SEBI: আদানিকাণ্ডের প্রভাব ! কোম্পানি সম্পর্কে গুজব ছড়ালে ১২ ঘণ্টার মধ্যে জবাব দিতে হবে, বাজারে নতুন নিয়ম
Stock Market: স্টক মার্কেটে স্বচ্ছতা আনতে নতুন নির্দেশ দিল সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)। এবার থেকে কোনও কোম্পানির বিরুদ্ধে গুজব রটলে অবিলম্বে তার স্পষ্টীকরণ দিতে হবে ।
Stock Market: স্টক মার্কেটে স্বচ্ছতা আনতে নতুন নির্দেশ দিল সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)। এবার থেকে কোনও কোম্পানির বিরুদ্ধে গুজব রটলে অবিলম্বে তার স্পষ্টীকরণ দিতে হবে বাজার নিয়ন্ত্রক সংস্থাকে। সভা ডেকে ১২ ঘণ্টার মধ্যে খবরের সত্যতা সম্পর্কে সাফাই দিতে হবে সেবিকে। নির্দিষ্ট দিন থেকেই কার্যকর হবে এই নিয়ম।
SEBI: কী বলেছে সেবি ?
সেবির তরফে জানানো হয়েছে, ইন্ডিয়ান শেয়ার মার্কেটে তালিকাভুক্ত শীর্ষ ১০০টি কোম্পানিকে ১ অক্টোবর ২০২৩ থেকে মানতে হবে এই নিয়ম। এই ধরনের কোম্পানি সম্পর্কে কোনও খবর প্রকাশিত হলে ১২ ঘণ্টার মধ্যে স্টক এক্সচেঞ্জকে জানাতে হবে। মূলত, বাজারে আরও স্বচ্ছতা আনতে ও সময়সীমার মধ্যে যেকোনও ঘটনা প্রকাশ্যে আনতে SEBI এই নির্দেশ দিয়েছে।
Share Market: SEBI বলেছে যে এই নিয়মটি ১ অক্টোবর ২০২৩ থেকে স্টক মার্কেটে বাজার মূলধনের ক্ষেত্রে তালিকাভুক্ত শীর্ষ ১০০ কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে। ১ এপ্রিল ২০২৪ থেকে এই নিয়মটি শীর্ষ ২৫০ কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখানেই শেষ নয়,SEBI আরও বলেছে, কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকের ৩০ মিনিটের মধ্যে বোর্ড মিটিং থেকে উদ্ভূত বিষয়বস্তু এক্সচেঞ্জকে জানাতে হবে। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বক্তব্য রাখেন সেবি প্রধান মাধবী পুরী চুগ।
Stock Market: আসলে একটি বাজারে তালিকাভুক্ত কোম্পানি সম্পর্কে গুজব বাজারে এলে ভয় পেয়ে যান বিনিয়োগকারীরা। অনেক ক্ষেত্রে কোম্পানির সেই খবর সম্পর্কে স্পষ্টীকরণ দিতে এক বা দুই দিন সময় লেগে যায়। এই মাঝের সময়তেই ওই কোম্পানির শেয়ারে ব্যাপক ওঠানামা দেখা যায়। যার ফলে অনেক ক্ষেত্রে বিপুল ক্ষতির মুখোমুখি হন গ্রাহকরা।
Share Market Update: মঙ্গলবারের পতন ভুলে ঘুরে দাঁড়াল ভারতের শেয়ার বাজার। বুধবারের ট্রেডিং সেশনে দারুণ গতি দেখাল ইন্ডিয়ান শেয়ার মার্কেট। ব্যাঙ্কিং, আইটি খাতের শেয়ারে বিনিয়োগের কারণে বাজারে আজ এই উচ্ছ্বাস দেখা গেছে। আজকের লেনদেন শেষে, BSE সেনসেক্স 346 পয়েন্টের লাফ দিয়ে 57,960-তে বন্ধ হয়েছে। সেখানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 129 পয়েন্ট বৃদ্ধির সঙ্গে 17,000 পয়েন্টে অতিক্রম করেছে। দিনের শেষে নিফটি 50 17,080 পয়েন্টে বন্ধ হয়েছে। যা দেখে এখন ভরসা পাচ্ছেন বিনিয়োগকারীরা।
আরও পড়ুন : Aadhaar Pan Link: আধার প্যান লিঙ্ক না করলে আটকে যাবে এই ১০টি কাজ