TCS News: আজ ধস নামতে পারে টিসিএস-এর শেয়ারে ! হঠাৎ ঘটেছে এই ঘটনা
Tech Share News: গত বছরই দায়িত্ব নিয়েছিলেন কোম্পানির সিইও পদে। পাঁচ বছরের জন্য ছিল ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পদের মেয়াদ।
Tech Share News: গত বছরই দায়িত্ব নিয়েছিলেন কোম্পানির সিইও পদে। পাঁচ বছরের জন্য ছিল ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পদের মেয়াদ। যদিও ১৬ মার্চ আচমকা কোম্পানি থেকে পদত্যাগ করেছেন TCS-এর MD-CEO রাজেশ গোপীনাথন। এই দায়িত্ব সামলাবেন কে কৃত্তিবাসন।
TCS News: হঠাৎ পদত্যাগেই যাবতীয় জল্পনা
দেশের সবচেয়ে বড় আইটি কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিসের এমডি ও সিইও রাজেশ গোপিনাথনের এই পদত্যাগ নিয়ে তৈরি হয়েছে জল্পনা। কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিলেন গোপীনাথন তা নিয়ে উঠছে প্রশ্ন। শেয়ার হোল্ডারদের আশ্বস্ত করতে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে TCS। কোম্পানি জানিয়েছে, রাজেশ গোপিনাথনের পদত্যাগের পর ১৬ মার্চ থেকে TCS কৃত্তিবাসনকে নতুন সিইও হিসেবে নিয়োগ করেছে।
Tech Share News: কে এই নতুন সিইও কৃত্তিবাসন ?
কে কৃত্তিবাসন বর্তমানে কোম্পানির প্রেসিডেন্ট ব্যাঙ্কিং, ফিন্যান্সিয়াল সার্ভিসেস ও ইন্স্যুরেন্স বিজনেস গ্রুপ (BFSI) এর গ্লোবাল হেড। কে কৃত্তিবাসন গত ৩৪ বছর ধরে TCS-এর সঙ্গে যুক্ত। রাজেশ গোপিনাথন ২২ বছর ধরে TCS এর সঙ্গে যুক্ত থাকার পর সিইও পদত্যাগ করেছেন। গত ছয় বছর ধরে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ছিলেন তিনি। আপাতত রাজেশ গোপিনাথন সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিতে থাকবেন।
Tech Share News: কেন হঠাৎ পদত্যাগ, কী বললেন রাজেশ ?
পদত্যাগ নিয়ে ইতিমধ্য়েই মুখ খুলেছেন রাজেশ গোপিনাথন। বিবৃতিতে তিনি বলেছেন, '' TCS এর সঙ্গে ২২ বছরের যাত্রা খুবই উত্তেজনাপূর্ণ ছিল। এন চন্দ্রশেখরণের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও খুবই আনন্দদায়ক। এখন বাজারে কোম্পানির মূলধন ৭০ বিলিয়ন ডলারের বেশি বেড়েছে। ২০২৩ -এ কোম্পানি ধারণা নিয়ে কাজ শুরু করেছে। এটাই ব্যতিক্রমী কিছু করার সঠিক সময়।''
কৃত্তিবাসনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে রাজেশ বলেছেন, ''গত দুই দশক ধরে কৃতির সঙ্গে কাজ করার পরে আমি বিশ্বাস করি, উনি টিসিএসকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে সক্ষম ব্যক্তি। '' সম্প্রতি ভারতের বেশ কয়েকটি প্রযুক্তি কোম্পানিতে সিইও বদল হয়েছে।
সাম্প্রতিক দিনগুলিতে, ইনফোসিস সহ অনেক বড় আইটি সংস্থাগুলির শীর্ষ ব্যবস্থাপনার পদে থাকা ব্যক্তিদের পদত্যাগের ঘটনা সামনে এসেছে।
Mark Zuckerberg: প্রথম দফায় ১১ হাজার। দ্বিতীয় দফায় ১০ হাজার। মেটা'র কর্মী ছাঁটাইয়ের (meta Layoffs) পরিসংখ্যান রীতিমতো আতঙ্ক ধরাচ্ছে। গতবছর অর্থাৎ ২০২২ সালেই ১১ হাজার কর্মী ছাঁটাই করেছিল মেটা (Meta) কর্তৃপক্ষ। সেই সময়েই আরও কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞদের একাংশ। সেই ভাবনাই সত্যি হয়েছে। চলতি বছর ফের ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে মেটা সংস্থা। ইমেলের মাধ্যমে কর্মীদের ছাঁটাইয়ের নোটিস পাঠানো হয়েছে।
সম্প্রতি আবার কর্মীদের কর্মদক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন মেটা'র সিইও মার্ক জুকেরবার্গ। সম্প্রতি তিনি মন্তব্য করেছেন রিমোট ওয়ার্কারদের তুলনায় যাঁরা অফিসে বসে কাজ করেন, তাঁরা অনেক বেশি দক্ষ। এখানে রিমোট ওয়ার্কার বলতে মূলত যাঁরা ওয়ার্ক ফ্রম হোম করেন তাঁদের কথাই বলা হয়েছে। মার্ক জুকেরবার্গের মতে যাঁরা অফিসে বসে কাজ করেন সেই কর্মীদের তুলনায় যাঁরা ওয়ার্ক ফ্রম হোম করছেন তাঁরা কম দক্ষ।
YouTube Fraud: ইউটিউবে টিউটোরিয়াল ভিডিওর নামে চলছে প্রতারণা, খালি হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট