RBI MPC Meeting: EMI-এর বোঝা কমবে এবার ? রেপো রেট কমাতে চলেছেন RBI-এর নতুন গভর্নর ?
RBI Repo Rate: ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকেই রিজার্ভ ব্যাঙ্ক তাদের রেপো রেট ৬.৫ শতাংশেই অপরিবর্তিত রেখেছিল। এবারের মুদ্রানীতির বৈঠকে কি কমবে সুদের হার ?

Repo Rate: এই সপ্তাহে শুক্রবারেই রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতির বৈঠক রয়েছে। গভর্নর বদলে গিয়েছেন কেন্দ্রীয় ব্যাঙ্কে। শক্তিকান্ত দাসের বদলে এখন রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর সঞ্জয় মলহোত্রা। তার আমলে প্রথম মুদ্রানীতির বৈঠকে কি কমবে রেপো রেট ? ইএমআই-এর বোঝা কি খানিক কমবে ? আশা করা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট (Repo Rate) কমাতে পারে। দুই বছর ধরে একই রাখা হয়েছে এই রেপো রেট, এবারে খানিক বদল (RBI MPC Meeting) আসতে পারে বলেই অনুমান করছেন বিশেষজ্ঞরা। বাজারে কনসাম্পশন বাড়ানোর লক্ষ্যে এই রেপো রেট কমানো হতে পারে, তবে ডলারের তুলনায় টাকার দাম অনেক পড়ে যাওয়ায় তা নিয়েও চিন্তা উদ্বেগ রয়েছে।
বছরের বেশিরভাগ সময় খুচরো মুদ্রাস্ফীতি রিজার্ভ ব্যাঙ্কের কমফর্ট জোনের মধ্যে থাকা অবস্থায় বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন যে কেন্দ্রীয় ব্যাঙ্ক এবার সমৃদ্ধিকে সহায়তা করবে, যা আগের কনসাম্পশন হ্রাসের কারণে খানিক কমে গিয়েছিল। খুচরো মুদ্রাস্ফীতি থেকে ৬ শতাংশের কম। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকেই রিজার্ভ ব্যাঙ্ক তাদের রেপো রেট ৬.৫ শতাংশেই অপরিবর্তিত রেখেছিল। কোভিড চলাকালীন ২০২০ সালের মে মাসে শেষবার এই সুদের হার কমানো হয়, তারপর থেকে ধীরে ধীরে সুদের হার বাড়তে বাড়তে এই স্তরে এসেছে।
আজ বুধবার থেকেই শুরু হয়েছে মুদ্রানীতির বৈঠক। এই বৈঠকে সভাপতিত্ব করছেন রিজার্ভ ব্যাঙ্কের সদ্য নির্বাচিত গভর্নর সঞ্জয় মলহোত্রা। আগামী ৭ ফেব্রুয়ারি শুক্রবার কমিটির সিদ্ধান্ত জানানো হবে। ব্যাঙ্কবাজারের সিইও অদিল শেট্টি জানিয়েছেন, 'বিগত ১১টি ক্রমিক সাইকেল ধরে আরবিআই তাদের রেপো রেট অপরিবর্তিত রেখেছে ৬.৫ শতাংশে। তবে এবারের বাজেটের পরে আশা জাগছে যে এবারে হয়ত এই রেপো রেট ২৫ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমতে পারে। এর ফলে মধ্যবিত্ত ঋণগ্রহীতাদের অনেক উপকার হবে বলেই মনে করছেন সকলে। হোম লোনের ইএমআইয়ের চাপ কমবে মানুষের। এছাড়াও মার্কিনি ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কও সুদের হার ৫০ বেসিস পয়েন্ট কমিয়েছে, যে কারণে আরও আশা জাগছে রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট কমানোর ব্যাপারে।'
এর আগে ২৭ জানুয়ারি রিজার্ভ ব্যাঙ্ক ঘোষণা করেছিল যে এই বছর ১.৫ লক্ষ কোটি টাকা ব্যাঙ্কগুলিকে দেওয়া হবে লিকুইডিটি মূল্য বাড়ানোর জন্য। এটিও রেপো রেট কমানোর জন্য ইঙ্গিত দিচ্ছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
