Railway New Service: যাত্রীদের ক্লান্তি দূর করবে 'স্লিপিং পডস', রেল আনল নতুন পরিষেবা
Railway Sleeping Pods: ট্রেনে যাত্রার ক্লান্তি দূর করতে বিলাসবহুল হোটেলে উঠতে হবে না। কম খরচে স্টেশনেই পাবেন 'লাক্সারি হোটেলের' পরিষেবা।
Railway Sleeping Pods: ট্রেনে যাত্রার ক্লান্তি দূর করতে বিলাসবহুল হোটেলে উঠতে হবে না। কম খরচে স্টেশনেই পাবেন 'লাক্সারি হোটেলের' পরিষেবা। সম্প্রতি যাত্রী সুবিধার্থে এমনই এক ঘরের ব্যবস্থা করেছে ভারতীয় রেল (Indian Railways)। যার নাম দেওয়া হয়েছে 'স্লিপিং পডস' (Railway Sleeping Pods)।
Railway New Service: কাদের জন্য এই সুবিধা ?
রেলের দাবি, এই সুবিধা গ্রহণ করে নিজেকে তরতাজা অনুভব করবে যাত্রী। যারা প্রায়শই কাজের জন্য রেলে যাতায়াত করেন, মূলত তাদের কথা ভেবেই এই পরিষেবা চালু করা হয়েছে। এই পরিষেবা চালু হওয়ায় এখন আর স্টেশনে নেমে হোটেলের খুঁজতে হবে না। যারা এক শহর থেকে অন্য শহরে প্রচুর ভ্রমণ করেন ও ব্যবসায়িক মিটিংয়ের কারণে হোটেলে ওঠেন এবার থেকে তারাও 'স্লিপিং পডস' বেছে নিতে পারবেন।
Indian Railways: কোথায় পাবেন এই পরিষেবা ?
বর্তমানে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (CSMT) স্টেশনে স্লিপিং পডসের সুবিধা শুরু হয়েছে। এর আগে গত বছরের ১৭ নভেম্বর পশ্চিম রেলওয়ের মুম্বই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য একটি পড হোটেল খোলা হয়েছিল। এই নিয়ে দ্বিতীয় স্লিপ পড পরিষেবা খোলা হল মুম্বইয়ের স্টেশনে।
Railway Sleeping Pods : আরামদায়ক থাকার বিকল্প
যাত্রীদের আরামদায়ক ও বাজেটের মধ্যে থাকার বিকল্প দিতে রেলওয়ে এই উদ্যোগ নিয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও টুইটারে স্লিপিং পডের কিছু ছবি শেয়ার করেছেন। এককথায় বলতে গেলে স্লিপিং পড হল যাত্রীদের থাকার একটি ছোট ঘর। এগুলি বাইরে ক্যাপসুল হোটেল নামেও পরিচিত।
Indian Railways: এই সুবিধা পাওয়া যাবে
স্টেশনের ওয়েটিং রুমের তুলনায় স্লিপিং পডসের ভাড়া কম।
এখানে যাত্রীরা তাদের প্রয়োজন অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
এগুলিতে এয়ার কন্ডিশনার রুমে থাকার সুবিধার পাশাপাশি ফোন চার্জিং, লকার রুম, ইন্টারকম, ডিলাক্স বাথরুম ও টয়লেটের মতো আরও অনেক সুবিধা পাওয়া যায়।
Railway Sleeping Pods: ৪০টির মধ্যে ৩০টি সিঙ্গল স্লিপিং পড রয়েছে
মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (CSMT) এর মেইন লাইনে ওয়েটিং রুমের কাছে রেলওয়ে নতুন স্লিপিং পড হোটেল খোলা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে Namah Sleeping Pods। রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে ৪০টি স্লিপিং পড রয়েছে ক্যাপসুল রুমগুলিতে। যেখানে ৩০টি সিঙ্গল পড, ৬টি ডবল পড ও ৪টি ফ্যামিলি পডের সুবিধা রয়েছে। এই রুম বুকিংয়ের জন্য আপনি অনলাইনে বা কাউন্টারে গিয়ে সিএসএমটি রেলওয়ে স্টেশনে তৈরি Namah Sleeping Pods বুক করতে পারবেন।