Stock Market Fraud: বড়সড় জালিয়াতির দায়ে শেয়ার বাজারে নিষিদ্ধ আরশাদ ওয়ারসি ! মোটা জরিমানা আরোপ সেবির
SEBI Ban on Arshad Warsi: আরশাদ ওয়ারসি ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে শেয়ার বাজারের বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে আয় করার অভিযোগ উঠেছে।

SEBI Ban on Arshad Warsi: ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি বলিউড অভিনেতা আরশাদ ওয়ারসি, তাঁর স্ত্রী মারিয়া গেরেত্তি সহ আরও ৫৭টি সংস্থাকে ১ থেকে ৫ বছরের জন্য সিকিউরিটিজ বাজার থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এছাড়াও জানা গিয়েছে এই সংস্থাগুলির (Stock Market Fraud) ইউটিউব চ্যানেলগুলির মাধ্যমে সাধনা ব্রডকাস্ট সংস্থার (SEBI Ban) শেয়ার কেনার পরামর্শ দেওয়া হয়েছিল। আর এই জালিয়াতির অভিযোগেই নিষিদ্ধ হয়েছেন বলিউড অভিনেতা আরশাদ ওয়ারসি।
অবৈধ উপায়ে টাকা উপার্জন করেছেন আরশাদ ও তাঁর স্ত্রী
আরশাদ ওয়ারসি ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে শেয়ার বাজারের বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে আয় করার অভিযোগ উঠেছে। সেবির তদন্তে দেখা গিয়েছে এই স্কিম থেকে আরশাদ ওয়ারসি ৪১.৭০ লক্ষ টাকা এবং তাঁর স্ত্রী ৫০.৩৫ লক্ষ টাকা লাভ করেছেন। আর এই কারণে তাদের দুজনকেই সেবি ৫ লক্ষ টাকা করে জরিমানা আরোপ করেছেন।
সেবি সাধনা ব্রডকাস্টের মালিক সহ আরও ৫৭টি সংস্থার উপরে ৫ লক্ষ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানা আরোপ করেছে। সাধনা ব্রডকাস্টের বর্তমান নাম ক্রিস্টাল বিজনেস সিস্টেম লিমিটেড। সেবির বয়ান অনুসারে এই সমস্ত সংস্থা একত্রে ৫৮.০১ কোটি টাকা অবৈধভাবে আয় করেছে। তাই এখন ১২ শতাংশ হারে সুদ সহ সমস্ত টাকা ফেরত দিতে হবে তাদের, জানিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া।
এই ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড কে ?
সেবির তদন্তে জানা গিয়েছে যে এই সমগ্র অভিযানের মূল পরিকল্পনাকারী হলেন গৌরব গুপ্তা, রাকেশ কুমার গুপ্তা, মণীশ মিশ্র। সেবির ১০৯ পাতার একটি প্রতিবেদনে আরও বলা হয় যে সাধনা ব্রডকাস্ট লিমিটেডের রেজিস্ট্রারের পরিচালক সুভাষ আগরওয়াল, মনীশ মিশ্র ও অন্যান্য মালিকদের মধ্যে মধ্যস্থতার ভূমিকা পালন করছিলেন। সেবি স্পষ্ট জানিয়েছে যে শেয়ার বাজারে মানুষদের বিভ্রান্ত করতে এই পরিকল্পনা করা হয়েছিল। দুই ধাপে এই ষড়যন্ত্র করা হয়েছিল। প্রথমে মালিকদের সঙ্গে যুক্ত বিনিয়োগকারীদের মধ্যে লেনদেন হতে থাকে। শেয়ারের লিকুইডিটি কম হওয়ার পরেও শেয়ারের দাম বেড়ে যায়। তারপর মানিওয়াইজ, দ্য অ্যাডভাইজর, প্রফিট যাত্রা ইত্যাদি ইউটিউব চ্যানেলের মাধ্যমে মণীশ মিশ্র তাদের স্কিমের প্রোমোশনাল ভিডিয়ো চালাতেন। এর মাধ্যমেই সাধনা ব্রডকাস্টের শেয়ারে বিনিয়োগের পরামর্শ দেওয়া হত বিনিয়োগকারীদের। সেবির রিপোর্ট অনুসারে এই স্কিমের কারণে বিনিয়োগকারীদের ৫০ কোটিরও বেশি লোকসান হয়েছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)






















