Skoda Slavia Sedan: দুর্দান্ত লুকে নজর কাড়ছে স্কোডা স্লাভিয়া, দেখে নিন Rapid-এর থেকে কোথায় আলাদা এই গাড়ি
New Skoda Slavia: স্কোডার (Skoda)সেডানগুলির ভারতে একটি ইতিহাস রয়েছে৷ দেশে অক্টাভিয়ার (Skoda Octavia) সাথে তার যাত্রা শুরু করেছিল কোম্পানি। যা থেকে দুর্দান্ত সাফল্য এসেছিল।
নয়াদিল্লি: SUV-এর নন-স্টপ লঞ্চের পর অবশেষে সেডান এনেছে স্কোডা। স্লাভিয়ার (Skoda Slavia) আগমন ভারতের গাড়ি বাজারে অবশ্যই তাজা বাতাসের মতো। দেশের বর্তমান কার্ মার্কেট বলছে, সেডানগুলির এখনও চাহিদা রয়েছে। যদিও গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলি সেডানের জন্য কঠোর পরিশ্রম করতে আগ্রহী নয়৷
New Skoda Slavia: স্কোডার (Skoda)সেডানগুলির ভারতে একটি ইতিহাস রয়েছে৷ দেশে অক্টাভিয়ার (Skoda Octavia) সাথে তার যাত্রা শুরু করেছিল কোম্পানি। যা থেকে দুর্দান্ত সাফল্য এসেছিল। এবার স্লাফিয়া তৈরি হয়েছে MQB-A0-IN প্লাটফর্মে। যা গাড়ি বাজারে আগের থেকে আরও বেশি গুরুত্ব বহন করে। আয়তন বলছে, স্লাভিয়া একটি সি-সেগমেন্টের মাঝারি সেডান। এটি আগামী বছরের শুরুতে বাজারে আসবে। আমরা সম্প্রতি নতুন সেডানটির ফার্সট লুক আপনাদের সামনে আনতে পেরেছি। জেনে নিনি সেডানের খুঁটিনাটি।
Skoda Slavia Exteriors: বাইরে থেকে কেমন দেখতে ?
আপনি এই সেডান প্রথমে দেখলে স্লাভিয়াকে অনেকটা ডি-সেগমেন্ট সেডানের মতো দেখাবে। সেই কারণে একে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বড় দেখায়। ক্লাসিক স্কোডা স্টাইলিং দেওয়ায় এতে প্রিমিয়াম সেডান লুক রয়েছে৷ এটি একটি জমকালো সেডান যা আমরা অক্টাভিয়া ও সুপার্বের মতো অন্যান্য স্কোডা সেডানে আগে দেখেছি। এর দৈর্ঘ্য 4,541 এমএম ও চওড়ায় গাড়ি 1,752 এমএম। নতুন ডিজাইনের হেক্সাগোনাল ক্রোম গ্রিল সহ ডিজাইনটি গাড়িকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সামনে ক্রোমপ্লেট না থাকায় ও বনেট স্লিম হওয়ায় হেডল্যাম্পের সঙ্গে দারুণ মানিয়েছে। অবশ্যই এতে বর্তমান প্রজন্মের গাড়িগুলির এলইডি ডিআরএল দেওয়া হয়েছে।
Skoda Slavia look: তবে বাম্পারের নিচে গাড়িতে একটি মার্জিত চেহারার জন্য সুন্দর লুক দিয়েছে কোম্পানি। এর টপ-এন্ড সংস্করণে 16-ইঞ্চি অ্যালয় হুইল সহ দেখতে পাওয়া যায়। পিছনের দিকেও সি-শেপ টেইল ল্যাম্প সহ একটি দারুণ শেপ দেওয়া হয়েছে গাড়িতে। গাড়ি নীল রঙে দারুণ দেখাচ্ছে। তবে এতে পাঁচটি রঙের অপশন রয়েছে। এই গাড়ির বড় ইউএসপি হল চমৎকার বিল্ড কোয়ালিটি ও পেইন্ট ফিনিশ। যা এই গাড়িকে আরও দামী বিলাসবহুল গাড়ির মতো লুক দিয়েছে।
Skoda Slavia Interiors : ভিতরে কেমন স্লাভিয়া ?
