2000 Rupees Note: ২০০০ টাকা বন্ধে ব্যাঙ্কে জমা টাকার সুদে কী প্রভাব পড়বে ? আপনার ক্ষতি না লাভ
RBI On 2000 Rupees Note: মাত্র ২৪ ঘণ্টায় বদলে গিয়েছে সব চিন্তাধারা। শুক্রবারই রিজার্ভ ব্যাঙ্ক ২০০০ টাকা আর না ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে।
RBI On 2000 Rupees Note: মাত্র ২৪ ঘণ্টায় বদলে গিয়েছে সব চিন্তাধারা। শুক্রবারই রিজার্ভ ব্যাঙ্ক ২০০০ টাকা আর না ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাঙ্কগুলিকে ২০০০ টাকার নোট দিতে নিষেধ করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। RBI-এর এই টাকা তুলে নেওয়ার সিদ্ধান্তের পরই উঠছে নানা প্রশ্ন। বাজার বিশেষজ্ঞদের মতে, এরফলে ব্যাঙ্কগুলির কাছে জমা মূলধন বাড়বে ও সুদের হার কমবে।
2000 Rupees Note: কবে কেন নেওয়া হয়েছিল এই নতুন নোটের সিদ্ধান্ত
এখন পর্যন্ত ভারতের মুদ্রার সবচেয়ে বড় নোট হল ২০০০ টাকা, ২০১৬ সালে চালু হয়েছিল এই নোট। ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পরে বাজারে আনা হয়েছিল এই নোট। এর সঙ্গে ২০০, ৫০, ১০, ২০ ও 500 টাকার নতুন নোটও প্রকাশ করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। এখন যেহেতু এই নোটগুলির প্রাপ্যতা বেড়েছে, সরকার বাজার থেকে ২০০০ টাকার নোট সরানোর সিদ্ধান্ত নিয়েছে।
RBI : আমানতের উপর কী প্রভাব পড়বে
বিশেষজ্ঞদের মতে, ২০০০ টাকার নোট তুলে নিলে আমানতের সুদের হার বৃদ্ধি সহজ হবে। ব্যাঙ্কগুলির ক্ষেত্রে আমানত আরও কিছুটা বাড়তে পারে। এতে আমানতের হার বৃদ্ধির ওপর চাপ কমবে। এই কারণে কম মেয়াদে জমা টাকার ওপর সুদের হারও কমতে পারে। দেশে ৫ মে ২০২৩ মোট 'আউটস্ট্যান্ডিং ব্যাঙ্ক ডিপোজিট' ছিল ১৮৪.৩৫ লক্ষ কোটি টাকার বেশি। ২০২৩ অর্থবর্ষে আমানত বৃদ্ধির হার ৯.৭ শতাংশ থেকে ১০.৪ শতাংশে এসে দাঁড়িয়েছে। মনে করা হচ্ছে, ২০০০ টাকার নোট প্রত্যাহার করা হলে ব্যাঙ্কে জমার গতি বাড়বে বলে আশা করা হচ্ছে।
RBI On 2000 Rupees Note: কোনও সীমাবদ্ধতা নেই
আরবিআই জানিয়েছে, প্রথমে ব্যাঙ্কে টাকা জমা করা হবে। এই প্রক্রিয়ায় কোনও ধরনের জটিলতা বা সীমাবদ্ধতা নেই। আরবিআই জানিয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০০০ টাকার নোট জমা করে, কেউ অন্য টাকা নিতে পারেন।
2000 Rupees Note: ২০০০ টাকার ছাপা বন্ধ হয়ে যায়
২০১৮ সালে ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ হয়ে যায়। RBI-এর এই সিদ্ধান্তের পরে নোটগুলি এখন বন্ধ করা হবে। আরবিআই জানিয়েছে, ২০১৭ সালের মার্চের আগে ২০০০ টাকার নোট বাজারে প্রায় ৮৯ শতাংশ ছাড়া হয়েছিল ৪ থেকে ৫ বছরের মধ্যে যা এখন শেষ হওয়ার পথে।
আরও পড়ুন : RS 2000 Note: ২০০০ টাকার নোট ফেরত নিতে চাইছে না ব্যাঙ্ক? কী করবেন জেনে নিন