Stock Market: সপ্তাহের শুরুতেই দুর্বল বাজার, রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতির অপেক্ষা
Stock Market Opening: RBI -এর আর্থিক নীতি ঘোষণার আগে ফের ভয়ের আবহে ভারতের শেয়ার বাজারে। সঙ্গে প্রভাব ফেলেছে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম।
Stock Market Opening: RBI -এর আর্থিক নীতি ঘোষণার আগে ফের ভয়ের আবহে ভারতের শেয়ার বাজারে। সঙ্গে প্রভাব ফেলেছে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম। সেই কারণে সোমবার সপ্তাহের শুরুতেই লালে ট্রেড শুরু করেছে নিফটি , সেনসেক্স।
Share Market Update: কোন দিশায় বাজার ?
এদিন সপ্তাহের প্রথম ট্রেডিং দিনে, উভয় সূচকে প্রফিট বুকিং শুরু করে। সেনসেক্স 92.47 পয়েন্ট বা 0. 17 percent শতাংশ কমে 55,676.76 স্তরে লেনদেন শুরু করে। সেখানে নিফটির সূচক 16.85 পয়েন্টের সামান্য হ্রাসের সাথে 16,567.45 এর স্তরে লেনদেন করছে।বিশ্ব বাজারের দিকে তাকালে দেখা যাবে , এসজিএক্স নিফটি আজকের ট্রেডিংয়ের সময় প্রায় 100 পয়েন্ট নেমে গিয়েছে। একই সময়ে, এশিয়ার বাজারগুলিও পতনের সাক্ষী থেকেছে। এর বাইরে, ডাও জোন্স 300 পয়েন্ট স্লিপ করে বন্ধ হয়েছে। একই অবস্থা দেখা গিয়েছে ন্যাসডাকেও।
Stock Market Opening: প্রি-ওপেনিং-এ বাজারে কমেছে
সোমবার প্রি-ওপেনিং সেশনে সেল-অফ দেখে বাজার। এক সময় ২.৭৮ শতাংশ কমতে দেখা গিয়েছে নিফটি। পরে অবশ্য সেটল ডাউনের পথে হাঁটে সূচক। এদিন প্রি-ওপেনিং সেশনের সময় নিফটিকে 16,584.30 স্তরে দেখা গিয়েছে। এর বাইরে, 55,610.64 স্তরে 158.59 পয়েন্ট কমেছে সেনসেক্স।
Share Market Update: কোন সেক্টরগুলো কমেছে ?
সেক্টরাল সূচকের কথা বললে, তাদের মধ্যে মিশ্র ব্যবসা দেখা যাচ্ছে। নিফটি ব্যাঙ্ক, অটো, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, প্রাইভেট ব্যাঙ্ক ও হেলথ কেয়ার সেক্টরে কেনাকাটি দেখা যাচ্ছে। কনজিউমার ডিউরেবলস, রিয়েলিটি, পিএসইউ ব্যাঙ্ক, ফার্মা, মেটাল, মিডিয়া, আইটি ও এফএমসিজি সেক্টরে পতন দেখা গিয়েছে।
Stock Market Opening: 6টি শেয়ারে পতন
এদিন সেনসেক্সের শীর্ষ 30 টি স্টক সম্পর্কে কথা বললে, 6 টি স্টক হ্রাস পেয়েছে। এ ছাড়াও, আজ আইটি সেক্টরে একটি বড় বিক্রি হয়েছে। এ ছাড়া এমএন্ডএম, অ্যাক্সিস ব্যাঙ্ক, সান ফার্মা, ড. রেড্ডি, ইন্ডাস ইন্ড ব্যাঙ্ক ও মারুতির শেয়ারে ক্রয় বেড়েছে।
Share Market Update: কোন শেয়ার বিক্রি হচ্ছে ?
এদিন টেক মাহিন্দ্রা, উইপ্রো, টাটা স্টিল, বাজাজ ফিনসার্ভ, এশিয়ান পেইন্ট, এইচইউএল, ইনফোসিস, টাইটান, টিসিএস, এইচসিএল টেক, এসবিআই ছাড়াও অনেক স্টকে পতন দেখা গিয়েছে।
আরও পড়ুন : RBI MPC Meet: চিন্তা বাড়াচ্ছে রিজার্ভ ব্যাঙ্কের বৈঠক, কী কী সিদ্ধান্ত নিতে পারে RBI ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)