Savings Account Interest Rate: সেভিংস অ্যাকাউন্টেও ৭.৫০ শতাংশ পর্যন্ত সুদ ! কোন ব্যাঙ্কে, কীভাবে পাবেন এই সুযোগ
Bank Account Interest Rate: ২৫ লাখ থেকে ২ কোটি টাকার মধ্যে আমানতের জন্য ৭.৫০ শতাংশ সুদ মিলছে এই ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে। ব্যাঙ্কের নাম আরবিএল ব্যাঙ্ক।
Bank Account Interest Rate: এখনকার দিনে যে কোনও ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে সব থেকে কম সুদের হার মেলে। রাষ্ট্রায়ত্ত হোক বা বেসরকারি ব্যাঙ্ক, ৩.৫ শতাংশ থেকে ৪.৫ শতাংশের মধ্যেই থাকে এই সেভিংস অ্যাকাউন্টে সুদের হার। তবে ব্যাঙ্ক ভেদে এবং আমানতের (Savings Account Interest Rate) পরিমাণ অনুযায়ী এই সুদের হার বদলে যায়। দেশের বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে আরবিএল ব্যাঙ্কে এখন ২ কোটি টাকার কম আমানতের (RBL Bank Interest Rate) ফিক্সড ডিপোজিট ও সেভিংস অ্যাকাউন্টে সুদের হার বদলানো হয়েছে। বিগত ৮ জুন এই হার বদলেছে। আগামী ১ জুলাই থেকেই নতুন সুদের হার কার্যকর হবে। এই ব্যাঙ্কেই সেভিংস অ্যাকাউন্টে আমানতের উপর সর্বোচ্চ ৭.৫০ শতাংশ পর্যন্ত সুদ মিলছে। কীভাবে পাবেন এই অতিরিক্ত সুদ ?
এর আগে আরবিএল ব্যাঙ্কে ১ লাখ টাকার কম আমানতের (Savings Account Interest Rate) জন্য সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ৪.২৫ শতাংশ থেকে কমিয়ে আনা হয়েছে ৩.৭৫ শতাংশে। অন্যান্য সুদের হার একই রাখা হয়েছে। তবে ২৫ লাখ থেকে ২ কোটি টাকার মধ্যে আমানতের জন্য ৭.৫০ শতাংশ সুদ মিলছে এই ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে। দেখে নেওয়া যাক কত টাকার আমানতের উপর কত সুদ মিলবে সেভিংস অ্যাকাউন্টে।
১ লাখ টাকা পর্যন্ত আমানতের উপর সুদ- ৩.৭৫ শতাংশ
১ লাখ থেকে ১০ লাখ পর্যন্ত আমানতের উপর সুদ- ৫.৫০ শতাংশ
১০ লাখ থেকে ২৫ লাখ পর্যন্ত আমানতে সুদ - ৬.০০ শতাংশ
২৫ লাখ থেকে ২ কোটি পর্যন্ত আমানতে সুদ- ৭.৫০ শতাংশ
২ কোটি থেকে ৩ কোটির আমানতে সুদ- ৭.০০ শতাংশ
৩ কোটি থেকে ৭.৫ কোটি পর্যন্ত আমানতে সুদ- ৬.৫ শতাংশ
৭.৫ কোটি থেকে ২৫ কোটি পর্যন্ত আমানতে সুদ- ৬.২৫ শতাংশ
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )
আরও পড়ুন: ICICI Bank: এবার থেকে বিনামূল্যেই পাবেন এই সুবিধা, স্বস্তি ICICI ব্যাঙ্কের গ্রাহকদের