Best Selling Bikes: ভারতে সবথেকে বেশি বিক্রি হয়েছে এই বাইকগুলি, কেন জানেন ?
Cheapest Bike in India: নতুন বাইক কেনার পরিকল্পনা করলে দেখতে পারেন এই বাইকগুলি। নিজেদের গুণমান ও বাস্তবসম্মত দামের কারণে দেশবাসীর পছন্দের বাইক এগুলি।
Cheapest Bike in India: নতুন বাইক কেনার পরিকল্পনা করলে দেখতে পারেন এই বাইকগুলি। নিজেদের গুণমান ও বাস্তবসম্মত দামের কারণে দেশবাসীর পছন্দের বাইক এগুলি। জেনে নিন এই বাইগুলির দাম।
Hero Splendor Plus: এপ্রিলে দেশবাসীর পছন্দের তালিকায় ছিল এই বাইক। এটি সারা দেশে 2,34,085 জন কিনেছেন। এর এক্স-শোরুম প্রাইস 67,030 টাকা। কোম্পানি সম্প্রতি এই বাইকের একটি নতুন ভ্যারিয়েন্ট স্প্লেন্ডার প্লাস এক্সটিইসি চালু করেছে, যার দাম 72900 টাকা। এটি 60 kmpl পর্যন্ত মাইলেজ দেয়। এটি বিক্রির সংখ্যায় দেশের এক নম্বর বাইক।
Honda CB shine: এপ্রিলে সংখ্যাতত্ত্বের বিচারে 1,05,413 জন হোন্ডা সিবি শাইন কিনেছে। এর দাম 75185 টাকা এক্স-শোরুম। এতে 124 সিসি ইঞ্জিন রয়েছে। এটি 55 kmpl পর্যন্ত মাইলেজ দেয়। এর ইঞ্জিন 10.59 bhp শক্তি উৎপন্ন করে। এটি বিক্রির সংখ্যায় দেশের দ্বিতীয় বাইক।
HF Deluxe: এই বাইকের এপ্রিল মাসে কোম্পানি 1,00,601 ইউনিট বিক্রি করেছিল। এরদাম 52,256 টাকা এক্স-শোরুম থেকে শুরু হয়ে 63,754 টাকা পর্যন্ত যায়। এটি একটি 97.2 সিসি ইঞ্জিনে চলে। এটি এক লিটার পেট্রোলে 65 কিমি মাইলেজ দেয়।
Bajaj Pulsar: 2022 সালের এপ্রিলে এই বাইকের 46,040টি ইউনিট বিক্রি করেছে কোম্পানি। 125 সিসি মডেলের জন্য এই বাইকের দাম রাখা হয়েছে 78495 টাকা এক্স-শোরুম। এটি এক লিটার পেট্রোলে 50 কিমি পর্যন্ত যেতে পারে।
Bajaj Platina: বাজাজ সবসময় মাইলেজ বাইক হিসাবে খ্যাত। কোম্পানি এপ্রিল 2022-তে এই বাইকের 35,467টি ইউনিট বিক্রি করেছে। এই তালিকায় এটি পাঁচ নম্বরে রয়েছে। এটি 100 সিসি ও 110 সিসি ইঞ্জিন সহ পাওয়া যায়। 100 সিসি প্লাটিনার দাম শুরু হয় 52,844 টাকা এক্স-শোরুম থেকে। এর মাইলেজ 72 kmpl। পাশাপাশি 110 সিসি প্ল্যাটিনার দাম 64,547 টাকা এক্স-শোরুম। এটি এক লিটার পেট্রোলে 70 কিলোমিটার যায়।
আরও পড়ুন : Electric Ambassador: অ্যাম্বাসাডর আসছে নতুন অবতারে, ভারতে লঞ্চ হবে এই ইলেকট্রিক গাড়ি