF-এ সুদ বাড়ায়নি সরকার, তাও কেন অন্য স্কিমের থেকে ভাল এই প্রকল্প ?
Public Provident Fund : এই প্রকল্প বাকি অনেক যোজনার থেকে আপনাকে বেশি সুদ ও সুবিধা দেবে।
Public Provident Fund : স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদ বাড়ালেও ব্যতিক্রম থেকেছে পিপিএফ-এর নাম। কেন্দ্রীয় সরকার এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকের জন্য অনেক ছোট সঞ্চয় প্রকল্পে ১০ থেকে ৭০ বিপিএস সুদ বাড়িয়েছে। সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, সুকন্যা সমৃদ্ধি যোজনা, মাসিক ইনকাম সেভিং স্কিম, কিষাণ বিকাশ পত্র ইত্যাদিতে সুদ বাড়লেও পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) সুদ বাড়ায়নি সরকার। তা সত্ত্বেও এই প্রকল্প বাকি অনেক যোজনার থেকে আপনাকে বেশি সুদ ও সুবিধা দেবে।
Small Savings Scheme: কোন স্কিমে কত সুদ বেড়েছে ?
পিপিএফ-এর সুদ বার্ষিক ৭.১ শতাংশ। অন্যদিকে, পাঁচ বছরের জন্য টাইম ডিপোজিটের সুদ ৭ দশমিক ৭ শতাংশ। এছাড়াও সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদ ৮ শতাংশ, সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের সুদ বাড়িয়ে ৮.২ শতাংশ করা হয়েছে। এই পরিস্থিতিতে আপনি এই স্কিমগুলির তুলনায় পিপিএফ-এ বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন।
PPF-এ কী কী সুবিধা পাওয়া যায় ?
পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম হল এমন একটি বিকল্প, যা বিনিয়োগকারীদের একসঙ্গে অর্থ জমা করার পাশাপাশি কিস্তিতেও বিনিয়োগ করতে দেয়। আপনি বছরে মাত্র ১২টি কিস্তি এখানে জমা করতে পারেন। এটি প্রতি মাসে SIP এর মতো বিনিয়োগ করা যেতে পারে। বিশেষজ্ঞরা কেবল ১ থেকে ৪ তারিখের মধ্যে বিনিয়োগ করতে বলেন, কারণ এতে সেই মাসের সুদ যোগ হয়ে যায় এই প্রকল্পে।
Small Savings Scheme: এই স্কিমে কর ছাড় রয়েছে
পিপিএফ অ্যাকাউন্ট যেকোনও PSU বা ব্যক্তিগত ব্যাঙ্কে খোলা যেতে পারে। এছাড়াও আপনি এটি পোস্ট অফিসে খুলতে পারেন। আপনি এতে সর্বনিম্ন ৫০০ টাকা ও সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন৷ এই ১.৫ লক্ষ টাকা আপনি আয়করে ছাড় পাবেন।
Public Provident Fund : কীভাবে বেশি লাভ পাওয়া যায় ?
আপনি যদি এই স্কিমের আওতায় বেশি সুদের সুবিধা নিতে চান, তাহলে আপনাকে মাসের ১ থেকে ৪ তারিখের মধ্যে বিনিয়োগের টাকা জমা করতে হবে। এই কাজ করলে আপনি সেই মাসের সুদও পেয়ে যাবেন। এই স্কিমটি ১৫ বছরের ন্যূনতম ম্যাচিউরিটি পিরিয়ডের সঙ্গে পাওয়া যায় । এই পরিস্থিতিতে আপনি যদি এই স্কিমে ১৫ বছরের জন্য বিনিয়োগ করেন, তবে আপনি অন্যান্য স্কিমের চেয়ে বেশি পরিমাণ তহবিল তৈরি করতে পারবেন।