Pension Plan: এই চার সরকারি পেনশন স্কিমে দারুণ লাভ,পেতে পারেন ১০ শতাংশ রিটার্ন
Investment Plan: অবসরের কথা মাথায় রেখে অবশ্যই ভরসা রাখতে পারেন এই চার সরকারি স্কিমে। এখানে সরকারি সুরক্ষার পাশাপাশি রয়েছে নিশ্চিত রিটার্নের সুযোগ।
Investment Plan: অবসরের কথা মাথায় রেখে অবশ্যই ভরসা রাখতে পারেন এই চার সরকারি স্কিমে। এখানে সরকারি সুরক্ষার পাশাপাশি রয়েছে নিশ্চিত রিটার্নের সুযোগ। জেনে নিন, কোন কোন সরকারি পেনশন প্রকল্প রয়েছে তালিকায়।
Pension Plan: এককালীন টাকার পাশাপাশি মাসিক আয়ের সুবিধা
অবসর নেওয়ার পর মাসিক আয়ের পাশাপাশি এককালীন বড় তহবিলের সুবিধা পেতে পারেন এই স্কিমগুলিতে। এই যোজনায় বিনিয়োগ করে বেশি রিটার্নের সঙ্গে আয়কর ছাড়ের সুবিধাও নিতে পারবেন আপনি।
Senior Citizen Savings Scheme: সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম
যাদের বয়স ৬০ বছর বা তার বেশি তারা এই স্কিমের সুবিধা নিতে পারেন। ৫৫ থেকে ৬০ বছর বয়সী ব্যক্তিরাও এই স্কিমের সুবিধা নিতে পারেন। এই স্কিমে ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। আয়করের ধারা 80C এর অধীনে কর সুবিধা দেওয়া হয়। এটি স্বল্প সঞ্চয় প্রকল্পের অধীনে পরিচালিত হয়।
National Pension System: জাতীয় পেনশন প্রকল্প
আপনি এই স্কিমে নিয়মিত বিনিয়োগ করতে পারেন। অবসর গ্রহণের পরে কর্মচারীরা এই স্কিম থেকে টাকা তুলতে পারেন। অবশিষ্ট অর্থ বড় তহবিলে বিনিয়োগ করতে পারেন। পরে আপনাকে মাসিক পেনশন দেওয়া হবে। এটি একটি বাজারের সঙ্গে জড়িত পরিকল্পনা। এর গড় বার্ষিক রিটার্ন ৮ থেকে ১০ শতাংশ। পাঁচ বছর মেয়াদপূর্তির পর এখান থেকে টাকা তোলা যাবে।
প্রধানমন্ত্রী বয়ঃ বন্দনা যোজনা
এই প্রকল্পের অধীনে পেনশনের সঙ্গে বিমার সুবিধাও পাওয়া যায়। প্রবীণ নাগরিকরা LIC-র অধীনে এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। এতে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে। এই স্কিমে বিনিয়োগের শেষ সময় ৩১ মার্চ ২০২৩। এতে ১০ বছরের জন্য ৭.৪ শতাংশ বার্ষিক সুদ দেওয়া হয়।
Atal Pension Yojna: অটল পেনশন প্রকল্প
অটল পেনশন যোজনা হল মোদি সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। যাতে প্রতি মাসে 1000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত দেওয়া হয়। যদি স্বামী- স্ত্রী উভয়েই এই স্কিমের জন্য আবেদন করেন, তবে তারা মাসে 10,000 টাকার সুবিধা পাবেন। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি বলছে, স্বামী-স্ত্রী উভয়েই এই স্কিমের অধীনে 5000 টাকা পেনশনের জন্য আবেদন করতে পারেন। lতাহলে আর দেরি কেন !
আরও পড়ুন : Voter ID Card: বাড়িতে বসেই ভোটার আইডির ছবি বদলান, অনলাইনে এভাবে সম্পূর্ণ করুন প্রক্রিয়া