UPI: এই নম্বরগুলিতে আর চলবে না UPI, ১ এপ্রিল থেকেই বদলাচ্ছে নিয়ম; আপনিও কি এই তালিকায় ?
UPI Transactions: ব্যাঙ্ক এবং পিএসপিগুলি সাপ্তাহিক ভিত্তিতে নিষ্ক্রিয়, রিঅ্যাসাইনড এবং বন্ধ হয়ে যাওয়া মোবাইল নম্বরগুলি শনাক্ত করে তা ডেটাবেস থেকে সরিয়ে দেবে।

নয়াদিল্লি: আগামী ১ এপ্রিল থেকেই বদলে যাচ্ছে নিয়ম। ইউপিআইতে আসছে বড় বদল। এই ধরনের মোবাইল নম্বরে আর কাজ করবে না ইউপিআই। নিষ্ক্রিয় হয়ে থাকা মোবাইল নম্বর, নতুন করে পাওয়া কোনও মোবাইল নম্বরে আর ইউপিআই (UPI Rule) দিয়ে ডিজিটাল লেনদেন করা যাবে না। এমনটাই জানিয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া।
এই নিয়ন্ত্রক সংস্থার (UPI Payments) পক্ষ থেকে সমস্ত ব্যাঙ্ক এবং পিএসপিগুলিকে আপডেট দেওয়া হয়েছে যাতে তারা প্রতি সপ্তাহে অন্তত একবার করে তাদের মোবাইল নম্বরের রেকর্ডগুলি যাচাই করে নেয় বা আপডেট করে নেয়। এমএনআরএল ব্যবহার করে দেখে নিতে হবে যে কোনও মোবাইল নম্বর (Mobile Number) নিষ্ক্রিয় হয়ে আছে কিনা, তাহলে সেই নম্বর থেকে ইউপিআই সংযোগ বন্ধ করে দিতে হবে বলেই নির্দেশ দিয়েছে এনপিসিআই। আর সমস্ত ব্যবহারকারীকে নজর রাখতে হবে যাতে তাদের নম্বর সক্রিয় থাকে সবসময়, নাহলে তারা ইউপিআই ব্যবহার করতে পারবে না।
কেন এই বদল আনা হচ্ছে ?
নিষ্ক্রিয় মোবাইল নম্বর যা কিনা ইউপিআইয়ের সঙ্গে লিঙ্ক করা রয়েছে তাতে নিরাপত্তাজনিত ঝুঁকি বাড়তে পারে। যখন কোনও গ্রাহক তাদের নম্বর বদল করেন বা নম্বর নিষ্ক্রিয় করে দেন, তাদের ইউপিআই অ্যাকাউন্ট তখনও সক্রিয় থাকে। আর তার ফলেই সেখানে নিরাপত্তাজনিত ঝুঁকি বেড়ে যায়। কোনও মোবাইল নম্বর যদি নতুন কাউকে অ্যাসাইন করা হয়, তাহলেও অনেকক্ষেত্রেই সম্ভাবনা থাকে ইউপিআই লেনদেনও নতুন ব্যবহারকারীর কাছে না চাইতেই স্থানান্তরিত হয়ে যেতে পারে। এতে জালিয়াতির ঝুঁকি বাড়ে।
এই বিষয়টি থেকে ঝুঁকিমুক্ত থাকতে ব্যাঙ্ক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার বা পিএসপিদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা তাদের মোবাইল নম্বরের রেকর্ড আপডেট করে রাখেন মোবাইল নম্বর রিভোকেশন লিস্টের মাধ্যমে যাতে নিষ্ক্রিয় মোবাইল নম্বর সহজে শনাক্ত করা যায় এবং সেগুলিকে ডেটাবেস থেকে বের করে দেওয়া যায়।
ব্যাঙ্কগুলি কীভাবে এই নতুন নিয়ম চালু করবে
ব্যাঙ্ক এবং পিএসপিগুলি সাপ্তাহিক ভিত্তিতে নিষ্ক্রিয়, রিঅ্যাসাইনড এবং বন্ধ হয়ে যাওয়া মোবাইল নম্বরগুলি শনাক্ত করে তা ডেটাবেস থেকে সরিয়ে দেবে।
ইউপিআই পরিষেবা বন্ধ করার আগে গ্রাহকদের কাছে মেসেজ যাবে ব্যাঙ্কের পক্ষ থেকে।
ব্যাঙ্ক এবং পিএসপিগুলি তাদের রেকর্ড সময়ে সময়ে আপডেট করবে এবং নজর রাখবে যাতে বৈধ ও সক্রিয় ব্যবহারকারীরাই কেবল ইউপিআই পরিষেবা ভোগ করতে পারেন।
ডেডলাইনের আগে মোবাইল নম্বর আপডেট করে গ্রাহকরা চাইলে আবার নতুন করে ইউপিআই পরিষেবা চালু করাতে পারেন তাদের নম্বরে।
কারা সমস্যায় পড়বেন
যে গ্রাহকরা কোনও নম্বর কল, এসএমএস বা ব্যাঙ্কের বিজ্ঞপ্তি কোনও কিছুর জন্যই দীর্ঘ সময় ব্যবহার করেন না।
যে গ্রাহকের কোনও পুরনো নম্বর অন্য কাউকে দেওয়া হয়েছে।
ব্যাঙ্ক ডিটেল আপডেট না করেই যে গ্রাহকরা মোবাইল নম্বর বদলে নিয়েছেন।
কীভাবে সক্রিয় রাখবেন ইউপিআই
আপনার মোবাইল নম্বর থেকে কল বা মেসেজ করা যাচ্ছে কিনা একবার যাচাই করতে হবে।
আপনি এসএমএস বা ব্যাঙ্কের ওটিপি পান কিনা তা দেখতে হবে।
নেট ব্যাঙ্কিং বা ইউপিআই অ্যাপের মাধ্যমে বা এটিএমে গিয়ে আপনার ইউপিআই সংযুক্ত মোবাইল নম্বর সক্রিয় করে নিতে হবে বা আপডেট করে নিতে হবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
