Volkswagen Virtus: স্কোডা স্লাভিয়ার পাল্টা ! ভারতে এইদিন ভারটাস আনছে ফক্সওয়াগন
Volkswagen Virtus : ভারতে মিড সাইজ সেডান সেগমেন্টে স্কোডা স্লাভিয়ার পাল্টা প্রোডাক্ট নিয়ে আসছে ফক্সওয়াগন। মার্চের প্রথমেই দেশে লঞ্চ হতে চলেছে এই গাড়ি। জেনে নিন এর সম্ভাব্য স্পেকস, ইঞ্জিন ও ফিচার।
Volkswagen Virtus launch: ভারতে মিড সাইজ সেডান সেগমেন্টে স্কোডা স্লাভিয়ার পাল্টা প্রোডাক্ট নিয়ে আসছে ফক্সওয়াগন। মার্চের প্রথমেই দেশে লঞ্চ হতে চলেছে এই গাড়ি। জেনে নিন এর সম্ভাব্য স্পেকস, ইঞ্জিন ও ফিচার।
Volkswagen Virtus Update: কোন প্লাটফর্মে তৈরি গাড়ি
ভারতে 8th মার্চ লঞ্চ হতে চলেছে এই গাড়ি। মিড সাইজ সেডান সেগমেন্টে সি-টাইপ গাড়ি হবে এই ভারটাস। শোনা যাচ্ছে, এই সেডান তাইগুন কমপ্যাক্ট SUV-র একই প্লাটফর্মে তৈরি করা হয়েছে। আসলে ল্যাটিন শব্দ ভারটাস, যার অর্থ 'এক্সিলেন্স'। MQB A0-IN প্ল্যাটফর্ম এই গাড়ি প্রস্তুত করেছে কোম্পানি।
Volkswagen Virtus launch: স্কোডা স্লাভিয়ার মতোই হবে ভারটাস। তবে তাইগুন/কুশাকের মতো একই আদল হয়েও নিজের একটা আলদা ছাপ ছাড়বে এই সেডান। যা বাকিদের থেকে একে আলাদা করবে। নতুন সেডান ভেন্টোর থেকে বড় ও প্রিমিয়াম হবে বলেই মনে করা হচ্ছে। আগামী দিনে ভেন্টোর পরিবর্তে বাজারে এই গাড়ি তুলে ধরবে ফক্সওয়াগন।
Volkswagen Virtus Engine: Taigun এর মতো এতেও একই ইঞ্জিন বিকল্প দেওয়া হবে। 1.0l TSI ইঞ্জিন অটোমেটিক/ম্যানুয়াল থাকতে পারে গাড়িতে। এতে 1.5 TSI ইঞ্জিন আশা করতে পারেন। ফক্সওয়াগন ভারটাসে এই ইঞ্জিন দিলে সি-সেগমন্ট সেডানে সবথেকে শক্তিশালী গাড়ির মধ্যে নাম লেখাবে ভারটাস। এই গাড়িতে 1.5 TSI একটি ম্যানুয়াল ভ্যারিয়েন্ট সহ একটি DSG সহ আসবে। তাইগুনের মতো সেডানটিও ম্যানুয়াল বা ডিএসজি অটোমেটিক-সহ 1.5 টিএসআই ইঞ্জিন সহ একটি স্পোর্টি ড্রাইভিং অভিজ্ঞতার জন্য জিটি ভ্যারিয়েন্ট দেবে।
Volkswagen Virtus design: স্টাইলিং অনুসারে আমরা ফক্সওয়াগনে তার সিগনেচার লুক দেখতে পাব। যেখানে সাদামাটা ভদ্রস্থ চেহারা দেখা যাবে গাড়ির। সেডানে একটি লম্বা হুইলবেসও থাকবে, যার অর্থ আরও জায়গা পাবে সেকেন্ড রোয়ের যাত্রী। নতুন ফক্সওয়াগেন সেডান অবশ্যই স্কোডা স্লাভিয়া, হোন্ডা সিটি ছাড়াও হুন্ডাই ভার্নার সঙ্গে প্রতিযোগিতায় নামবে।