Stocks to Buy: সপ্তাহের শুরুতে কেমন গতি বাজারে? আজ কোন স্টকে নজর?
Stock Market Live Update: বৃহস্পতিবার শেষ খুলেছিল বাজার। তারপর টানা ৩ দিন বন্ধ। লোকসভা ভোট দোরগোড়ায়, এখন কেমন থাকবে ভারতীয় শেয়ার মার্কেটের ছবি?
কলকাতা: বিশ্ববাজারে থমকে, আমেরিকার ফেড রেট (US Fed Rate) কমানো হতে পারে এই ভাবনায় এখনই বিনিয়োগের (Investment in Share Market)) ঝুঁকি নিচ্ছে না কেউ। এই পরিস্থিতিতেও ভারতীয় শেয়ার বাজারে (Indian Stock Market) খুব চাপের ছবি দেখা যায়নি বৃহস্পতিবার পর্যন্ত। মোটামুটি রেঞ্জের মধ্যেই ছিল ভারতের শেয়ার বাজার। গত সপ্তাহে বৃহস্পতিবার শেষ বাজার খুলেছিল। সেদিন নিফটি ৫০ (Nifty 50 index) সূচকে ১৯ পয়েন্ট বেড়েছিল, ওই সূচক বন্ধ হয়েছিল ২২৪৯৩ পয়েন্টে। অন্যদিকে BSE Sensex উঠেছিল ৩৩ পয়েন্ট, শেষ করেছিল ৭৪১১৯ পয়েন্টে। বৃহস্পতিবারের বাজারে ব্যাঙ্ক নিফটি (Bank Nifty) অবশ্য নীচের দিকে ছিল। ১২৯ পয়েন্ট নেমে শেষ করেছিল ৪৭৮৬৫ পয়েন্টে। সামগ্রিক বাজারে এমন চিত্র ছিল যে স্টক কেনার দিকেই ঝোঁক ছিল বলে মনে করা হচ্ছে। সেদিন স্মল-ক্যাপ (Small Cap Index) সূচক বেড়েছিল ০.৭০ শতাংশ, মিড-ক্যাপ ইনডেক্স (Mid Cap Index) বেড়েছিল ০.৩৯ শতাংশ।
সোমবার কেমন থাকবে বাজার?
বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন নিফটি ৫০ সূচক সপ্তাহের প্রথম দিনে ফের উঠতে পারে। কারণ বৃহস্পতিবার রেকর্ড উচ্চতা ছুঁয়েছিল ওই সূচক। টাটা গ্রুপে (Tata Group Stock) স্টক কেনার হিড়িক থাকলে নিফটি ৫০ সূচক আরও বাড়তে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। সেক্ষেত্রে নিফটি ২২৮০০- থেকে ২৩০০০ পয়েন্টের স্তরে না যাওয়া পর্যন্ত এই গতি থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ।
বিশেষজ্ঞদের একাংশের ধারণা এই বাকি সব ঠিক থাকলে এই সপ্তাহে বিএসই Sensex-এর সাপোর্ট থাকবে ৭৩০০০ স্তরে, রেজিস্ট্যান্স থাকবে ৭৫২০০ স্তরে। নিফটি ৫০-এর ক্ষেত্রে সাপোর্ট (Support zone for Nifty 50) থাকবে ২২০০০ স্তরে, রেজিস্ট্যান্স থাকবে ২৩০০০ পয়েন্টের স্তরে। ব্যাঙ্ক নিফটি এই সপ্তাহে থাকতে পারে ৪৬৫০০ থেকে ৪৯০০০ রেঞ্জের মধ্যে।
সোমবার কোন কোন স্টকে নজর?
১. PVR: কেনা ১৪১৫ টাকা, টার্গেট ১৫০০ টাকা, স্টপ লস ১৩৬০ টাকা
২. HDFC Life Insurance: কেনা ৬২২ টাকা, টার্গেট ৬৬০ টাকা, স্টপ লস ৬০০ টাকা
৩. ITC: কেনা ৪১৩ টাকা, টার্গেট ৪৪০ টাকা, স্টপ লস ৩৯৮ টাকা
৪. Chambal Fertilisers: কেনা ৩৭২.৭৫ টাকা, টার্গেট ৪০০ টাকা, স্টপ লস ৩৫০ টাকা
৫. BEL: কেনা ২১৫.৪০ টাকা, টার্গেট ২৩৪ টাকা, স্টপ লস ২০৫ টাকা
৬. HUL: কেনা ২৪১৯.৫৫ টাকা, টার্গেট ২৫৭৫ টাকা, স্টপ লস ২৩৫০ টাকা
(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় )
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আপনার কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কে হলেন? পুরনো নেতা না কি নতুন মুখ?