Volkswagen Electric Car: এবার 'ইলেকট্রিক পাসাত' আনছে ফক্সওয়াগন, কেমন হবে ফিচার-স্পেকস ?
Volkswagen Electric Passat: এবার ID Vizzion মডেল আনতে চলেছে ফক্সওয়াগন(Volkswagen)। এপ্রিল ২০২২ বেজিং মোটর শোতে উন্মোচন করা হবে পাসাতের এই ইলেকট্রিক সংস্করণ
Volkswagen Electric Passat: আগামী মোটর শোতেই দেখা যাবে ফক্সওয়াগেনের (Volkswagen) নতুন সৃষ্টি। এবার ID Vizzion মডেল আনতে চলেছে ফক্সওয়াগন(Volkswagen)। এপ্রিল ২০২২ বেজিং মোটর শোতে উন্মোচন করা হবে পাসাতের এই ইলেকট্রিক সংস্করণ। এর আগে ২০১৮ সালের জেনেভা মোটর শো-তে গাড়ির কনসেপ্ট লঞ্চ করেছিল কোম্পানি। ৪ দরজার
আইডি ভিশনটি পাসাতের বৈদ্যুতিক সংস্করণ হিসাবে বাজারে আনা হচ্ছে।
Volkswagen Electric Car: ইতিমধ্যেই গাড়ির বিষয়ে মুখ খুলেছেন ফক্সওয়াগেনের সিইও রাল্ফ ব্র্যান্ডস্ট্যাডটার। তিনি জানিয়েছেন, ID6 আইডি ভিশন আন্তর্জাতিক বাজারে আসবে। এর প্রথম ডেলিভারি ২০২৩ সালে শুরু হবে। সংবাদ সম্মেলনে, ব্র্যান্ডস্ট্যাটার জানান, কোম্পানির মুনাফা ৮ শতাংশ বিক্রি হ্রাসের পরও ৪৫১ শতাংশ বেড়েছে। অটো ব্লগারদের মতে, আসন্ন Volkswagen ID Vision বাজারে এলে কড়া প্রতিযোগিতা হবে Hyundai Ioniq 6, Polestar 2 ও Tesla Model 3-এর মতো জনপ্রিয় EV গাড়িগুলির সঙ্গে। এরাই বৈশিষ্টে্যর দিক দিয়ে এর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী৷ বাইরে থেকে দেখলে আইডি হবে ভিশন পাসাতের মতো। অন্যদিকে, এর অন্দরসজ্জাও হবে বেশ আকর্ষণীয়। গাড়ি দেখলেই প্রিমিয়াম প্রোডাক্টের অনুভূতি পাবেন ক্রেতা।
Volkswagen ID Vizzion: Aero-B কোডনেমে তৈরি গাড়িটির অফিশিয়াল নাম এখনও ঘোষণা করা হয়নি। নতুন মডেলটি MEB আর্কিটেকচার ব্যবহার করবে বলে আশা করা হচ্ছে। এ ID.4 হিসাবে একটি পিছনের বা ফোর-হুইল-ড্রাইভ পাওয়ারট্রেন বিকল্পের সাথে অফার করা হবে এই গাড়ি। চার-দরজার এই গাড়ি সম্ভবত একটি ৮৪kWh ব্যাটারিতে চলবে। প্রতি চার্জে ৪৩১ মাইল রেঞ্জ অফার করবে এই গাড়ি। যা নতুন মার্সিডিজ-বেঞ্জ EQE থেকে সামান্য বেশি। অন্যান্য আইডি মডেলগুলি ছোট ব্যাটারির সাথে পাওয়া যায়। (৫৮ kWh-৭৭ kWh) যা ID.6 এর সঙ্গে পাওয়া যাবে না। ৮৪kWh ব্যাটারি 0-80 শতাংশ চার্জ হতে প্রায় 30 মিনিট সময় নেয় এই কুপে সেডান। প্রোডাকশন ভার্সনে গাড়ির কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে।