Tata Motors: ত্রৈমাসিকের ফল বেরোতেই দাম বাড়ল টাটা মোটরসের শেয়ারের, কিনে রাখবেন ?
Tata Motors Share: টাটা মোটরসের শেয়ার এদিনের বাজারে হু হু করে বাড়ল। প্রায় ৭ শতাংশ বেড়ে ছুঁয়ে ফেলল ৫২ সপ্তাহের সর্বোচ্চ সীমা। আরও কি দাম বাড়বে ?
Tata Motors Share Price: ত্রৈমাসিকের ফল বেরোতেই লাফ শেয়ারের দামে। সোমবারের বাজারে হু হু করে বাড়ল টাটা মোটরসের (Tata Motors) শেয়ারের দাম। এক লাফে ৭ শতাংশ বেড়ে ৫২ সপ্তাহের রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে টাটা মোটরসের শেয়ার। সংস্থার নেট প্রফিটও বেড়ে গিয়েছে দ্বিগুণ হারে। এদিন বাজারে টাটা মোটরসের শেয়ার (Tata Motors Share Price) ৭.১৯ শতাংশ বেড়ে পৌঁছে যায় ৯৪২ টাকার সীমায়, শেয়ারের সর্বোচ্চ দামের উচ্চতায়। এখন কি কিনে রাখবেন এই শেয়ার ?
ত্রৈমাসিকের ফল কী বলছে
২০২৩-২৪ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে সংস্থার পক্ষ থেকে ৭০২৫ কোটি টাকার মুনাফা ঘোষনা করা হয়েছে। একই ত্রৈমাসিকে গত অর্থবর্ষে সংস্থার মুনাফা ছিল ২৯৫৭.৭১ কোটি টাকা অর্থাৎ ১৩৫.৭ শতাংশ বেড়েছে টাটা মোটরসের নেট প্রফিট। এর কারণ হিসেবে দেখা যাচ্ছে, যাত্রীবাহী এবং মালবাহী গাড়ির চাহিদা বৃদ্ধি, গাড়ির দাম বাড়ান এবং পণ্যের আপডেট। সংস্থার ইয়ার-অন-ইয়ার রেভেনিউ ৮৮,৪৮৯ কোটি টাকা থেকে ২৪.৯ শতাংশ বেড়ে হয়েছে ১১০,৫৫৭ কোটি টাকা। অন্যদিকে ব্রিটিশ লাক্সারি কার ইউনিট অর্থাৎ জাগুয়ার ল্যান্ড রোভার থেকে সংস্থার রেভেনিউ ৫৮,৮৬৩ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৭৬,৬৬৫ কোটি টাকা।
ত্রৈমাসিকের ফলাফলে আরও দেখা গিয়েছে যে, ডিসেম্বর ত্রৈমাসিকে কোম্পানির (Tata Motors Share Price) অপারেশনস পারফরম্যান্স ৪২.৫ শতাংশ বেড়ে গিয়েছে। EBTIDA মার্জিনও বেড়েছে ১৭১ বেসিস পয়েন্ট, এখন মার্জিন ১৩.৯৪ শতাংশ।
দাম কি আরও বাড়বে
বিশ্বের ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং সংস্থাগুলির বিশেষজ্ঞদের মতে, টাটা মোটরসের শেয়ারের দাম বাড়তে পারে। কেউ কেউ বলছেন এই শেয়ারের দাম বাড়তে পারে ১১০০ টাকা পর্যন্ত, কোনও সংস্থা আবার বলছে টাটা মোটরসের শেয়ারের দাম বাড়তে পারে ১০১৩ টাকা পর্যন্ত। এই দামের সীমা থেকে আরও ৭-১১ শতাংশ দাম বাড়তে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
গাড়ির দাম বাড়িয়েছে টাটা
রবিবার ২১ জানুয়ারি টাটা মোটরস (Tata Motors) জানিয়েছে, তাদের সমস্ত রেঞ্জের প্যাসেঞ্জার ভেহিকলের দাম বাড়তে চলেছে। ইলেকট্রিক ভেহিকলগুলিরও দাম বেড়েছে ফেব্রুয়ারি মাস থেকেই, এমনটাই জানা গিয়েছে। টাটার পক্ষ থেকে জানানো হয়েছিল, সমস্ত রেঞ্জের গাড়িতে ০.৭ শতাংশ হারে দাম বাড়বে ১ ফেব্রুয়ারি থেকেই। একটি বিজ্ঞপ্তিতে টাটা গোষ্ঠী জানিয়েছে ইনপুট কস্ট বেড়ে যাওয়ার কারণেই দাম বাড়াতে হচ্ছে গাড়ির। টাটার গাড়ির এই দাম বাড়ানো সংস্থার শেয়ারের দাম বাড়ার অন্যতম কারণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: Multibagger Share: ১০ হাজার থেকে ১.৯৪ লাখ ১ বছরেই, কেনা আছে এই মাল্টিব্যাগার শেয়ার ?