Tata Communications : টাটা কমিউনিকেশনসকে ৭৮০০ কোটি টাকার নোটিশ, ধস নামবে শেয়ারে ?
Telecom Department : একটি নোটে জানানো হয়েছে , ২০০৫-০৬ থেকে ২০২৩-২৪ সাল পর্যন্ত এজিআরের জন্য টেলিযোগাযোগ বিভাগ এই দাবি করেছে।

Telecom Department : টাটা কমিউনিকেশনসের শেয়ার থাকলে অবশ্যই জানা উচিত এই বিষয়ে। খবর বলছে, অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ (এজিআর) এর বকেয়া পরিমাণ পরিশোধের কারণে টেলিযোগাযোগ বিভাগ টাটা কমিউনিকেশনসকে প্রায় ৭৮০০ কোটি টাকার নোটিশ পাঠিয়েছে। কোম্পানির পক্ষ থেকেই এই তথ্য দেওয়া হয়েছে। একটি নোটে জানানো হয়েছে , ২০০৫-০৬ থেকে ২০২৩-২৪ সাল পর্যন্ত এজিআরের জন্য টেলিযোগাযোগ বিভাগ এই দাবি করেছে।
টাটা কমিউনিকেশনসকে ৭৮০০ কোটি টাকার নোটিশ
টাটা কমিউনিকেশনস-এর ম্যানেজমেন্ট ডিরেক্টর এ.এস. লক্ষ্মীনারায়ণন বলেন, কোম্পানি ভারতের টেলিযোগাযোগ বিভাগ থেকে ২০০৫-০৬ থেকে ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য ৩০ জুন, ২০২৫ পর্যন্ত মোট ৭,৮২৭.৫৫ কোটি টাকার 'শোকজ কাম ডিমান্ড নোটিশ' পেয়েছে।
টাটা কমিউনিকেশনস আইএলডি (আন্তর্জাতিক দীর্ঘ দূরত্ব), এনএলডি ও আইএসপি লাইসেন্স সম্পর্কিত আপিল দায়ের করেছে। ইতিমধ্যেই যা সুপ্রিম কোর্ট ও টেলিকম ট্রাইব্যুনাল টিডিএসএটিতে বিচারাধীন রয়েছে। লক্ষ্মীনারায়ণন বলেছেন, কোম্পানির আপিলগুলি UASL নামের টেলিকম লাইসেন্স সিস্টেমের অধীনে AGR-এর উপর 24 অক্টোবর, 2019 তারিখে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের আওতায় পড়ে না।
ভারতের আইটি জায়ান্ট টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) তাদের কর্মী সংখ্যার ২% ছাঁটাই করবে বলে শোনা যাচ্ছে । যার ফলে আগামী বছর মাঝারি ও হাই লেভেলের প্রায় ১২,০০০ কর্মী ক্ষতিগ্রস্ত হবেন। সম্প্রতি মানিকন্ট্রোলের সঙ্গে এক সাক্ষাৎকারে কোম্পানির সিইও কে কৃত্তিবাসন এই বিষয়ে জানিয়েছেন।
কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে
কোম্পানির তরফে বলা হয়েছে, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের মধ্যে আইটি জায়ান্টকে আরও চটপটে ও ভবিষ্যতের জন্য প্রস্তুত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২৬ অর্থবর্ষে (এপ্রিল ২০২৫ থেকে মার্চ ২০২৬) পর্যন্ত টিসিএস বিশ্বব্যাপী যেখানে কোম্পানির উপস্থিতি রয়েছে সেখানে এই কর্মী ছাঁটাই করবে।
কেন এই সিদ্ধান্ত, সেই বিষয়ে কোনও লুকোছাপা করেননি সিইও। এই পদক্ষেপের পিছনে যুক্তি জানতে চাইলে টিসিএসের সিইও কে কৃত্তিবাসন মানিকন্ট্রোলকে জানান, এই খাতে কাজের পদ্ধতি পরিবর্তন হচ্ছে। এখন ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার প্রয়োজনীয়তা রয়েছে। তারা এআই ও অপারেটিং মডেল পরিবর্তনের মতো নতুন প্রযুক্তি নিয়ে আসছেন কোম্পানিতে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)






















