Vodafone Recharge Plan: ১০ টাকার কমে ভোডাফোনের রিচার্জ প্ল্যান, পাবেন ২৫ জিবি আনলিমিটেড ডেটা, মেয়াদ কতদিন?
Vodafone Idea Data Plan: ৩৪৫ টাকার ভোডাফোনের রিচার্জ প্ল্যান রয়েছে যার মেয়াদ ৩০ দিন। অর্থাৎ দৈনিক খরচ ১০ টাকার আশপাশে। এই প্ল্যানে পাওয়া যাবে ২৫ জিবি আনলিমিটেড ডেটা। আর কী কী সুবিধা রয়েছে?
Vodafone Recharge Plan: রিচার্জ প্ল্যানের ট্যারিফ বাড়িয়েছে জিও, ভোডাফোন এবং এয়ারটেল- সব সংস্থাই। তবে ভোডাফোনের একটি প্ল্যান রয়েছে যেখানে আপনি ৩০ দিনের জন্য ২৫ জিবি ডেটা পাবেন ইউজাররা। এই রিচার্জ প্ল্যানের খরচ ৩৪৫ টাকা। অর্থাৎ প্রতিদিনের হিসেবে আপনার খরচ পড়বে ১০ টাকা থেকে সামান্য বেশি। ২৫ জিবি ডেটা ইউজার নিজের মতো করে খরচ করতে পারবেন। কোনও দৈনিক সীমাবদ্ধতা নেই। এর পাশাপাশি প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএসের সুবিধাও পাওয়া যাবে। এছাড়াও আনলিমিটেড কলের সুবিধাও পাবেন ইউজাররা।
৩৪৫ টাকার থেকে সামান্য বেশি দামে রয়েছে জিও এবং এয়ারটেলের রিচার্জ প্ল্যান। ৩৫৫ টাকার রিচার্জ প্ল্যান রয়েছে জিও এবং এয়ারটেলের। এই দুই সংস্থার প্ল্যানে কী কী সুবিধা রয়েছে, দেখে নিন।
জিও- র ৩৫৫ টাকার রিচার্জ প্ল্যান
জিও- র এই প্ল্যানের মেয়াদ ৩০ দিন। সেখনে হাই স্পিডের ২৫ জিবি ডেটা পাবেন গ্রাহকরা। এর পাশাপাশি দৈনন্দিন ১০০ ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলিং পরিষেবাও থাকছে। আর ২৫ জিবি ডেটা ইউজাররা যেভাবে ইচ্ছে খরচ করতে পারেন। কোনও দৈনন্দিন সীমাবদ্ধতা নেই। অতিরিক্ত সুবিধা হিসেবে জিও সিনেমা, জিও টিভি, জিও ক্লাউডের সাপোর্ট পাওয়া যায় ৩০ দিনের এই রিচার্জ প্ল্যানে।
এয়ারটেলের ৩৫৫ টাকার রিচার্জ প্ল্যান
এই রিচার্জ প্ল্যানের মেয়াদ ৩০ দিন। এয়ারটেল ইউজাররা ২৫ জিবি ডেটার সঙ্গে অতিরিক্ত ৫ জিবি ডেটা পাবেন। নির্দিষ্ট দৈনিক সীমাবদ্ধতা ছাড়াই এই ডেটা খরচ করা যাবে। এছাড়াও প্রতিদিন ১০০ এসএমএসের সুবিধা পাওয়া যেতে পারে। আনলিমিটেড কলিং পরিষেবাও পাবেন গ্রাহকরা। এর পাশাপাশি হ্যালো টিউনস এবং উইঙ্ক মিউজিকের সাবস্ক্রিপশন পাবেন ইউজাররা।
জিও ট্রু আনলিমিটেড আপগ্রেড
ইউজারদের জন্য 'ট্রু আনলিমিটেড আপগ্রেড'- এর আওতায় তিনটি নতুন এবং সস্তার প্ল্যান এনেছে রিলায়েন্স জিও ইনফোকম। ৫১ টাকা, ১০১ টাকা এবং ১৫১ টাকা- এই তিনটি প্রিপেড রিচার্জ প্ল্যানে জিও ইউজাররা আনলিমিটেড ৫জি ডেটার পরিষেবা পাবেন। আপনার ফোনে একটি রিচার্জ প্ল্যান ইতিমধ্যেই রিচার্জ করা থাকলে তার পরেও এই তিন প্ল্যানের যেকোনও একটি রিচার্জ করলে আপনি পরিষেবা পাবেন। ৬১ টাকার ৫জি আপগ্রেড অ্যাড-অন প্ল্যানটি বন্ধ করে দিয়েছে জিও। এই রিচার্জ প্ল্যানে ইউজার তার মোবাইলে থাকা যেকোনও অ্যাক্টিভ প্ল্যানের সঙ্গেও ৫জি সার্ভিস পেতেন। ৬ জিবি ডেটা পাওয়া যেত এই প্ল্যানে। জিও এই রিচার্জ প্ল্যান সরিয়ে ইউজারদের জন্য চালু করেছে ১০১ টাকা। বলা ভাল ৬১ টাকার প্ল্যানটির দাম বেড়েছে ৪০ টাকা।
আরও পড়ুন- জিও- র ১৭৫ টাকার প্ল্যানে পাবেন ১২টি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন ! সঙ্গে আরও অনেক সুবিধা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।