বাইরের ডিজাইন আমাদের মুগ্ধ করার পাশাপাশি ভিতরেও রয়েছে প্রিমিয়াম টাচ। এই সেডান আপনাকে কিছুটা হলেও অক্টাভিয়ার অনুভূতি দেবে। ডুয়াল-টোন কালার স্কিম ব্যবহার করা হয়েছে ড্যাশবোর্ডে। সেই রঙের ছোঁয়া দেখা যাবে এসি ভেন্টগুলিতেও। এই গাড়ির কেবিনে বসে আপনার দামী গাড়ি মনে হবে। যেখানে টু-স্পোক স্টিয়ারিং হুইল ও নর্ল্ড সুইচগিয়ার পাবেন। সঙ্গে রয়েছে একটি বড় 10-ইঞ্চি টাচস্ক্রিন। পাশাপাশি পাবেন ক্লিন কনসোল-সহ এয়ারি কেবিন। ফিচারের দিক দিয়ে আপনি গাড়িতে পাবেন লেদার টাচ।
গাড়িতে রয়েছে ইলেকট্রনিক সানরুফ, ভেন্টিলেটেড সিটস, ক্লাইমেট কন্ট্রোল, একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ওয়্যারলেস চার্জিং, অটো-ডিমিং রিয়ারভিউ মিরর, ছয়টি এয়ারব্যাগ, ইউএসবি-টাইপ সি পোর্ট, মাল্টি-কলিশন ব্রেক ও একটি রিয়ারভিউ সেন্সর-সহ ক্যামেরা। স্কোডা স্লাভিয়াকেও দিয়েছে, তার ক্লাসের দীর্ঘতম হুইলবেস 2,651 এমএম। যা একটি প্রশস্ত কেবিন দেবে আপনাকে। পিছনের আসনগুলি লেগরুমের দিক থেকে ডিসেন্ট ও আসনগুলি যথেষ্ট আরামদায়ক। গাড়িতে পাবেন 521 লিটারের বুট।
New Skoda Slavia Engines : গাড়ি ইঞ্জিনে কত ক্ষমতা ?
স্লাভিয়া লঞ্চ থেকেই দুটি টার্বো পেট্রোল ইঞ্জিনের লাইন আপ নিয়ে আত্মপ্রকাশ করবে। ইঞ্জিন অপশনের ক্ষেত্রে কুশাকের মতোই 115hp সহ 1.0-লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন ছাড়াও থাকবে বড় 1.5-লিটার TSI ইঞ্জিন। যা 150hp ও 250Nm টর্ক দেবে বলে দাবি করছে কোম্পানি। 1.0 লিটারের ইঞ্জিনে থাকছে 6-স্পিড ম্যানুয়াল বা 6-স্পিড টর্ক কনভার্টার। পাশাপাশি 1.5l TSI তে 7-স্পিড DSG এর সাথে একটি 6-স্পিড ম্যানুয়াল স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টেই পাওয়া যাবে। একটি স্টার্ট/স্টপ সিস্টেমও রয়েছে যেখানে 1.5 টিএসআই জ্বালানি বাঁচাতে একটি সিলিন্ডার শাট ডাউন ফাংশন দিয়েছে।
আরও পড়ুন : Top upcoming bikes: ২০২২-এ ধামাকা করতে আসছে এই পাঁচ বাইক, রয়্যাল এনফিল্ডের সঙ্গে থাকছে ইয়েজদি
আরও পড়ুন : Volkswagen Tiguan Facelift আসছে ডিসেম্বরেই, জেনে নিন নতুন কী আছে গাড়িতে ?